বিপিএলে নিজেরা দল বাছাই করতে পারবেন ‘এ’ প্লাস ক্রিকেটাররা
ফ্রাঞ্চাইজি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের প্রচলিত নিয়ম ভঙ্গ করতে যাচ্ছে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এবারের বিপিএলের জন্য বিসিসি ‘এ’ প্লাস ক্যাটাগরিতে যেসব ক্রিকেটারকে রাখবে, তাদের নিজেদেরকেই দল বাছাই করে নেয়ার সুযোগ দিচ্ছে। বিপিএলে এতদিন নিয়ম ছিল আইকন ক্রিকেটারদের এক একটি দলে দেয়া হবে। এরপর বাকি ক্রিকেটারদের নিলাম কিংবা প্লেয়ার্স বাই চয়েজ ভিত্তিতে দলে নিতে পারবে ফ্রাঞ্চাইজিদের।
কিন্তু এবার ‘এ’ প্লাস ক্যটাগরি ক্রিকেটারদের সুযোগ দেয়া হচ্ছে নিজে থেকে দল বাছাই করার। বিপিএল গভর্নিং কাউন্সিলের সভাপতি ইসমাইল হায়দার মল্লিক নিজে এই ঘোষণা দিয়েছেন। এ ঘোষণার সঙ্গে সঙ্গে অবসান হলো, কতজন ক্রিকেটার কিংবা পুরনোদের মধ্য থেকে কাদের কাদের ধরে রাখতে পারবে ফ্রাঞ্চাইজিগুলো- সে প্রশ্নেরও।
বিপিএলের পুরনো সাত ফ্রাঞ্চাইজিকে বলা হয়েছে তাদের পুরনো ক্রিকেটারদের তালিকা বিপিএল গভর্নিং কাউন্সিলের কাছে জমা দিতে। আগামী সপ্তাহের মধ্যেই চারজন করে খেলোয়াড়ের নাম জমা দিতে হবে। এই চারজনের মধ্যে ‘এ’ প্লাস ক্রিকেটারও থাকতে পারেন। এরপর বাকি ক্রিকেটারদের নিয়ে ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে প্লেয়ার্স বাই চয়েজ।
বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক এ প্রসঙ্গে বলেন, ‘ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে আমরা তাদের খেলোয়াড় তালিকা চেয়েছি। একই সঙ্গে পুরনো যে সব ক্রিকেটারকে তারা রেখে দিতে চায়, তাদের তালিকাও চেয়েছি। আগামী সপ্তাহের মধ্যে তালিকা জমা দিতে হবে। আগের আসর থেকে প্রতিটি দল চারজন করে ক্রিকেটারকে ধরে রাখতে পারবে। সেটা এ-প্লাস ক্যাটাগরির ক্রিকেটারও হতে পারবে। তবে তার আগে অবশ্যই খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করতে হবে।’
এ প্লাস ক্রিকেটারদের ব্যক্তিগত পছন্দ-অপছন্দের মূল্য দিয়ে মল্লিক বলেন, ‘এ প্লাস ক্যাটাগরির ক্রিকেটাররা চাইলে নিজের পুরনো ফ্রাঞ্চাইজিতে থাকতে পারবে। চাইলে পরিবর্তন করতে পারবে। এটা নির্ভর করবে একান্তই তাদের নিজেদের সিদ্ধান্তের ওপর। ২৪ জুলাই’ই শেষ সময় নয়। তবে ফ্রাঞ্চাইজিগুলোর কাছে আমরা চাইবো, অবশ্যই যেন তারা তালিকাটা দ্রুত জমা দিয়ে দেয়।’
খুলনা টাইটান্স ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে মাহমুদউল্লাহ রিয়াদ তাদের অধিনায়ক এবং গত আসর থেকে ‘এ’ প্লাস ক্যাটাগরিতে তিনি দলে থাকছেন। সাকিব আল হাসানকেও ধরে রাখতে যাচ্ছে। বিপিএলের এবারের আসরে নতুন ফ্রাঞ্চাইজি হিসেবে যোগ দিতে যাচ্ছে সিলেট। মোট আটটি দল নিয়ে অনুষ্ঠিত হবে বিপিএলের পঞ্চম আসর।
এদিকে চার বিদেশি না পাঁচ বিদেশি ক্রিকেটার, এ প্রসঙ্গে এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন মল্লিক। তিনি বলেন, ‘বিদেশি চারজন নাকি পাঁচজন হবে, সেটা নির্ধারণ করতে আমরা ফ্র্যাঞ্জাইজিগুলোর কাছে মতামত চাইবো। এরপর সিদ্ধান্ত নেয়া হবে।’
আইএইচএস/পিআর