ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

তিন দিনের ম্যাচেও রোমাঞ্চকর জয় এনামুল-লিটনদের

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০২:৫৩ এএম, ১৬ জুলাই ২০১৭

অস্ট্রেলিয়া সফরে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে নর্দান টেরিটরিকে হোয়াইটওয়াশ করেছিল বিসিবি হাইপারফরম্যান্স (এইচপি) দল। তিন দিনের ম্যাচেও সেই ধারাবাহিকতা ধরে রাখলেন এনামুল হক বিজয় ও লিটন কুমার দাসরা। প্রথম ইনিংসে পিছিয়ে থেকেও এইচপি দল তুলে নিয়েছে ২১ রানের রোমাঞ্চকর জয়।

প্রথম ইনিংসে ইরফান শুক্কুরের দুর্দান্ত সেঞ্চুরি ও মেহেদী মারুফের (৮৭) ব্যাটিংয়ে ভর করে ৬ উইকেটে ৩১২ রান তুলে ইনিংস ঘোষণা করে বিসিবি হাইপারফরম্যান্স (এইচপি) দল। জবাবে ৭ উইকেটে ৩৫২ রান তুলে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে নর্দান টেরিটরি।

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ দল তেমন সুবিধা করতে পারেনি। ২২৯ রানে অলআউট হয়েছে লিটন কুমার দাসের দল। নর্দান টেরিটরির সামনে তাই লক্ষ্যমাত্রা দাঁড়ায় মাত্র ১৯০ রান।

এই লক্ষ্য তাড়া করতে নেমেও সুবিধা করতে পারেনি নর্দান টেরিটরি একাদশ। এইচপি দলের বোলারদের তোপে পড়ে তারা। ১৬৮ রান তুলতেই সবকটি উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকরা। জয়বঞ্চিতই রইল নর্দান টেরিটরি।

এনইউ/এমএস

আরও পড়ুন