প্রথমবার টেস্ট দলে ডাক পাওয়া তানভীরের এক ইনিংসে আছে ৮ উইকেট
জিম্বাবুয়ের কাছে প্রথম টেস্টে হারের পর দলে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। দীর্ঘদিন পর টেস্ট দলে ফিরেছেন উইকেটরক্ষক ব্যাটার এনামুল হক বিজয়। প্রথমবার ডাক পেয়েছেন বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম।
নাহিদ রানা পিএসএল খেলতে পাকিস্তানে যাবেন বলে এই পরিবর্তন অবধারিতই ছিল। স্পিন শক্তি বাড়াতে পেসার নাহিদের পরিবর্তে ডাকা হয়েছে বাঁহাতি স্পিনার তানভীর ইসলামকে।
২৮ বছর বয়সী তানভীর এবারই প্রথম টেস্ট দলে ডাক পেলেন। ২০১৭ সালে পেশাদার ক্রিকেটে অভিষেক হওয়ার পর দেশের হয়ে চারটি টি-টোয়েন্টি খেলেছেন এই স্পিনার।
প্রথম শ্রেণির ক্রিকেটে তানভীরের রেকর্ড বেশ ভালো। ৪১ ম্যাচে আছে ১৩৪ উইকেট। পাঁচ উইকেট নিয়েছেন ৬ বার, একবার ১০ উইকেট।
এক ইনিংসে ৮ উইকেট নেয়ার কীর্তিও আছে তানভীরের। ২০২১ সালের ফেব্রুয়ারিতে চট্টগ্রামে আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে চারদিনের টেস্টে বাংলাদেশ ইমার্জিং দলের হয়ে এই কীর্তি গড়েন তানভীর।
ওই ম্যাচে প্রথম ইনিংসে ৫৫ রানে ৫ উইকেট তুলে নেয়ার পর দ্বিতীয় ইনিংসে ৫১ রানে ৮ উইকেট শিকার করেন বাঁহাতি এই স্পিনার। যেটি এখন পর্যন্ত তার প্রথম শ্রেণির ক্যারিয়ারে সেরা।
চট্টগ্রাম টেস্টের বাংলাদেশ স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ (সহঅধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, খালেদ আহমেদ ও তানজিম হাসান সাকিব।
এমএমআর/এএসএম
সর্বশেষ - খেলাধুলা
- ১ নোয়াখালীর অব্যবস্থাপনা, রাগে অনুশীলন না করিয়েই চলে গেলেন সুজন
- ২ বাভুমাকে ‘বামন’ বলে গালি, ক্ষমা চাইলেন বুমরাহ-পান্ত
- ৩ দুই বিদেশিকে হারিয়ে হজরতুল্লাহ জাজাইকে পেলো সিলেট টাইটান্স
- ৪ চট্টগ্রাম রয়্যালসের মালিকানায় বিসিবি, দায়িত্বে হাবিবুল বাশার
- ৫ টাকা দিতে না পেরে মালিকানা ছাড়লেন চট্টগ্রাম রয়্যালসের মালিক