ঘরের মাঠে বাংলাদেশ ভয়ঙ্কর : রাজ্জাক
ঘরের মাঠে, নিজস্ব কন্ডিশনে বাংলাদেশকে যে কোন দলের জন্য ভয়ঙ্কর বলে মনে করেন জাতীয় দলের বাইরে থাকা স্পিনার আব্দুর রাজ্জাক রাজ। তার মতে, এখন আর বাংলাদেশ ছোট দল নেই।
আজ (শনিবার) বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) বসে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ ধরনের মন্তব্য করেন।
ঘরের মাঠে বাংলাদেশ অস্ট্রেলিয়ার জন্য বড় ধরনের হুমকিই হবে বলে মনে করেন রাজ্জাক। নিজে জাতীয় দলে না খেললেও তিনি বিশ্বাস করেন, তার সতীর্থদের সাহস এবং সামর্থ্য আছে, অস্ট্রেলিয়াকে হারানোর।
এ নিয়ে তিনি বলেন, “হোম কন্ডিশনে বাংলাদেশ খুবই ভয়ংকর টিম। ‘দেখা যাক কি হবে’ পর্যায়ে এখন আর বাংলাদেশ নেই। নিজেদের কন্ডিশনে তারা এখন যে কোন দলের জন্যই হুমকি বলা যায়। আমি নিশ্চিত বাংলাদেশ অস্ট্রেলিয়ার জন্য হুমকিই হবে। অস্ট্রেলিয়া আমাদেরকে হালকা ভাবে নিতেই পারবে না। সে সুযোগই নেই। আমার মনে হয় টেস্টে সেরা হচ্ছে ইংল্যান্ড। ইংল্যান্ডকে যারা হারাতে পারে, তারা যে কোন দেশকেই হারানোর ক্ষমতা রাখে।”
তবে অস্ট্রেলিয়ার সাথে সিরিজ যে কিছুটা কঠিন হবে তাও মেনে নিয়েছেন এই স্লো বাম হাতি অর্থোডক্স স্পিনার। তিনি বলেন, ‘তবে হ্যাঁ, কিছুটা কঠিন তো হবেই। আপনার একটা পুরাতন ও সেট টেস্ট টিমকে হারাতে হলে অবশ্যই কষ্ট করতে হবে। তবে কোনভাবে জেতা যাবে না বা হবে না- এটা ভাবার অবকাশ এখন আর নেই।’
স্পিনে অস্ট্রেলিয়া দুর্বল কি না? এমন প্রশ্নের জবাবে রাজ্জাক বলেন, ‘স্পিনে অস্ট্রেলিয়া দুর্বল বা সবল এটা বলা ঠিক হবে না। কারণ এখানে সবাই পেশাদার। সবাই জানে, কিভাবে মানিয়ে নিয়ে খেলতে হয়। অস্ট্রেলিয়া দল কিন্তু ভারতে এসে ওদেরকে হারিয়ে গেছেন, তাদেরই স্পিন উইকেটেই। কাজেই এটা ভাবার কোন সুযোগ নেই।’
টাইগারদের জয়ের জন্য নিজেদের লক্ষ্যেই স্থির থাকার পরামর্শ দেন এই অভিজ্ঞ ক্রিকেটার। তিনি মনে করেন, ‘কৌশলের ওপর আমাদের স্থির থাকতে হবে। কারা কি করবে আর না করবে তা ভাবলে হবে না। আমাদেরকে নিজের কাজটি করে যেতে হবে। তাহলেই আমরা ভাল কিছু করতে পারবো।’
উল্লেখ্য, ২০০৪ সালের ১৬ জুলাই আব্দুর রাজ্জাকের ওয়ানডে অভিষেক হয়। তিনি প্রথম বাংলাদেশি বোলার হিসেবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ২০০ উইকেট নেয়ার গৌরব অর্জন করেন।
এমএএন/আইএইচএস/জেআইএম