‘অফ স্পিনারদের উপর আস্থা হারিয়ে ফেলেছে ম্যানেজমেন্ট’
টিম ম্যানেজমেন্ট বাংলাদেশ দলের অফ স্পিনারদের উপর কিছুটা আস্থা হারিয়ে ফেলেছেন বলেন মনে করছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম সফল স্পিনার আব্দুর রাজ্জাক রাজ। সে কারণেই দলে এখন স্পিনারদের তুলনায় পেসাররা ভালো খেলছেন বলে মনে করেন তিনি।
আজ ব্যক্তিগতভাবে অনুশীলন করতে বিসিবিতেআসেন রাজ্জাক। একাডেমি মাঠ এবং জিমনেশিয়াকে অনুশীলন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এমন কথা বলেন তিনি।
এক সময় বাংলাদেশ দলে ছিল স্পিনারদের প্রাধান্য। কখনও কখনও তিনজন স্পিনার দিয়ে একাদশ সাজানো হতো। পেসার থাকতো বড়জোর একজন। সে অবস্থা পাল্টে এখন পেসারদের আধিক্য। স্পিনারদের ওপর টিম ম্যানেজমেন্টের আস্থা কমে গেছে বলে মনে করেন রাজ্জাক।
তিনি বলেন, ‘আমরা একসময় দলে একসাথে তিনজন অফ স্পিনার খেলেছি। আমি, সাকিব আর রফিক ভাই। টিম ম্যানেজমেন্টের হয়তো তখন বিশ্বাস ছিল, এখন হয়তো বিশ্বাস ততটা নেই অফ স্পিনারদের উপর। তবে আশা করছি, দ্রুতই এই সমস্যার সমাধান হবে।’
নতুন নতুন স্পিনারদের সময় এবং সুযোগ দুটোই দেয়ার কথা বলেন রাজ্জাক। এ সম্পর্কে তিনি বলেন, ‘সাকিব অটোমেটিক চয়েজে দলে থাকে। তার পাশাপাশি আরও একটা বামহাতি স্পিনার দল চাইলেই খেলাতে পারে। তারপরও ভাল ভাল দলের সাথে খেলতে হলে ভাল ভাল অপশনেরও দরকার আছে। খেলোয়াড়দের সময় ও সুযোগ দিতে হবে। প্রতি ম্যাচেই কেউ ৪/৫টা করে উইকেট পাবে তা কিন্তু নয়।’
রাজ্জাক মনে করেন, দলে অফ স্পিনারদের কিছুটা ঘাটতি তৈরি হয়েছে। তিনি বলেন, ‘একদিক থেকে দেখলে বামহাতি স্পিনারদের ঘাটতি কিছুটা হলেও তৈরি হয়েছে। আসলে একটা সেট প্লেয়ার চলে গেলে, তার জায়গায় নতুন যে আসবে সে সাথে সাথে পুরোপুরি দিতে পারবে না। তাকে সময় দিতে হবে। আমার মনে হয় বামহাতি স্পিনারদের আরেকটু সময় নিয়ে কাজ করা উচিত।’
এমএএন/আইএইচএস/জেআইএম