ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

আপিল করবে বাংলাদেশ, প্রয়োজনে আইসিসি সভাপতির পদত্যাগ

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২:১৯ পিএম, ১৯ মার্চ ২০১৫

বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ-ভারতের ম্যাচে আম্পায়ারদের বিতর্কিত সিদ্ধান্তের প্রতিবাদে আপিল করবে বাংলাদেশ। প্রয়োজনে আইসিসির সভাপতির পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন আ হ ম মোস্তফা কামাল।

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপের ২য় কোয়ার্টার ফাইনালে উজ্জীবীত বাংলাদেশের বিরুদ্ধে ভুল সিদ্ধান্ত দিয়ে হারিয়ে দিয়েছে আইসিসির আম্পায়ার ও ম্যাচ অফিসিয়্যালরা। আর এর প্রতিবাদে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসির কাছে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

বৃহস্পতিবার বাংলাদেশ-ভারত ম্যাচ শেষে এক প্রতিক্রিয়ায় আইসিসির সভাপতি আ হ ম মোস্তফা কামাল এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

তিনি বলেন, আম্পায়ারদের বিতর্কিত সিদ্ধান্তের বিষয়ে আপিল করবে বাংলাদেশ, প্রয়োজনে পদত্যাগের সিদ্ধান্ত নিতেও আমি বাধ্য হবো।

মাহমুদুল্লাহ’র ক্যাচ ধরেন শিখর ধাওয়ান, যা ক্যাচ না ছয় তা নিয়ে রয়েছে বিতর্ক

উল্লেখ্য, কোয়ার্টার-ফাইনালে বাংলাদেশকে ১০৯ রানে হারিয়ে সেমিফাইনাল ওঠে ক্রিকেট মোড়ল ক্ষ্যত ভারত। তবে এই ম্যাচে আম্পায়ারদের বিতর্কিত সিদ্ধান্তের কারণে ম্যাচ থেকে ছিটকে পড়ে টাইগাররা।

ম্যাচ চলাকালিন সময়ে ৪০তম ওভারে পেসার রুবেল হোসেনের চতুর্থ বলে ক্যাচ বন্দি হন রোহিত শর্মা। কিন্তু আম্পায়ার ইয়ান গোল্ড বলটিকে ‘নো বল’ কল করে রোহিতকে বাঁচিয়ে দেন। ক্রিকেট ইতিহাসে তৈরি হয় নতুন বিতর্ক। যার ফলে রোহিত শর্মার শতকে ভর করে তিনশ রান পার করতে সক্ষম হয় ভারত।

এরপর লক্ষ্য তাড়া করতে নেমে ভারতের শামির বলে বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে মাহমুদুল্লাহ’র ক্যাচ ধরেন শিখর ধাওয়ান। সেটিকে আউট হিসেবে ঘোষণা দেন তৃতীয় আম্পায়ার স্টিভ ডেভিস। যেটি নিয়েও তৈরি হয় বিতর্ক।

## বাংলাদেশের জয় কেড়ে নিল আম্পায়াররা
## আম্পায়ারদের ভুলে রোহিতের সেঞ্চুরি
## কাঠগড়ায় দাঁড়াতে হবে আলিম দারকে
## মাশরাফি-তাসকিনের অভিনব উদযাপন (ভিডিও)

আরএস