‘অস্ট্রেলিয়ার বিপক্ষে আমরা জিততে চাই’
বাংলাদেশ এখন অনেক বদলে যাওয়া একটি দল। ১১ বছর আগে যে বাংলাদেশকে দেখে গিয়েছিল অস্ট্রেলিয়া, এখন আর সেই বাংলাদেশ নেই। এ কারণে অস্ট্রেলিয়াও বাংলাদেশে এসেছে অনেক হোমওয়ার্ক করে। গত বছর ঘরের মাঠে ইংল্যান্ডকে হারানোর স্মৃতি এখনও তরতাজা বাংলাদেশের। এ কারণে বিসিবি প্রেসিডেন্ট তুমুল আশাবাদী, ‘বাংলাদেশ ৫দিন খেলা কিংবা ড্রয়ের জন্য নয়, এবার মাঠে নামতে জয়ের জন্য। আমরা জিততে চাই।’
আজ দুপুরে হঠাৎ বিসিবি কার্যালয়ে এসে বিসিবি প্রেসিডেন্ট বৈঠক করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু এবং প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে। যে বৈঠকে উপস্থিত ছিলেন বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান এবং জাতীয় দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন।
কোচ এবং নির্বাচনের সঙ্গে যখন বিসিবি সভাপতি বৈঠক করছিলেন, তখনই মিরপুরে গুঞ্জন ছড়িয়ে পড়ে, মুমিনুল ফিরতে পারেন টেস্ট দলে। শেষ পর্যন্ত বিসিবি সভাপতি সে ঘোষণাই দিলেন। জানিয়ে দিলেন, মোসাদ্দেক হোসেন সৈকতের চোখের সমস্যার কারণে তাকে নিয়ে ঝুঁকি নিতে চান না তারা। তার পরিবর্তে তাই ১৪ জনের দলে নেয়া হলো মুমিনুল হককে।
সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বিসিবি বিগ বস জানালেন, তিনি বসেছিলেন প্রধান কোচ এবং প্রধান নির্বাচকের সঙ্গে। কেন বসলেন সে কারণও জানালেন তিনি। নাজমুল হাসান পাপন বলেন, ‘আমি সাধারণত কোনো সিরিজ বা টুর্নামেন্টের আগে কোচ, অধিনায়ক, নির্বাচক এবং সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে বসি। কিন্তু এবার চট্টগ্রামে ক্যাম্প হওয়ায় আমি আগে তাদের সাথে বসতে পারিনি। কাল কয়েকজন সিনিয়র ক্রিকটোরের সাথে কথা হয়েছে। আর আজ দুপুর থেকে বিকেল পর্যন্ত কোচ এবং নির্বাচকদের সঙ্গে বসলাম। সেখানে শুধুই যে মুমিনুলকে নিয়ে কথা হয়েছে তা নয়, আমি অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজে আমাদের গেম প্ল্যান কী, লক্ষ্য কী, পরিকল্পনা কী এসবও জানতে চেয়েছি কোচ ও নির্বাচকের কাছে।’
এ সময়ই অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের কথা বললেন পাপন। তিনি বলেন, ‘নির্বাচক ও কোচদের সঙ্গে কথা বলে বুঝেছি এখন আর পাঁচ দিন খেলা কিংবা ড্র করা নয়, আমরা জিততে চাই। সে লক্ষ্যেই দল সাজানো হয়েছে।’
এআরবি/আইএইচএস/আরআইপি