ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

যেকোনো ধরনের পিচে খেলতে প্রস্তুত মুমিনুল

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ০১:০২ পিএম, ১৮ জুলাই ২০১৭

সবকিছু ঠিকঠাক থাকলে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজ খুব নিকটে। তাই টাইগারদের চলছে প্রস্তুতি। ফিটনেস ক্যাম্পের পাশাপাশি নেটেও ব্যাট-বল হাতে ঘাম ঝরাতে শুরু করেছেন মুশফিক-মাহমুদউল্লাহরা। 

তবে সবকিছু ছাপিয়ে আলোচনায় উঠে আসছে খেলার পিচ। মিরাজ-তাইজুল স্পিন সহায়ক পিচ চাইলেও মুমিনুল হক যেকোনো পিচে খেলার জন্যই প্রস্তুত। এ ব্যাপারে এই টাইগার ব্যাটসম্যান বলেন, ‘যেকোনো পিচেই আমি খেলতে প্রস্তুত। ভালো কিছু করতেই আগ্রহী আমি।’ 

আজ (মঙ্গলবার) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) লাউঞ্জে বসে সাংবাদিকদের এসব কথা বলেন মুমিনুল। 

এ সময় অজিদের বিপক্ষে দুটি টেস্টেই জয়লাভ করে ‘হোয়াইটওয়াশ’ করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন মুমিনুল। বলেন, ‘আমার ইচ্ছা এই সিরিজ আমরা ২-০ তেই জিতি। শেষ কিছু টেস্ট আমরা যেভাবে খেলেছি, সে ধারাবাহিকতা ধরে রাখতে পারলে ২-০ তেই জিততে পারব।’ 

মুমিুনল আরও বলেন, ‘টেস্ট সিরিজকে সামনে রেখে কোনো ব্যক্তিগত লক্ষ্য ঠিক করিনি। দলের জন্য ভালো খেলাই আমার মূল টার্গেট।’ 

এদিকে অস্ট্রেলিয়ার বোলিং নিয়ে বলয়ে গিয়ে মমিনুল বলেন, ‘ওদের পেস-স্পিন দুটোই ভালো। আর ওদের বড় গুণ ওরা যেকোনো কন্ডিশনে মানিয়ে নিতে পারে। আর বড় কথা- ওরা কিছুদিন আগে ভারতের সাথে খেলে গেছে। ফলে আমাদের কন্ডিশনের সাথে ভালোভাবে পরিচিত ওরা।’

তবে টেস্টের নিয়মিত এই ব্যাটসম্যান ওয়ানডেতে খেলা নিয়েও কোনো ‘তাড়না’ বোধ করছেন না বলেও জানান। টেস্টেই মনযোগ দিতে চাচ্ছেন। 

এর আগে সকালে নেটে বেশকিছু সময় ব্যাটিং প্রাকটিস করেন মমিনুল। সংবাদ সম্মেলনে যখন হাজির হলেন, তখনও তার ভেতর ছিল তপ্ত রোদে প্রাকটিসের ক্লান্তি। 

এনইউ/পিআর

আরও পড়ুন