বোলিংটা উপভোগ করেন নাসির
আবারও জাতীয় দলে ফেরার পর আগের দিনই জাগো নিউজের মুখোমুখি হয়েছিলেন নাসির হোসেন। জানিয়েছিলেন, জাগো নিউজের কাছে দলে থাকার বিষয়টি প্রথম শুনেছিলেন। ২৪ ঘণ্টা পর সংবাদ সম্মেলনে কথা বলেন নাসির।
ব্যাটিংয়ের চেয়ে বোলিংটা বেশি উপভোগ করেন নাসির হোসেন। বোলিং নিয়ে নিজের স্বাচ্ছন্দ্যবোধের কথাই বললেন তিনি। আজ (রোববার) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেস কনফারেন্স রুমে বসে সাংবাদিকদের একথাই জানালেন।
বোলিং করার বিষয়ে নাসির বলেন, ‘বোলিংটা বেশ উপভোগ করি। সুযোগ পেলে অবশ্যই ভালো বোলিং করব।’
নিজের প্ল্যানিং নিয়েও কথা বলেন মিস্টার ফিনিশার। বলেন, ‘আমি জাতীয় লিগ ও বিসিএল খেলেছি একটা নির্দিষ্ট প্ল্যান নিয়ে। সেই প্ল্যানে আমি সফল। জাতীয় দলে খেললেও প্ল্যান পরিবর্তন আমি করছি না।’
নিজের ব্যাটিং অর্ডার নিয়ে এই ডানহাতি ব্যাটসম্যান বলেন, ‘আমি ছয়/সাতে খেলতে নামি। তখন ব্যাটসম্যান থাকে দুই একজন। কাজেই আমি সেভাবেই খেলি। আর ব্যাটসম্যানরা আউট হয়ে গেলে, আমি চেষ্টা করি দ্রুত রান করার।’
এসময় তিনি দাবি করেন চট্টগ্রামের ক্যাম্প এবং প্রস্তুতি ম্যাচটা সিরিজে যথেষ্ট কাজে দেবে। এছাড়া অস্ট্রেলিয়া ১১ বছর পর খেলতে এসেছে বাংলাদেশে এটা নিয়েও বেশ উচ্ছ্বসিত তিনি।
এমএএন/এনইউ/আইআই