ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

হারের সামনে দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৪:৩৬ এএম, ৩১ জুলাই ২০১৭

জিততে হলে দক্ষিণ আফ্রিকাকে করতে হতো রেকর্ড ৪৯২ রান। তবে উল্টো চতুর্থ দিনের শেষ সেশনে প্রথম সারির চার ব্যাটসম্যানকে হারিয়ে হারের সামনে সফরকারী দলটি। দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৪ উইকেটে ১১৭ রান। ডিন এলগার ৭২ ও টেম্বা বাভুমা ১৬ রানে অপরাজিত আছেন। ম্যাচ বাঁচাতে কাটিয়ে দিতে হবে পুরো একটি দিন আর জিততে এখনও করতে হবে ৩৭৫ রান।

৪৯২ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই কুনকে হারায় দক্ষিণ আফ্রিকা। ব্যক্তিগত ১১ রান করে ব্রডের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন এই ওপেনার। এরপর দ্রুত আমলাকে ফিরিয়ে দেন অভিষেকে পাঁচ উইকেট নেওয়া পেসার টবি রোল্যান্ড-জোন্স। দলীয় ৫৪ রানে স্টোকসের পরপর দুই বলে ডি কক ও ডু প্লেসি সাজঘরে ফিরলে বিপদে পড়ে প্রোটিয়া শিবির। তবে বাকি সময়ে ৬৫ রানের জুটি গড়ে এলগার ও বাভুমা ক্ষতি হতে দেননি।

এর আগে ১ উইকেটে ৭৪ রান নিয়ে খেলা শুরু করে ইংল্যান্ড। দুই সেশন খেলে ৮ উইকেটে ৩১৩ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে তারা। চার ম্যাচ সিরিজে এখন ১-১ সমতায় আছে দুই দল।

এমআর/জেআইএম

আরও পড়ুন