এখনও ব্যক্তিগত লক্ষ্য ঠিক করেননি রুবেল!
রিক্সা থেকে নেমে ব্যাগের হাতল ধরে রুবেল হোসেন ঢুকে যাচ্ছিলেন একাডেমিক ভবনের ভেতরে। তার আগেই তাকে ঘিরে ধরলেন সাংবাদিকরা; কিন্তু অভ্যাসমত মুচকি হাসি দিয়ে বললেন, অপেক্ষা করেন। ভেতরের কাজ শেষ করে এসে কথা বলি।
এরপর ভেতরকার অফিসিয়াল কাজ শেষ করে বের হয়ে এসে উঠতে গেলেন বাসে। সাংবাদিকদের অনুরোধে নেমে এলেন। তবে শর্ত- খুব বেশি কিছু বলবেন না। কথা শেষ করে বাসে ওঠার সময় এই প্রতিবেদকের অনুরোধে তিনি পোজ দিলেন ছবির জন্য। সেই ফাঁকে তাকে জিজ্ঞাসা করা হল, আসন্ন সিরিজ নিয়ে ব্যক্তিগত লক্ষ্য কি?
প্রশ্নের উত্তর না দিয়ে বাসে উঠে গেলেন। তারপর কি মনে করে মাথাটা বের করলেন বাসের গেট দিয়ে। মুচকি হেসে বললেন, ‘এখনও কিছু সেট করিনি। পরে জানাবো।’
অস্ট্রেলিয়ার বাংলাদেশে সফরে আসা নিয়ে জাতীয় দলের এই পেসার বলেন, ‘এটা আমাদের জন্য খুবই ভালো সংবাদ। এতে আমরা পুরো দলই খুশি। টেস্টের জন্য আগেই প্রস্তুতি নিতে শুরু করেছি। এবার সেটা আরও জোরদার হবে। যেহেতু ওদের আসার ব্যাপারটা নিশ্চিত হয়েছে, তাই আমাদের গেমপ্ল্যান তৈরি হচ্ছে। পাশাপাশি আমরা কঠোর পরিশ্রম শুরু করেছি।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্টের সিরিজের একটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। এ কারণেই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এক সপ্তাহ অনুশীলন করতে গেলো জাতীয় ক্রিকেট দল।
চট্টগ্রামে টেস্ট খেলার ভেন্যুতে ক্যাম্প করতে পারার সুযোগকে কিভাবে দেখছেন? এমন প্রশ্নের জবাবে রুবেল বলেন, ‘আমরা অনেক দিন ধরেই চট্টগ্রামে খেলছি না, ফলে ম্যাচের আগে সেখানে খেলতে পারাটা আমাদের জন্য অন্যরকম ভাল হবে। আমরা একটা প্রস্তুতি ম্যাচ খেলবো। ফলে সেখানকার মাঠ, কন্ডিশন সম্পর্কেও ধারণা পাবো।’
এমএএন/আইএইচএস/এমএস