ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ব্যাট হাতে মিতালির বিশ্ব রেকর্ড

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০২:৪১ পিএম, ১২ জুলাই ২০১৭

ওয়ানডে ক্রিকেটে মিতালি রাজের পথচলা শুরু ১৯৯৯ সালে। অভিষেকেই নিজের জাত চিনিয়েছিলেন। আয়ারল্যান্ডের নারী দলের বিপক্ষে খেলেছিলেন হার না মানা ১১৪ রানের ইনিংস। রেশমা গান্ধীর (১০৪*) সঙ্গে গড়েছিলেন অবিচ্ছিন্ন ২৫৮ রানের জুটি।

সেই মিতালি এখন একের পর এক রেকর্ড গড়েই চলেছেন। আজ (বুধবার) যেমন আরেকটি রেকর্ড গড়লেন। তা বিশ্ব রেকর্ডই। মেয়েদের ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক এখন মিতালিই। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬৯ রানের ইনিংসটিই তাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে।

১৮৩টি ওয়ানডে খেলা মিতালি রাজের বর্তমান রানসংখ্যা ৬০২৮। এছাড়া প্রথম নারী ক্রিকেটার হিসেবে একদিনের ক্রিকেটে ৬ হাজার রানের মাইলফলকও স্পর্শ করেন এই ভারতীয় ব্যাটসম্যান।

বিশ্ব রেকর্ড গড়ার ক্ষেত্রে মিতালি পেছনে ফেলেছেন এডওয়ার্ডসকে। অস্ট্রেলিয়ার সাবেক নারী ক্রিকেটার ১৯১ ম্যাচে করেছিলেন ৫৯৯২ রান। দীর্ঘ দিন ধরেই নারী ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক ছিলেন এই অস্ট্রেলিয়ান। এবার মিতালির কাছে রেকর্ডটা হাতছাড়া হলো তার। এর আগে টানা সাতটি ম্যাচে অর্ধশত রান করে বিশ্বরেকর্ড গড়েছিলেন মিতালি।

এনইউ/আরআইপি

আরও পড়ুন