ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

বাংলাদেশেই সুযোগটা কাজে লাগাতে চান হ্যান্ডসকম্ব

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০২:৪১ পিএম, ১৪ আগস্ট ২০১৭

অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট খেলেছেন ৮টি। ব্যাট হাতে নিজেকে প্রমাণ করেছেন। ৫৪.২৭ গড়ে নামের পাশে যোগ করেছেন ৫৯৭ রান। দুটি সেঞ্চুরির পাশাপাশি হাঁকিয়েছেন তিনটি হাফ সেঞ্চুরি। ২৬ বছর বয়সী পিটার হ্যান্ডসকম্ব এখন অস্ট্রেলিয়া দলের নিয়মিত সদস্য!

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে রয়েছেন হ্যান্ডসকম্ব। একজন ব্যাটসম্যান হিসেবে আস্থার প্রতিদান দিয়েছেন। এবার বাংলাদেশ সফরে উইকেটের পেছনে দাঁড়ানোর সুযোগ পাচ্ছেন তিনি। আর সেই সুযোগটা কাজে লাগাতে চান।

হ্যান্ডসকম্বের স্বস্তি, ‘শেষ পর্যন্ত আমি টিম কম্বিনেশনের অংশ হতে পেরেছি। দলের প্রয়োজনে আমাকে যে ভূমিকায় রাখা হয়, সেই দায়িত্ব পালন করতে আমি প্রস্তুত। উইকেটরক্ষকের ভূমিকা পালন করলেও আমার প্রধান দায়িত্ব থাকবে ব্যাট হাতে দলে অবদান রাখা।’

‘আমি মনে করি, এটা (উইকেটরক্ষকের ভূমিকা পালন করা) খুবই ভালো সংবাদ। ইংল্যান্ডে ইয়র্কশায়ারের হয়ে সাদা বলে আমি কিপিং করেছি। এই অভিজ্ঞতা কাজে দেবে।’-যোগ করেন হ্যান্ডসকম্ব।

এনইউ/আরআইপি

আরও পড়ুন