ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

পুরোপুরি প্রস্তুত প্রেস কনফারেন্স রুম

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৬:৪৩ এএম, ২০ আগস্ট ২০১৭

স্টিভেন স্মিথ বসে আছেন চেয়ারে আর তার সামনে অনেকগুলো টিভি/রেডিওর ব্যুম আর বেশ কিছু স্ম্যার্ট ফোন। পেছনে বিশাল ব্যানারে মূল স্পন্সর আর অন্যান্য স্পন্সদের লোগো।

স্মিথের সামনে সারি সারি চেয়ারে বসে আছেন দেশ-বিদেশের সাংবাদিক। তাদের পেছনে ব্যস্ত ক্যামেরাম্যানরা। এটা একটা আদর্শ প্রেস কনফারেন্স রুমের দৃশ্য। যেটা গতকাল (শনিবার) দেখা গিয়েছে।

একটা ম্যাচের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে থাকে প্রেস কনফারেন্স। আর সেই কনফারেন্সের জায়গাটা হতে হয় পরিপাটি ও গোছানো। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেস কনফারেন্স রুমে ঢুকলেও আপনার মন জুড়িয়ে যাবে। সুন্দর পরিপাটি করে সব সাজানো-গোছানো।

টেস্ট সিরিজকে সামনে রেখে সব ধরনের সমস্যার সমাধান করে পরিপূর্ণরূপে প্রস্তুত করা হয়েছে কনফারেন্স রুমটি। ইতোমধ্যেই গতকাল এই রুমেই বাংলাদেশ দল ঘোষণার পাশাপাশি স্মিথও প্রেস ব্রিফিং করেছেন।

উল্লেখ্য, আগামী ২৭ আগস্ট মিরপুর শেরেবাংলায় প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশে-অস্ট্রেলিয়া।

এমএএন/এনইউ/আইআই

আরও পড়ুন