ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

‘৭২ ঘণ্টার আগে তামিমকে অন্য কোথাও নেওয়া যাবে না’

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০২:১১ পিএম, ২৫ মার্চ ২০২৫

তামিম ইকবাল আগের চেয়ে অনেকটা ভালো বোধ করছেন। আজ সকালে কেবিনে একজনের সাহায্যে হাঁটাহাঁটিও করেছেন খানিকটা। আগের চেয়ে অনেকটাই শঙ্কামুক্ত তিনি।

তামিমের অবস্থা কিছুটা উন্নতি হওয়ায় তার পরিবারের সদস্যরা চেয়েছিলো, সাভারের কেপিজে হাসপাতাল থেকে তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসতে। তামিমের চাচা, বিসিবি পরিচালক আকরাম খান আজ সকালেই এ বিষয়ে কথা বলেছিলেন জাগোনিউজের সাথে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিষয়টা কেপিজে হাসপাতালের চিকিৎসকদের কাছেও উপস্থাপন করা হয়েছিলো। এরপরই দুপুর ১টায় হাসপাতালের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করা হয়। যেখানে উপস্থিত ছিলেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের মহাপরিচালক আবদুল ওয়াদুদ চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবু জাফর ও কেপিজে স্পেশালাইজড হাসপাতালের মেডিক্যাল ডিরেক্টর ডা. রাজিব।

সেই ব্রিফিংয়েই জানানো হয়ছে, ‘তামিমকে নিয়ে যেতে চেয়েছিলো তার পরিবারের সদস্যরা। আপাতত শঙ্কামুক্ত তামিম। তবে, কোসো রিস্ক না থাকা সত্ত্বেও চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে ৭২ ঘণ্টা কোথায় স্থানান্তর না করাটাই হবে সবচেয়ে ভালো। স্থানান্তর করতে গেলে কোনো ঝুঁকি তৈরি হতে পারে।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনেই জানানো হয়, তামিম ইকবালের পরিবারের ইচ্ছা ছিল, ভালোভাবে রিহ্যাবের জন্য তাকে কেপিজি হাসপাতাল থেকে অন্যত্র (এভারকেয়ার হাসপাতাল) নিয়ে যাওয়ার। তবে এখানে (কেপিজে) হাসাপাতালে থাকলেও আপাতত কোনো রিস্ক নেই। বরং এখান থেকে স্থানান্তর না করাটা তার শরীরের জন্যই ভালো। তামিমের পরিবারও এ সিদ্ধান্তটা মেনে নিয়েছেন।’

৭২ ঘণ্টা মানে, আগামীকাল এবং পরশুও তামিমেকে কেপিজে হাসপাতালেই থাকতে হচ্ছে। সেখান থেকে অন্য হাসপাতালে নেয়া হলেও এক সপ্তাহের আগে তাকে বাসায় নিতে নিষেধ করেছেন ডাক্তাররা। এক সপ্তাহ পর বাসায় হাঁটা-চলা করতে পারবে এবং ডাক্তারদের বেঁধে দেয়া নিয়মানুসারে চলতে হবে।

