রিভার্স সুইং নিয়ে কাজ করছেন রাব্বি
বাংলাদেশ দলের পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশের সঙ্গে বোলিং নিয়ে কাজ শুরু করেছেন জাতীয় দলের পেসার কামরুল ইসলাম রাব্বি। এরই মধ্যে বোলিংয়ের ব্যালেন্সেও অনেকখানি উন্নতি করেছেন এই ডানহাতি পেসার। কাজ করছেন রিভার্স সুইং নিয়েও।
আজ (রোববার) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) লাউঞ্জে বসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রাব্বি, ‘এখন আমাদের স্পট বোলিং নিয়ে কাজ চলছে। তাই এখনও পুরো ছন্দে বল করা হয়নি। আমি মূলত যেসব বিষয় জানি, তা নিখুঁতভাবে করার কাজটাই এখন করছি।’
বোলিংয়ে রিভার্স সুইং নিয়ে বলতে গিয়ে তিনি বলেন, ‘বোলিংয়ে রিভার্স সুইংটা অনেক গুরুত্বপূর্ণ। এই সময়টাতে আমি এটা নিয়েই কাজ করতে চাই। যাতে ঠিক জায়গা থেকে রিভার্স সুইংটা করতে পারি।’
নিজের ব্যাটিং সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, ‘যখন খেলা শুরু করি, তখন ব্যাটিংই করতাম। পরে সুযোগের অভাবে করা হয়নি সেভাবে। তবে এখন ব্যাটিং করতে নামলে আত্মবিশ্বাস ফিরে পাই।’
ব্যাটিংয়ে আরও উন্নতি করতে চান নিউজিল্যান্ডে টেস্টে ভালো করা এই বোলার। তিনি মনে করেন, লোয়ার অর্ডারে ব্যাটিংয়ে তার ওপর যথেষ্ট ভরসা রাখেন কোচ চণ্ডিকা হাথুরুসিংহে।
এনইউ/পিআর