ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

দ্বিতীয় দিন শেষ পিছিয়ে দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৮:৪৮ এএম, ০৬ আগস্ট ২০১৭

জেমস অ্যান্ডারসনের বোলিং তোপে নিজেদের প্রথম ইনিংসে খুব বেশি সুবিধা করতে পারেনি সফরকারী দক্ষিণ আফ্রিকা। ইংল্যান্ডের করা ৩৬২ রানের জবাবে ২২০ রান তুলতেই ৯ উইকেট হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। এর মধ্যে চারটি উইকেটই পেয়েছেন এই ইংলিশ পেসার।

সিরিজে সমতায় ফিরতে এ ম্যাচে জয়ের কোন বিকল্প নেই প্রোটিয়াদের সামনে। তবে নিজেদের প্রথম ইনিংসের শুরুতেই ডিন এলগারকে কোন রান না করার আগেই বিদায় করেন অ্যান্ডারসন। হাশিম আমলাকে আউট করেন রোল্যান্ড-জোন্স। বাভুমা কিছুটা প্রতিরোধ গড়লেও অ্যান্ডারসনের বলে ৪৬ রান করে সাজঘরে ফেরেন। এরপর ডু প্লেসিকেও সাজঘরে ফেরান এই ফাস্ট বোলার।

এদিকে দ্বিতীয় স্পেলে ফিরে স্টুয়ার্ট ব্রডও যোগ দেন উইকেট নেয়ার মিশনে। কুইন্টন ডি কক ও রাবাদাকে সাজঘরে ফেরান এই পেসার। নিয়মিয় বিরতিতে উইকেট পড়ায় জমতে পারেনি দক্ষিণ আফ্রিকার কোন জুটি। এখনো ১৪২ রানে পিছিয়ে আছে সফরকারীরা।

এমআর/জেআইএম

আরও পড়ুন