ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

‘তামিম একেবারে মৃত্যুর দরজায় ছিলেন’

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৩:৩৪ পিএম, ২৪ মার্চ ২০২৫

তামিম ইকবালের অবস্থা ভীষণ খারাপ ছিল। জানা গেছে, ২২ মিনিট ধরে সিপিআর দেওয়া লেগেছে। ৩ বার ডিসি শক লেগেছে। হার্ট কয়েকবার পুরো কাজ করা বন্ধ করে দিয়েছিল। এখনও পুরোপুরি শঙ্কামুক্ত নন। তবে স্বস্তির খবর হলো, জ্ঞান ফিরেছে তামিমের, কথাও বলেছেন।

তামিমের অবস্থা কেমন ছিল, সেটি বোঝা গেছে মোহামেডানের শীর্ষ কর্তাদের কথায়। তাদের কাছ থেকে যতটুকু জানা গেছে, সারকথা হলো-তামিম যে জায়গায় ছিলেন, সেখানে থেকে ফিরে আসেন খুব কম রোগীই।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এখন অবস্থা কিছুটা উন্নতির দিকে। তবে বিসিবি পরিচালক ও মোহামেডানের শীর্ষ কর্মকর্তা মাহবুব আনাম জাগো নিউজকে জানিয়েছেন, ‘৪৮ ঘণ্টা হাসপাতাল থেকে তাকে (তামিমকে) নড়ানো যাবে না। আলহামদুলিল্লাহ, মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন তামিম।’

মোহামেডানের আরেক কর্মকর্তা তারিকুল ইসলাম টিটু বলেছেন, ‘তামিম জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন; এটা না বলে বলতে হয়-একেবারে মৃত্যুর দরজায় ছিলেন আসলে। আল্লাহর রহমতে তিনি সেই জায়গা থেকে ফিরে এসেছেন। হাজারে একজন এমন পরিস্থিতি থেকে কামব্যাক করেন।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর আগে সাভারের বিকেএসপি ৩ নম্বর মাঠে প্রিমিয়ার লিগে মোহামেডান ও শাইনপুকুরের মধ্যকার খেলা চলাকালেই হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। টস করে এসে দলীয় ম্যানেজার ও সাবেক ক্রিকেটার সাজ্জাদ আহমেদ শিপনকে তামিম বলেন, আমার খুব খারাপ লাগছে। বুকে ব্যথা করছে।

শিপনসহ সতীর্থ ক্রিকেটার এবং কর্মকর্তারা অবস্থা দেখে ধারণা করেন, হয়তো হার্ট অ্যাটাক হয়েছে। কাল বিলম্ব না করে দ্রুত অ্যাম্বুলেন্স ডাকা হয়। নেয়া হয় স্থানীয় কেপিজে (সাবেক ফজিলাতুন্নেছা) হাসপাতালে। সেখানে তাৎক্ষণিক তার এনজিওগ্রাম করে হার্টে ব্লক রয়েছে বলে নিশ্চিত হওয়া যায়।

বিজ্ঞাপন

একই সঙ্গে হেলিকপ্টারও ডেকে আনা হয় এভারকেয়ার হাসপাতালে নেয়ার জন্য। কিন্তু পরিস্থিতি ভালো না হওয়ায় চেষ্টা করেও হেলিকপ্টারে তোলা যায়নি।

অবস্থা সংকটাপন্ন হওয়ায় কেপিজে হাসপাতালের সিসিইউতে নেয়া হয় তামিমকে। এরপর রাখা হয় লাইফ সাপোর্টে। হাসপাতালে রয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ, সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজনসহ কর্মকর্তা, সাবেক ও বর্তমান ক্রিকেটার এবং তামিমের পরিবারের সদস্যরা।