বিজ্ঞাপন

এআরবি/আইএইচএস/

টাইমলাইন

  1. ০৭:৫৫ পিএম, ২৫ মার্চ ২০২৫ হুইলচেয়ারে করে হাসপাতাল থেকে বের হয়ে অ্যাম্বুলেন্সে তামিম
  2. ০৫:০২ পিএম, ২৫ মার্চ ২০২৫ ৭২ ঘণ্টা অপেক্ষা নয়, সন্ধ্যায়ই তামিমকে আনা হচ্ছে এভারকেয়ারে
  3. ০৩:৫৩ পিএম, ২৫ মার্চ ২০২৫ ফেসবুক পোস্টে সবার প্রতি কৃতজ্ঞতা জানালেন তামিম
  4. ০২:১৩ পিএম, ২৫ মার্চ ২০২৫ তামিমকে দেখতে গেলেন সাকিবের বাবা-মা
  5. ০২:১১ পিএম, ২৫ মার্চ ২০২৫ ‘৭২ ঘণ্টার আগে তামিমকে অন্য কোথাও নেওয়া যাবে না’
  6. ০১:৪০ পিএম, ২৫ মার্চ ২০২৫ ৭২ ঘণ্টার অবজারভেশন ও তিন মাসের বিশ্রামে থাকতে হবে তামিমকে
  7. ১১:৫১ এএম, ২৫ মার্চ ২০২৫ এখন অনেকটাই শঙ্কামুক্ত তামিম, হাঁটারও চেষ্টা করছেন
  8. ০৮:৪৩ এএম, ২৫ মার্চ ২০২৫ প্রশংসায় ভাসছেন চুয়াডাঙ্গার কৃতী সন্তান ডা. মনিরুজ্জামান মারুফ
  9. ১২:১৭ এএম, ২৫ মার্চ ২০২৫ তামিমকে 'ভাই' সম্বোধন করে আবেগঘন স্ট্যাটাস সাকিবের
  10. ১০:৩৮ পিএম, ২৪ মার্চ ২০২৫ এখন কেমন আছেন তামিম ইকবাল?
  11. ০৯:৫০ পিএম, ২৪ মার্চ ২০২৫ তামিম ইকবালের জন্য তারেক রহমানের দোয়া প্রার্থনা
  12. ০৯:১৩ পিএম, ২৪ মার্চ ২০২৫ তামিমের জন্য দোয়া চাইলেন সাকিব
  13. ০৭:৫২ পিএম, ২৪ মার্চ ২০২৫ তামিমের জন্য দোয়া চাইলেন ফরচুন বরিশালের মালিক
  14. ০৬:২৮ পিএম, ২৪ মার্চ ২০২৫ তামিমের জন্য দোয়া চাইলো বিএনপি
  15. ০৫:২৫ পিএম, ২৪ মার্চ ২০২৫ ম্যাচ শেষ করেই তামিমকে দেখতে ছুটলেন মুশফিক-মাহমুদউল্লাহ
  16. ০৫:০৮ পিএম, ২৪ মার্চ ২০২৫ তামিমকে হাসপাতালে রেখে সহজেই জিতলো মোহামেডান
  17. ০৪:১০ পিএম, ২৪ মার্চ ২০২৫ তামিম ইকবালের সুস্থতা চেয়ে প্রার্থনায় তারকারা
  18. ০৩:৩৪ পিএম, ২৪ মার্চ ২০২৫ ‘তামিম একেবারে মৃত্যুর দরজায় ছিলেন’
  19. ০৩:৩৩ পিএম, ২৪ মার্চ ২০২৫ তামিম, দ্রুত সুস্থ হয়ে ফিরে আয়: মাশরাফি
  20. ০৩:১১ পিএম, ২৪ মার্চ ২০২৫ জ্ঞান ফিরেছে, কথা বলেছেন তামিম
  21. ০২:০৬ পিএম, ২৪ মার্চ ২০২৫ তামিমের কীভাবে কি হয়েছিল!
  22. ০১:২৯ পিএম, ২৪ মার্চ ২০২৫ অসুস্থ তামিমকে বাইরে রেখেই চলছে মোহামেডানের ম্যাচ
  23. ০১:১৪ পিএম, ২৪ মার্চ ২০২৫ রিং পরানো হলো হার্টে, অবস্থার একটু উন্নতি তামিমের
  24. ০১:১১ পিএম, ২৪ মার্চ ২০২৫ তামিমের জন্য দোয়া চাইলেন তাসকিন-মিরাজ
  25. ১২:১৯ পিএম, ২৪ মার্চ ২০২৫ অবস্থা সংকটাপন্ন, লাইফ সাপোর্টে তামিম ইকবাল
  26. ১২:০৭ পিএম, ২৪ মার্চ ২০২৫ টস করেই হঠাৎ গুরুতর অসুস্থ তামিম, নেওয়া হলো হাসপাতালে

বিজ্ঞাপন