ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

‘অধিনায়ক মাশরাফিকে বাদ দেয়ার প্রশ্নই ওঠে না’

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৯:১৭ এএম, ১১ জুলাই ২০১৭

চ্যাম্পিয়ন্স ট্রফির সাফল্য ও আগামী বিশ্বকাপ নিয়ে নিজের কার্যালয়ে কিছুদিন আগেই সংবাদ সম্মেলন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রধান (বিসিবি) নাজমুল হাসান পাপন। এরপরই কয়েকটি সংবাদমাধ্যম গুঞ্জন ছড়ায় বাদ দেয়া হচ্ছে বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফিকে। তবে সংবাদমাধমের এ তথ্যকে ভিত্তিহীন উল্লেখ করে পাপন জানান, অধিনায়ক মাশরাফিকে বাদ দেয়ার প্রশ্নই ওঠে না।

আজ (মঙ্গলবার) দুপুরে শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন ক্রীড়া সচিবের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। এরপর মিডিয়ার সামনে কথা বলতে গেলে মাশরাফি প্রসঙ্গ চলে আসে। তখন বিসিবি বস বলেন, ‘আমার আগের কথোপকথনে পুরোটা প্রচার মাধ্যমে আসেনি। যততুকু এসেছে তা শুনে মনে হয়েছে আমরা বুঝি মাশরাফিকে বাদ দিতে তৎপর। আসলে তা মোটেই সত্য নয়, আর এ ধরনের সংবাদ মাশরাফি ও আমাদের জন্য বিব্রতকর। আর এ মুহূর্তে অধিনায়ক মাশরাফিকে বাদ দেয়ার প্রশ্নই ওঠে না।’ 

mashrafe

মাশরাফির প্রশংসা করে বিসিবি বস আরও বলেন, ‘সম্ভবত মাশরাফি বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে সফল অধিনায়ক। তার নেতৃত্ব ক্ষমতা অসাধারণ, এক কথায় মাশরাফির সামর্থ্য নিয়ে কোন কথা বলার সুযোগ নেই। আর পেস বোলার মাশরাফিও দলের অন্যতম সেরা পারফর্মার। তার চেয়ে বড় কথা অধিনায়ক হিসেবে এই মুহূর্তে তার বিকল্প কেউ নেই। কাজেই অধিনায়ক মাশরফিকে সরানর প্রশ্নই আসে না আর আমরা তা নিয়ে ভাবছিও না।’ 

এদিকে দলের স্বার্থে প্রতিটি খেলোয়াড়ের বিকল্প রাখতে হয় উল্লেখ করে বিসিবি প্রধান আরও বলেন, ‘দলের স্বার্থে সব পারফর্মারের বিকল্প রাখতে হয়। সাকিব খেলা ছেড়ে দিলে কি হবে? মুশফিকের জায়গা কে নিতে পারেন, এমন চিন্তা তো বোর্ডের থাকবেই, সেটা আগে থেকেই চিন্তা করতে হবে, আর সে চিন্তা আমাদে মাথায় আছে। সেটা সবার বেলাই প্রযোজ্য। তবে এই মুহূর্তে মাশরাফিকে সরানোর কোন সুযোগ ও সম্ভাবনা নেই। আমরা তা ভাবছিও না। মাশরাফির সঙ্গে আমার কথা হয় এবং সব ঠিক আছে।’

এআরবি/এমআর/জেআইএম

আরও পড়ুন