ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

পরীক্ষার সঙ্গে অনুশীলন : দুটোই চলছে রুমানার

মুনওয়ার আলম নির্ঝর | প্রকাশিত: ১১:১৯ এএম, ০৫ আগস্ট ২০১৭

একাডেমিক ভবনের সামনেই পাওয়া গেল জাতীয় নারী ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক রুমান আহমেদকে। কথা বলছিলেন একটি বেসরকারি টিভি চ্যানেলের সঙ্গে। চোখে চোখ পড়তে হাতের ইশারায় জানালেন, টিভি চ্যানেলের সঙ্গে কথা বলেই আসছেন। বেশিক্ষণ অপেক্ষা করতে হল না।

সামনে আসার পরই কুশল বিনিময় হল। এরপরই জানতে চাওয়া হল, ক্যাম্পের কি অবস্থা? উত্তর দেয়ার সময় মনে হল কিছুটা ক্ষোভ ঝরে পড়লো জাতীয় দলের এই অলরাউন্ডারের কন্ঠ থেকে। জাগোনিউজকে তিনি বলেন, ‘বৃষ্টির কারণে ক্যাম্প বন্ধ। আবার ঈদের পর শুরু হবে। তবে ক্যাম্পটা ধারাবাহিকভাবে করতে পারলে বেশ ভাল হতো।’

শুধুই কি বৃষ্টি? নাকি অন্য কোনো কারণে নারী ক্রিকেট দলের অনুশীলন এতটা পিছিয়ে দেয়া? খানিক ব্যাখ্যা পাওয়া গেলো রুমানার কাছ থেকে। তিনি বলেন, ‘একই সাথে এখানে (মিরপুরে) এখন চারটি দল (জাতীয় দল, এইচপি, অনুর্দ্ধ-১৯ ও নারী দল) রয়েছে। ফলে এত ক্রিকেটারের অনুশীলন একসাথে করা আসলেই কঠিন হয়ে পড়েছে; কিন্তু অনুশীলনটাও করা দরকার আমাদের।’

ক্যাম্প না চললেও কেন ক্যাম্পে? এ প্রশ্নের জবাবে খুলনার এই ক্রিকেটার জানান, ‘আমার পরীক্ষা চলছে। আর পায়ে কিছুটা চোট ছিল, যার জন্যও ক্যাম্পে রয়েছি। একই সঙ্গে ফিটনেস নিয়েও কাজ করছি।’

ব্যাটিং-বোলিং নিয়ে স্পেশাল কাজ করছেন বলেও জাগো নিউজকে জানিয়েছেন নারী দলের হয়ে ওয়ানডে ক্রিকেটে হ্যাটট্রিক করা এই ক্রিকেটার। তিনি বলেন, ‘আমরা ব্যক্তিগতভাগে জিম করার পাশাপাশি ব্যাটিং-বোলিংটাও করছি নিয়মিত।’

উল্লেখ্য, রুমানা আহমেদের একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে ২০১২ সালের ২৫ আগস্ট, আয়ারল্যান্ড নারী ক্রিকেট দলের বিপক্ষে। তিনি মূলতঃ একজন ডানহাতি ব্যাটসম্যান এবং ডানহাতি লেগ ব্রেক বোলার । রুমানা বাংলাদেশের সেরা মহিলা অলরাউন্ডারদের মধ্যে অন্যতম। তার সেরা বোলিং পরিসংখ্যান হচ্ছে ভারতের বিপক্ষে ২০ রান দিয়ে ৪ উইকেট।

এমএএন/আইএইচএস/জেআইএম

আরও পড়ুন