গৌতম গম্ভীরকে হত্যার হুমকি
ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ গৌতম গম্ভীরকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। ইমেইলের মাধ্যমে ভারতীয় দলের সাবেক ব্যাটারকে এই হুমকি দেয় ‘আইএসআইএস কাশ্মীর’ নামের একটি সংগঠন।
হত্যার হুমকি পেয়ে আতঙ্কিত গম্ভীর পুলিশের কাছে অভিযোগ দিয়েছেন এবং নিজের ও পরিবারের জন্য নিরাপত্তায় ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে তাগিদ দেন।
ব্যাপারটিকে গুরুত্ব দিয়ে এরইমধ্যে তদন্ত কার্যক্রম শুরু করেছে দিল্লি পুলিশ। এই প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
গম্ভীরকে এমন দিনে হত্যা হুমকির দেওয়া হয়, যেদিন ভারতশাসিত কাশ্মীরের পহেলগামে এক সন্ত্রাসী হামলায় ২৬ বেসামরিক নাগরিক নিহত ও বহু আহত হয়েছেন।
গেল মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে প্রথম মেইল পান গম্ভীর। এরপর সন্ধ্যায় দেওয়া আরেকটি মেইল। দু্টিতেই লেখা- ‘আমি তোমাকে খুন করবো।’ এরপরই পুলিশের দ্বারস্থ হন গম্ভীর। হুমকি পাওয়া ওই মেইলের স্ক্রিনশর্ট নিয়ে দিল্লি রাজিন্দরনগর থানায় অভিযোগ দায়ের করেন তিনি।
এবারই প্রথম নয়, এর আগে ২০২২ সালেও হত্যার হুমকি পেয়েছিলেন গম্ভীর। এরপর থেকেই ভারতের বর্তমান ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাবেক এই সংসদ সদস্যের নিরাপত্তা নিয়ে বাড়তি গুরুত্বারোপ করছে পুলিশ।
এমএইচ/এএসএম
সর্বশেষ - খেলাধুলা
- ১ নোয়াখালীর অব্যবস্থাপনা, রাগে অনুশীলন না করিয়েই চলে গেলেন সুজন
- ২ বাভুমাকে ‘বামন’ বলে গালি, ক্ষমা চাইলেন বুমরাহ-পান্ত
- ৩ দুই বিদেশিকে হারিয়ে হজরতুল্লাহ জাজাইকে পেলো সিলেট টাইটান্স
- ৪ চট্টগ্রাম রয়্যালসের মালিকানায় বিসিবি, দায়িত্বে হাবিবুল বাশার
- ৫ টাকা দিতে না পেরে মালিকানা ছাড়লেন চট্টগ্রাম রয়্যালসের মালিক