ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

অস্ট্রেলিয়ার প্রস্তুতি ম্যাচ কি তবে ইউল্যাব মাঠেই!

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ১১:২২ এএম, ১২ আগস্ট ২০১৭

অস্ট্রেলিয়া ক্রিকেট দল ঢাকায় এসে পৌঁছাবে ১৮ আগস্ট। তার তিনদিন আগে, ১৫ আগস্ট ঢাকায় আসবে অস্ট্রেলিয়ার নিরাপত্তা পর্যবেক্ষক দল; কিন্তু অস্ট্রেলিয়ার ঢাকায় আসার আগে আবারও বিসিবির কপালে চিন্তার ভাঁজ তৈরি করে দিয়েছে একটানা বৃষ্টি। কারণ টানা বৃষ্টির ফলে ফতুল্লা ক্রিকেট স্টেডিয়াম হয়ে পড়বে পুরো খেলার অনুপোযোগী। অথচ সেখানেই ২২ ও ২৩ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা অস্ট্রেলিয়ার দুই দিনের প্রস্তুতি ম্যাচ।

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের একটি দু’দিনের প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে। যেটি অনুষ্ঠিত হওয়ার কথা ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে; কিন্তু বৃষ্টি আর সুয়ারেজের পানিতে সয়লাব হয়ে আছে পুরো ফতুল্লা স্টেডিয়াম। মাঠটির ভেতর এবং বাইরে ময়লা-দুর্গন্ধযুক্ত পানি জমে রয়েছে। স্টেডিয়ামের প্রবেশমুখেও জমে রয়েছে ময়লা পানি।

এ পরিস্থিতিতে ফতুল্লায় অস্ট্রেলিয়া ক্রিকেট দলের প্রস্তুতি ম্যাচ আয়োজন করা সম্ভব কি না? এ বিষয়ে বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান হানিফ ভুঁইয়া চার-পাঁচদিন আগে জাগো নিউজকে জানিয়েছিলেন, তারা প্রস্তুতি নিচ্ছেন ফতুল্লায় ম্যাচটি আয়োজনের। বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজনও জানিয়েছিলেন, টানা বৃষ্টি না হলে ফতুল্লায় ম্যাচটি আয়োজন করা সম্ভব। না হয়, তারা বিকেএসপিকেই বিকল্প হিসেবে চিন্তা করে রেখেছে।

বিসিবি কর্মকর্তাদের সব আশা ধুলায় মিশিয়ে দিয়ে গতকাল (শুক্রবার) থেকেই মৌসুমি বায়ুর প্রভাবে শুরু হয়েছে টানা বৃষ্টি। আবহাওয়া দপ্তরের খবর, এই বৃষ্টি চলবে আরও তিনদিন। সুতরাং, ফতুল্লায় যে আর অস্ট্রেলিয়ার প্রস্তুতি ম্যাচটি আয়োজন করা সম্ভব নয়, সেটা ইতিমধ্যেই স্পষ্ট হয়ে গিয়েছে।

বিসিবি পরিচালক এবং মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসও আজ সাংবাদিকদের জানিয়ে রাখলেন বিকল্প ভেন্যুর কথা। ফতুল্লায় খেলা না হলে কী হবে এ বিষয়ে তিনি বলেন, ‘যদি ফতুল্লায় খেলা আয়োজনা করা সম্ভব না হয়, তাহলে অপশন হচ্ছে বিকেএসপি ও সিলেট স্টেডিয়াম।’

যদিও বিকেএসপি কিংবা সিলেট স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচ আয়োজন আদৌ করা যাবে কি না, সেটা নিয়ে নিজেই সন্দিহান বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান। দুরত্বটাই মূল সমস্যা।

এ বিষয়ে তিনি বলেন, ‘যদিও বিকেএসপি কিছুটা দুরে হবে। আমরা চেষ্টা করবো তাদেরকে সহজে নিয়ে যাওয়ার জন্য। আর সিলেটের কথাও আমরা তাদের (অস্ট্রেলিয়া নিরাপত্তা পর্যবেক্ষক দৈল) জানিয়ে রাখবো। যদিও সিলেটে গিয়ে খেলে এসে আবার দু’দিন পর ম্যাচ খেলতে নামতে হবে। বিষয়টা অস্ট্রেলিয়া নাও মেনে নিতে পারে।’

