ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

দু’একদিনের মধ্যেই দেশে ফিরবেন সুজন

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ১২:৪৮ পিএম, ১২ আগস্ট ২০১৭

সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে আগামী দু’ একদিনের মধ্যে দেশে ফিরবেন জাতীয় দলের ম্যানেজার ও সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। এমনটিই জানালেন বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

আজ (শনিবার) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসবি) সাংবাদিক লাউঞ্জে বসে এসব কথা বলেন তিনি। সুজনের শারিরীক অবস্থা সম্পর্কে জানাতে গিয়ে তিনি বলেন, ‘সুজন এখন ভাল আছেন। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে হোটেলে অবস্থান করছেন। আগামী দু-একদিনের মধ্যে দেশে ফিরবেন তিনি।’

তবে আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে তিনি দলের ম্যানেজার থাকতে পারবেন কি না সে ব্যাপারে কিছু জানাতে পারেননি তিনি। জালাল ইউনুস বলেন, ‘দেশে ফিরলেও সম্ভবত ও ম্যানেজার হিসেবে থাকছে না অস্ট্রেলিয়া সিরিজে। কারণ ওর (সুজন) বিশ্রামের দরকার আরও কিছুদিন।’

উল্লেখ্য, গুরুতর অসুস্থ হয়ে ৩০ জুলাই রাতে খালেদ মাহমুদ সুজন ভর্তি হয়েছিলেন রাজধানীর ইউনাইটেড হাসপাতালে। ওইদিনই রাতের দিকে অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নিয়ে লাইফ সাপোর্টে রাখা হয়। পরের দিন সকাল থেকে অবস্থার কিছুটা উন্নতি হলেও তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায়নি বিসিবি। এ কারণে পরদিন রাতেই উন্নত চিকিৎসার্থে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয় হয় সুজনকে।

এমএএন/আইএইচএস/জেআইএম

আরও পড়ুন