ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

সিলেটের আইকন সাব্বির

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৫:০৯ এএম, ২৬ জুলাই ২০১৭

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টুয়েন্টি ক্রিকেটের পঞ্চম আসর শুরু হচ্ছে আগামী ২ নভেম্বর। ইতোমধ্যে বিপিএল উপলক্ষে আট আইকনের নাম ঘোষণা করা হয়েছে। এবার ফ্র্যাঞ্চাইজি দলগুলো আইকন খেলোয়ার দলে নেয়ার পালা।

তেমনি সিলেট সুরমা সিক্সার্সের আইকন খেলোয়াড় হলেন মারকুটে ব্যাটসম্যান সাব্বির রহমান। সিলেটে যোগ দেয়ার বিষয়টি তিনি নিজেই জানিয়েছেন। নিজের ভেরিফাইড ফেসবুকে পেইজে এক পোস্টের মাধ্যমে সাব্বির এ তথ্য জানান।

ফেসবুক পোস্টে সিলেট ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তাদের সঙ্গে তোলা ছবি দিয়ে ক্যাপশনে সাব্বির লিখেন, ‘আসন্ন বিপিএলে সিলেট সুরমা সিক্সার্স আমাকে তাদের আইকন খেলোয়াড় হিসেবে ঘোষণা করেছে। আমার নতুন দলের জন্য প্রার্থনা করুন।’

২০১৭ সালের বিপিএল আসরে নতুন মালিকানার অধীনে এবার খেলতে নামবে সিলেট। তাই এবার তাদের দলের নতুন নাম সিলেট সুরমা সিক্সার্স। গত আসরে রাজশাহী কিংসের হয়ে খেলেছিলেন সাব্বির। বরিশাল বুলসের বিপক্ষে ৬১ বলে ১২২ রানের দানবীয় ইনিংসও খেলেন তিনি।

আরএস/পিআর

আরও পড়ুন