এআরবি/এমএমআর/এএসএম

টাইমলাইন

  1. ০৭:৫৫ পিএম, ২৫ মার্চ ২০২৫ হুইলচেয়ারে করে হাসপাতাল থেকে বের হয়ে অ্যাম্বুলেন্সে তামিম
  2. ০৫:০২ পিএম, ২৫ মার্চ ২০২৫ ৭২ ঘণ্টা অপেক্ষা নয়, সন্ধ্যায়ই তামিমকে আনা হচ্ছে এভারকেয়ারে
  3. ০৩:৫৩ পিএম, ২৫ মার্চ ২০২৫ ফেসবুক পোস্টে সবার প্রতি কৃতজ্ঞতা জানালেন তামিম
  4. ০২:১৩ পিএম, ২৫ মার্চ ২০২৫ তামিমকে দেখতে গেলেন সাকিবের বাবা-মা
  5. ০২:১১ পিএম, ২৫ মার্চ ২০২৫ ‘৭২ ঘণ্টার আগে তামিমকে অন্য কোথাও নেওয়া যাবে না’
  6. ০১:৪০ পিএম, ২৫ মার্চ ২০২৫ ৭২ ঘণ্টার অবজারভেশন ও তিন মাসের বিশ্রামে থাকতে হবে তামিমকে
  7. ১১:৫১ এএম, ২৫ মার্চ ২০২৫ এখন অনেকটাই শঙ্কামুক্ত তামিম, হাঁটারও চেষ্টা করছেন
  8. ০৮:৪৩ এএম, ২৫ মার্চ ২০২৫ প্রশংসায় ভাসছেন চুয়াডাঙ্গার কৃতী সন্তান ডা. মনিরুজ্জামান মারুফ
  9. ১২:১৭ এএম, ২৫ মার্চ ২০২৫ তামিমকে 'ভাই' সম্বোধন করে আবেগঘন স্ট্যাটাস সাকিবের
  10. ১০:৩৮ পিএম, ২৪ মার্চ ২০২৫ এখন কেমন আছেন তামিম ইকবাল?
  11. ০৯:৫০ পিএম, ২৪ মার্চ ২০২৫ তামিম ইকবালের জন্য তারেক রহমানের দোয়া প্রার্থনা
  12. ০৯:১৩ পিএম, ২৪ মার্চ ২০২৫ তামিমের জন্য দোয়া চাইলেন সাকিব
  13. ০৭:৫২ পিএম, ২৪ মার্চ ২০২৫ তামিমের জন্য দোয়া চাইলেন ফরচুন বরিশালের মালিক
  14. ০৬:২৮ পিএম, ২৪ মার্চ ২০২৫ তামিমের জন্য দোয়া চাইলো বিএনপি
  15. ০৫:২৫ পিএম, ২৪ মার্চ ২০২৫ ম্যাচ শেষ করেই তামিমকে দেখতে ছুটলেন মুশফিক-মাহমুদউল্লাহ
  16. ০৫:০৮ পিএম, ২৪ মার্চ ২০২৫ তামিমকে হাসপাতালে রেখে সহজেই জিতলো মোহামেডান
  17. ০৪:১০ পিএম, ২৪ মার্চ ২০২৫ তামিম ইকবালের সুস্থতা চেয়ে প্রার্থনায় তারকারা
  18. ০৩:৩৪ পিএম, ২৪ মার্চ ২০২৫ ‘তামিম একেবারে মৃত্যুর দরজায় ছিলেন’
  19. ০৩:৩৩ পিএম, ২৪ মার্চ ২০২৫ তামিম, দ্রুত সুস্থ হয়ে ফিরে আয়: মাশরাফি
  20. ০৩:১১ পিএম, ২৪ মার্চ ২০২৫ জ্ঞান ফিরেছে, কথা বলেছেন তামিম
  21. ০২:০৬ পিএম, ২৪ মার্চ ২০২৫ তামিমের কীভাবে কি হয়েছিল!
  22. ০১:২৯ পিএম, ২৪ মার্চ ২০২৫ অসুস্থ তামিমকে বাইরে রেখেই চলছে মোহামেডানের ম্যাচ
  23. ০১:১৪ পিএম, ২৪ মার্চ ২০২৫ রিং পরানো হলো হার্টে, অবস্থার একটু উন্নতি তামিমের
  24. ০১:১১ পিএম, ২৪ মার্চ ২০২৫ তামিমের জন্য দোয়া চাইলেন তাসকিন-মিরাজ
  25. ১২:১৯ পিএম, ২৪ মার্চ ২০২৫ অবস্থা সংকটাপন্ন, লাইফ সাপোর্টে তামিম ইকবাল
  26. ১২:০৭ পিএম, ২৪ মার্চ ২০২৫ টস করেই হঠাৎ গুরুতর অসুস্থ তামিম, নেওয়া হলো হাসপাতালে

বিজ্ঞাপন