ধোনির দুর্দান্ত মাইলফলক, ব্যাটিংয়ে চেন্নাই
টি-টোয়েন্টিতে ৪০০ ম্যাচের মাইলফলক স্পর্শ করেছেন মহেন্দ্র সিং ধোনি। আজ শুক্রবার আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে খেলতে নেমে এই রেকর্ড করেন তিনি।
ঘরের মাঠ এম এ চিদাম্বরম ক্রিকেট স্টেডিয়ামে মাইলফলক ছোঁয়ার দিনে অবশ্য টস জিততে পারেননি চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ধোনি। টস জিতেছেন হায়দরাবাদের অধিনায়ক প্যাট কামিন্স। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অর্থাৎ আগে ব্যাট করবে ধোনির চেন্নাই।
এবারের আসরে দু'দলের অবস্থাই নাজুক। হায়দরাবাদ আছে টেবিলের ৯ নম্বরে। আর চেন্নাইয়ের অবস্থান সবার নীচে ১০ নম্বরে। দু'দলই একটি করে ম্যাচ জিতেছে, রানরেটে এগিয়ে রয়েছে হায়দরাবাদ।
আজকের ম্যাচ জিতলে রাউন্ড রবিন পর্বের শেষ দিকে এসে ঘুরে দাঁড়ানোর বাড়তি অনুপ্রেরণা পাবে চেন্নাই। নিজের মাইলফলক ছোঁয়ার দিনে নেতৃত্ব আর পারফরম্যান্স দিয়ে দলকে জেতাতে পারেন কি না ধোনি, সেটিই দেখার অপেক্ষা ভক্তদের।
এমএইচ/এএসএম