জ্ঞান ফিরেছে খালেদ মাহমুদ সুজনের
সিঙ্গাপুরে যাবার ২৪ ঘণ্টা পর শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে খালেদ মাহমুদ সুজনের। আজ সকালে সিঙ্গাপুরের গ্লিনাগ্লেজ হাসপাতাল থেকে ঢাকায় বিসিবি মিডিয়া ম্যানেজার রাবিদ ইমামের সঙ্গে টেলিফোন আলাপে ডাঃ আমিন জানান, সুজন ভাইয়ের জ্ঞান ফিরে এসেছে। তিনি এখন পরিচিতদের চিনতে পারছেন। তার নাকে লাগানো নল খুলে ফেলা হয়েছে। তার মানে খালেদ মাহমুদ সুজন এখন মুখেই খেতে পারছেন।
প্রসঙ্গত উল্লেখ্য, গুরুতর অসুস্থ হয়ে রোববার রাতে ভর্তি হয়েছিলেন রাজধানীর ইউনাইটেড হাসপাতালে। ওইদিনই রাতের দিকে অবস্থার অবনতি হলে তাকে নিয়ে যাওয়া হয় আইসিইউতে, লাইফ সাপোর্টে। তবে সোমবার সকাল থেকে অবস্থার কিছুটা উন্নতি হতে থাকে বিসিবি পরিচালক এবং জাতীয় দলের ম্যানেজার সুজনের। তবুও তাকে উন্নত চিকিৎসার স্বার্থে সিঙ্গাপুর নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়া হয়।
সেই সিদ্ধান্ত মোতাবেকই খালেদ মাহমুদ সুজনকে নিয়ে সোমবার রাত সাড়ে ১২টায় একটি এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হন।
এআরবি/এমআর/পিআর