অলিম্পিকে ক্রিকেট চায় না ভারত!
অলিম্পিকে সর্বশেষ ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল ১৯০০ সালে, প্যারিস অলিম্পিকে। এরপর শত বছর পার হয়ে গেলেও অলিম্পিকে নেই ক্রিকেট। আইসিসি এবার উদ্যোগ নিয়েছে ২০২৪ সালে অলিম্পিকে ব্যাটে-বলের খেলাটা অন্তর্ভুক্ত করার।
অলিম্পিকে আবারও ক্রিকেট অন্তর্ভুক্ত করতে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সহায়তা চায় আইসিসি। কিন্তু ভারতীয় বোর্ড নাকি চাচ্ছে না অলিম্পিকে ক্রিকেট আসুক! বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ডের এমন অনীহা কেন?
প্রথমত, বিশ্বে খেলাধুলার সবচেয়ে বড় আসরে ক্রিকেট আনা হলে ভারতীয় বোর্ড কতটা আর্থিকভাবে লাভবান হবে, এটা ভেবে দেখছে বিসিসিআই। দ্বিতীয়ত, ভারত ক্রিকেট বোর্ডের স্বাধীনতা খর্ব হবে। কারণ, অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্ত হলে বিসিসিআইকে অলিম্পিক অ্যাসোসিশনের সদস্য হতে হবে। এটা চাচ্ছে না ভারতীয় বোর্ড।
বিসিআইয়ের এক কর্তা টাইম অব ইন্ডিয়াকে বলেন, ‘অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্তির ব্যাপারে আইসিসির উদ্যোগের কথা শুনেছি। কিন্তু বিসিসিআইয়ের অধিকাংশ সদস্যই এ ব্যাপারে আগ্রহী নন।’
বিসিসিআইয়ের সার্বভৌমত্ব নিয়ে বিসিসিআইয়ের ওই কর্তা বলেন, ‘ভারতীয় দল যদি অলিম্পিকে অংশ নিতে চায়, তাহলে বিসিসিআইকে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের অন্তর্ভুক্ত হতে হবে। তখন স্বায়ত্ত্বশাসিত সংস্থা বিসিসিআইয়ের সার্বভৌমত্বের কী হবে, সেটাও ভেবে দেখতে হবে।’
এনইউ/আরআইপি