শাহরুখ খানের দলে খেলতে আজ ঢাকা ছাড়ছেন মিরাজ
আন্তর্জাতিক ক্রিকেটে চমক জাগিয়ানা অভিষেক হয়েছিল মেহেদী হাসান মিরাজের। তার অসাধারণ বোলিং নৈপুণ্যে টেস্টে প্রথমবারের মতো ইংল্যান্ডকে হারিয়েছিল বাংলাদেশ। জাতীয় দলের টেস্ট স্কোয়াডে নিয়মিত সদস্য তিনি।
অলরাউন্ডার মিরাজ সুযোগ পেয়েছেন বিদেশি লিগেও। ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া টি-টোয়েন্টিতে (ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ) খেলবেন ১৯ বছর বয়সী এই ক্রিকেটার। সেখানে শাহরুখ খানের মালিকানাধীন ট্রিনবাগো নাইট রাইডার্সে রয়েছেন ব্রেন্ডন ম্যাককালাম, হাশিম আমলা, ডোয়াইন ব্রাভোর মতো তারকা।
পিসিএলে শাহরুখ খানের দলে খেলতে আজ ঢাকা ছাড়ছেন মেহেদী হাসান মিরাজ। ক্যারিবিয়ান লিগে খেলে নিজেকে আরও দক্ষ ক্রিকেটার হিসেবে প্রতিষ্ঠিত করতে চান। নতুন অভিজ্ঞতা সঞ্চার করে তা জাতীয় দলের কাজে লাগাতে চাইবেন ইংল্যান্ড-বধের নায়ক।
এদিকে, জ্যামাইকা তালওয়াশে খেলবেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। তিনি যাবেন এক দিন পর। সিপিএলের পঞ্চম আসর মাঠে গড়াবে ৪ আগস্ট। পর্দা নামার কথা ১০ সেপ্টেম্বর।
এনইউ/আরআইপি