ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

আইপিএলে চেন্নাইর ফেরা মিউনিখ ট্র্যাজেডির মত : অশ্বিন

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৪:৪৬ এএম, ২০ জুলাই ২০১৭

দুই বছর নিষিদ্ধ থাকার পর আগামী আইপিএলে আবারও ফিরে আসছে চেন্নাই সুপার কিংস। আইপিএলে অন্যতম সফল দলটির টুর্নামেন্টে ফেরা নিয়ে বেশ উচ্ছসিত স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। এতটাই উচ্ছসিত যে, একটি বেফাঁস মন্তব্য করে ফেলেছেন তিনি। আর তাতেই বেধেছে যত গণ্ডগোল। বিতর্কের ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। সমালোচনায় মেতেছেন ভক্ত-সমর্থক থেকে বিরোধীরা পর্যন্ত। পরে আবার টুইট করে নিজের কথার ব্যাখ্যা করতে হয়েছে অশ্বিনকে।

কী বলেছিলেন অশ্বিন? দুই বছর পর আইপিএলে চেন্নাই সুপার কিংসের ফেরাকে অশ্বিন ১৯৫৮ সালে ম্যানচেস্টাইর ইউনাইটেডের ভয়াবহ মিউনিখ ট্র্যাজেডির সঙ্গে তুলনা করলেন। বলেছিলেন, ‘আমার মনে হয় এই দু’বছর আইপিএলের বাইরে থাকায় চেন্নাইকে নিয়ে আগ্রহ আরও বেড়ে যাবে। ঠিক যেমন বিমান দুর্ঘটনার পরে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ক্ষেত্রে হয়েছিল। দু’টো হয়তো একই পর্যায়ের নয়, কিন্তু আমার মনে হয় বিশ্বজুড়ে ভক্তরা সিএসকের প্রত্যাবর্তনের দিকে তাকিয়ে আছে।’

২০০৯ থেকে ২০১৫ পর্যন্ত অশ্বিন টানা খেলেছেন চেন্নাই সুপার কিংসের হয়ে। এরপরই ফিক্সিংয়ে জড়িত থাকার দায়ে চেন্নাইকে আইপিএল থেকে ২ বছরের জন্য নিষিদ্ধ করা হয়। একইভাবে নিষিদ্ধ হয় আইপিএলের প্রথম চ্যাম্পিয়ন রাজস্থান রয়েলস। দুটি দলই আগামী আইপিএলে আবার ফিরে আসছে।

এ নিয়ে টাইমস অব ইন্ডিয়ার সঙ্গে এক সাক্ষাৎকারে অশ্বিন বলেন, ‘আমি জানি না সামনে কী হবে। তবে এটা নিশ্চিত, চেন্নাইর মানুষ এবং বিশ্বব্যাপি ছড়িয়ে-ছিটিয়ে থাকা এর সর্মকরা অধীর অপেক্ষায় রয়েছে তাদের ফেরার জন্য। আমি আশা করি দারুণ প্রত্যাবর্তন হবে চেন্নাইয়ের।’   

মিউনিখ ট্র্যাজেডির সঙ্গে তুলনা করে অশ্বিনের দেয়া বক্তব্য প্রচার হওয়ার পর তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় হয় সোশ্যাল মিডিয়ায়। কারণ, ১৯৫৮ সালের ৬ ফেব্রুয়ারি বেলগ্রেড থেকে ফেরার পথে মিউনিখে যাত্রা বিরতি করে ব্রিটিশ এয়ারওয়েজের বিমানটি। এরপর সেখান থেকে টেক অফের সময় দুর্ঘটনায় পড়ে ম্যানইউর খেলোয়াড়বাহী সেই বিমান। দুর্ঘটনায় ৮ ফুটবলারসহ মোট ২৩ জনের মৃত্যু হয়। 

ঠিক ১০ বছর পর সেই বিমান দুর্ঘটনায় বেঁচে যাওয়া দুই ফুটবলার ববি চার্লটন এবং বিল ফোকসকে নিয়ে ওয়েম্বলি স্টেডিয়ামে বেনফিকাকে হারিয়ে প্রথমবারেরমত ইউরোপিয়ান কাপে চ্যাম্পিয়ন হয় ম্যানইউ। ইংল্যান্ড থেকেও প্রথম ইউরোপিয়ান কাপ চ্যাম্পিয়ন হলো তারা। ম্যানইউর এই ফিরে আসার সঙ্গেই মূলতঃ চেন্নাইর ফিরে আসার তুলনা করেছেন অশ্বিন।

কিন্তু অশ্বিন এই স্পর্শকাতর বিষয়টা নিয়ে তুলনা করার কারণে জোর বিতর্ক শুরু হয়ে যায়। যা দেখার পরে অশ্বিন আবার টুইট করেন, ‘মিউনিখ দুর্ঘটনা নিয়ে আমার বক্তব্যের ঠিক মতো ব্যাখ্যা করা হয়নি। আমি মোটেই ম্যানইউর সেই ঘটনার সঙ্গে সিএসকের তুলনা করতে চাইনি। আমি বলেছিলাম, যখন কোনও দল দীর্ঘ দিন বাদে ফিরে আসে, তখন তাদের নিয়ে উৎসাহের মাত্রা অনেক বেড়ে যায়। আরও বেশি করে সমর্থকেরা দলের খেলা দেখতে আসে। আমার বক্তব্য নিয়ে এত হইচই করার কোনও মানে নেই।’

পাশাপাশি অশ্বিন এও বলেছেন, ‘যারা আমাকে ঘৃণা করে তাদের জন্য বলছি, আপাতত আমাকে ভুলে যান। আবার যখন আমার কথার ভুল ব্যাখ্যা হবে, তখন আবার কথা হবে।’ 

আইএইচএস/পিআর

আরও পড়ুন