ULab-Field

ইউল্যাব বিশ্ববিদ্যালয় মাঠ

মিরপুর শেরে বাংলার মূল ভ্যেনুতে তাহলে খেলা হতে পারে কি না? এমন প্রশ্নের জবাবে জালাল ইউনুস বলেন, ‘মূল ভ্যেনুতে খেলা হবে না । এর অন্যতম কারণ হচ্ছে, ২২ আগস্টের মধ্যে শেরে বাংলার মাঠও পুরোপুরি প্রস্তুত হবে না।’

তাহলে আর কী বিকল্প খোলা আছে বিসিবির সামনে? এ বিষয়েও কিছু ইঙ্গিত দিয়ে রাখলেন জালাল ইউনুস। অস্ট্রেলিয়ার নিরাপত্তা পর্যবেক্ষক দলের সামনে কাছাকাছি আরও দু’একটি ভ্যেনু উপস্থাপন করা হবে। প্রয়োজনে সেই ভেন্যু দেখানো হবে বলেও জানালেন বলেন তিনি। জালাল ইউনুস বলেন, ‘আমরা খেলার ব্যবস্থা অবশ্যই করবো। এই অপশনগুলোও যদি তারা পছন্দ না করে তাহলে অন্য অপশন আমাদের হাতে আছে।’

যেহেতু অস্ট্রেলিয়া দলের প্রস্তুতি ম্যাচের মূল সমস্যা হয়ে দাঁড়িয়েছে দূরত্ব। সেক্ষেত্রে ঢাকার ভেতর এখন খেলার উপযোগী মাঠ রয়েছে মোহম্মদপুর বেড়িবাঁধ এলাকায় অবস্থিত ইউল্যাব বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠ!

গত কয়েকদিন আগে একটি বেসরকারি টিভি চ্যানেলে সাক্ষাতকার দিতে গিয়ে বিসবি পরিচালক শেখ সোহেল ইউল্যাব মাঠে ম্যাচটি আয়োজনের কথা জানিয়েছিলেন।

তবে ইউল্যাব মাঠে সত্যি সত্যি এমন কোনো ম্যাচ আয়োজন করা সম্ভব কি না, এ বিষয়ে ক্রিকেট বিশ্লেষক ও সিনিয়র ক্রীড় সাংবাদিক আরিফুর রহমান বাবু জাগো নিউজকে বলেন, ‘অস্ট্রেলিয়া প্রস্তুতি ম্যাচ খেলে মূলতঃ বুঝতে চাইবে এখনাকার কন্ডিশন। সাধারণত এমন প্রস্তুতি ম্যাচে সফরকারী দল পূর্ণ শক্তি নিয়ে খেলে। সেখানে ইউল্যাব মাঠে এর আগে কোন প্রথম শ্রেণির ম্যাচ অনুষ্ঠিত না হওয়াতে অস্ট্রেলিয়ার খেলতে না চাওয়ার সম্ভবনা রয়েছে। আর এখানকার উইকেট যদি খেলার অনুযোযোগী হয়ে পড়ে কিংবা আর বাজে আচরণ করে তাহলে বিসিবিও প্রশ্নবিদ্ধ হবে। তবে, ম্যাচটি যদি প্রথম শ্রেণির মর্যাদা না পায়, এটাকে যদি শুধুই গা গরমের ম্যাচ হিসেবে ধরে নেয়া হয়, তাহলে এমন মাঠে এ ধরনের প্রস্তুতি ম্যাচ আয়োজনে কোনো সমস্যা নেই।’

বিসিবি থেকে সত্যি সত্যি ইউল্যাব বিশ্ববিদ্যালয় মাঠে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের প্রস্তুতি ম্যাচ আয়োজন নিয়ে কোনো চিন্তা-ভাবনা করা হচ্ছে কি না- এ বিষয়ে জানতে ইউল্যাবের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে জাগো নিউজ। নাম প্রকাশ না করা শর্তে সেখানকার এক কর্মকর্তা বলেন, ‘বিসবি আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। তারা নাকি একটা প্রস্তুতি ম্যাচ আয়োজন করতে চায়। সম্ভবত অস্ট্রেলিয়ারই। তবে বিষয়টা এখনও নিশ্চিত নয় এবং এটা আমাদের উর্ধ্বতন কর্মকর্তারা ভালো বলতে পারবেন।’

যে মাঠেই খেলা হোক, সেটা বিকেএসপি, ফতুল্লা, সিলেট কিংবা ইউল্যাব- বাংলাদেশ ক্রিকেট বোর্ড অস্ট্রেলিয়া ক্রিকেট দলের এই প্রস্তুতি ম্যাচটি আয়োজনের ব্যাপারে বদ্ধ পরিকর।

এমএএন/আইএইচএস/জেআইএম

আরও পড়ুন