ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ভেঙে ফেলা হবে গাবা স্টেডিয়াম, ব্রিজবেনে ক্রিকেটের নতুন ঠিকানা

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০১:৫৩ পিএম, ২৫ মার্চ ২০২৫

ব্রিজবেন ক্রিকেট গ্রাউন্ড, যা গাবা স্টেডিয়াম নামেই সমধিক পরিচিত। আন্তর্জাতিক ক্রিকেটের অনেক স্মৃতি রয়েছে এ মাঠে। কিন্তু ঐতিহ্যবাহী এ স্টেডিয়ামটি ভেঙে ফেলার পরিকল্পনা করা হয়েছে। কুইন্সল্যান্ডের প্রধানমন্ত্রী ডেভিড ক্রিসাফুলি জানিয়েছেন, ২০৩২ সালের গ্রীষ্মকালীন অলিম্পিকের পরপরই স্টেডিয়ামটি ভেঙে ফেলা হবে।

অলিম্পিক উপলক্ষে গাবার আসন সংখ্যা বাড়াতে প্রথমে উদ্যোগ নেওয়া হয়েছিল সংস্কারের। উদ্যোগ বাস্তবায়নে কিছু কাজও করা হয়। কিন্তু প্রত্যাশিত আসনের জন্য পর্যাপ্ত সংস্কার কাজ ব্যয়বহুল হবে বিধায় স্থায়ী সমাধানের পথ বেছে নেন ক্রিসাফুলি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ক্রিসাফুলি পরিকল্পনায় জানান, ব্রিসবেনের ভিক্টোরিয়া পার্ক এলাকায় একটি নতুন ৬০,০০০ আসন বিশিষ্ট স্টেডিয়ামে নির্মাণ করা হবে। গাবা স্টেডিয়ামের বদলে নতুন এ ঠিকানায় যাবে ক্রিকেট। আজ মঙ্গলবার অলিম্পিক অবকাঠামো নিয়ে এ পরিকল্পনা ঘোষণা করেন ক্রিসাফুলি।

নতুন ঘোষণার ফলে ২০২১ সালে অলিম্পিক আয়োজকস্বত্ব পাওয়ার পর কুইন্সল্যান্ড রাজ্য কী করবে, তা নিয়ে বিভিন্ন প্রস্তাবের মাধ্যমে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, সেটির অবসান ঘটেছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ বিষয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এক বিবৃতিতে বলেছে, ‘এই সিদ্ধান্ত আমাদের ভেন্যু এবং সূচি নিয়ে নিশ্চিয়তা দেয়, যা আমাদের ব্রিসবেনে সর্বোচ্চ মানের আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট আয়োজনের সুযোগ করে দেবে। আমরা কুইন্সল্যান্ড ক্রিকেট, এএফএল এবং ব্রিসবেন লায়ন্সের সঙ্গে মিলে ভিক্টোরিয়া পার্কে একটি স্টেডিয়াম নির্মাণের পক্ষে জোরালোভাবে সমর্থন জানিয়েছিলাম এবং এই বিশাল বিনিয়োগ দীর্ঘমেয়াদে ক্রিকেট ভক্ত ও কুইন্সল্যান্ডবাসীদের জন্য সুফল বয়ে আনবে।’

১৯০০ সালের পর ২০২৮ সালে লস অ্যাঞ্জেলস অলিম্পিকে ফের ক্রিকেট ফিরছে। যদি ২০৩২ অলিম্পিকেও ক্রিকেটকে রাখা হয়, তাহলে সেটি ম্যাককয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনা এবং গাবায় অনুষ্ঠিত হবে। ভেঙে ফেলার আগে এগুলোই হবে গাবার শেষ ম্যাচ।

বিজ্ঞাপন

২০৩২ অলিম্পিকের জন্য গাবা স্টেডিয়ামকে পুনর্নির্মাণ করতে ২.৭ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার বরাদ্দ করেছিল লেবার সরকার, কিন্তু ব্যয় বৃদ্ধি নিয়ে সমালোচনার মুখে সেটি বাতিল করা হয়। পরে লেবার সরকার এটিকে ৬০০ মিলিয়ন ডলার ব্যয়ে সংস্কারের প্রস্তাব দেয়। নতুন সরকার সেটিও বাতিল করে।

প্রধানমন্ত্রী ক্রিসাফুলি আরও বলেন, ‘গাবার সময় ফুরিয়ে এসেছে। এটি সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা হয়নি এবং আমাদের এমন একটি স্টেডিয়ামের প্রয়োজন, যেখানে এই বিশাল আয়োজন সম্পন্ন করা সম্ভব হবে। এটা আমাদের জন্য একটি দীর্ঘমেয়াদী সুযোগ তৈরি করবে।’

‘অস্থায়ী অবকাঠামো ও সাময়িক গ্যালারির জন্য বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করার চেয়ে একটি স্থায়ী স্টেডিয়াম নির্মাণ করাই সেরা সিদ্ধান্ত।’

বিজ্ঞাপন

১৯৩১ সালে গাবায় প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়। এ ভেন্যুতে ৬৭টি পুরুষদের টেস্ট ম্যাচ এবং দুটি নারী টেস্ট ম্যাচ হয়েছে। সর্বশেষ ম্যাচটি ছিল ভারতের বিপক্ষে বোর্ডার-গাভাস্কার ট্রফি সিরিজের। যা বৃষ্টির কারণে ড্র হয়েছিল।

আগামী গ্রীষ্মের পর গাবায় আন্তর্জাতিক ক্রিকেটের ভবিষ্যৎ অনিশ্চিত। সম্ভবত এখানে কিছু সাদা বলের ম্যাচ আয়োজন করা হবে। তবে টেস্ট ক্রিকেট হওয়ার সম্ভাবনাকেও একেবারে উড়িয়ে দেওয়া যায় না।

২০৩২ সালের আগেই অস্ট্রেলিয়ায় আরেকটি নতুন আন্তর্জাতিক ভেন্যু হতে পারে। সেটি হোবার্টের প্রস্তাবিত স্টেডিয়াম। ২০২৯ সালের মধ্যে এর নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার কথা রয়েছে। স্টেডিয়ামটিতে ছাদও থাকবে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০৩২ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে।

এমএইচ/জেআইএম

বিজ্ঞাপন