ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

দেশে ফিরেছেন খালেদ মাহমুদ সুজন

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ১১:০৮ এএম, ১৪ আগস্ট ২০১৭

অনেকটা নীরবেই দেশে ফিরেছেন খালেদ মাহমুদ সুজন। ১০ দিনের চিকিৎসা শেষে ১১ আগস্ট ঢাকায় পৌঁছান তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক সূত্রের খরব, চিকিৎসা শেষে দেশে ফিরেছেন সুজন। আপাতত বিশ্রামে রয়েছেন। এখন তার পুরো সময়টা কাটছে বিছানায়।

গত ৩০ জুলাই জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং বর্তমানে ম্যানেজারের দায়িত্ব পালন করা সুজন রক্তচাপ (ব্লাড প্রেসার) বেড়ে যাওয়ার কারণেই হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি।

সন্ধ্যার পর অবস্থার অবনতি হতে থাকলে সুজনকে নিয়ে আসা হয় ইউনাইটেড হাসপাতালে। রাতে তার অবস্থার আরও অবনতি হয়। পরে আইসিইউতে নিয়ে গিয়ে দেয়া হয় লাইফ সাপোর্ট।

সকাল থেকেই অবস্থার উন্নতি হতে থাকে সুজনের। লাইফ সাপোর্ট খুলে নেয়া হয়। পরে এমআরআই করানো হলে দেখা যায় রিপোর্টও ভালো। তবুও খালেদ মাহমুদ সুজনকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়া হয়।

৩১ জুলাই রাত ১১টায় এয়ার অ্যাম্বুলেন্সে সুজনকে নেয়া হয় সিঙ্গাপুরে। সঙ্গে যাবেন তার বড় ভাই আশফাক আহমেদ ইয়াফি। বিসিবির পক্ষ থেকেও একজন ডাক্তার যান সুজনের সঙ্গে।

এআরবি/এনইউ/পিআর

আরও পড়ুন