ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

বরিশাল বাদ পড়ায় বিস্মিত শাহরিয়ার নাফিস

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৮:৩৮ এএম, ১১ আগস্ট ২০১৭

বরিশালের সন্তান শাহরিয়ার নাফিস। একটা সময় ছিলেন জাতীয় দলের নির্ভরযোগ্য ওপেনার। গত দুই বছর খেলেছেন নিজ বিভাগের ফ্রাঞ্চাইজ "বরিশাল বুলস" এ। কিন্তু এইবার টুর্নামেন্ট ফি পরিশোধ না করায় বিপিএল থেকে বাদ দেয়া হচ্ছে দলটিকে। আর দল বাদ পড়ায় যেমন বিস্মিত হয়েছেন, তেমনি কষ্টও পেয়েছেন বাঁ-হাতি এই ওপেনার।

বিপিএল থেকে বরিশালের বাদ পড়া এবং নিজস্ব চিন্তা-ভাবনা নিয়ে জাগো নিউজের সঙ্গে কথা বলেছেন বরিশালের এই সন্তান। জাগো নিউজকে তিনি বলেন, ‘এটা নিয়ে আমি একটু বিস্মিত। বরিশাল তো একটি প্রতিষ্ঠিত দল। শেষ পর্যন্ত দলটা যদি বাদই পড়ে তাহলে অবশ্যই কষ্ট থাকবে। কারণ আমি বরিশালের ছেলে হিসেবে অবশ্যই বরিশালের হয়ে খেলতে চাই।’

এটা বরিশালের ভক্ত-সমর্থকদের জন্যও কষ্টের সংবাদ বলে দাবি করেন এবং সমাধানের আশাবাদ ব্যক্ত করে এই ওপেনার আরও বলেন, ‘বরিশালের ভক্ত-সমর্থকদের জন্য এটা খুবই কষ্টের হবে যদি শেষ পর্যন্ত তারা (বরিশাল বুলস) খেলতে না পারে। তবে আমি এখনও বিশ্বাস করি এটা একটা সমাধানের পথে আসবে।’

বিপিএলে নিজস্ব ভাবনা নিয়ে বলতে গিয়ে এই ক্রিকেটার বলেন, ‘বিপিএল নিয়ে ভাবনা হচ্ছে, ভালো খেলতে হবে। গত বছর যেভাবে খেলেছি, এ বছর তার চেয়েও ভালো খেলতে হবে। চেষ্টা থাকবে, গত বছরের চেয়ে অবশ্যই ভালো খেলার।’

ভালো খেলার জন্য কি কি বিষয় নিয়ে কাজ করছেন? এমন প্রশ্নের জবাবে তিনি জাগো নিউজকে বলেন, ‘এখন সম্পূর্ণরূপে ফিটনেস ট্রেনিং করছি আর ঈদের পর স্কিল ট্রেনিং শুরু করবো।’

বরিশালের এই ক্রিকেটার আশা করেন দল খেললে তিনি বরিশালেই খেলবেন। সে আশাতেই এখনও অন্য কোন দলের সঙ্গেও কথা হচ্ছে না। আর একান্তই বরিশাল খেলতে না পারলে নাফিসের ভাগ্য নির্ধারিত হবে প্লেয়ার ড্রাফটের মাধ্যমে।

এমএএন/এমআর/আইআই

আরও পড়ুন