ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

আইপিএল

আবারও হার দিয়ে শুরু মুম্বাইয়ের, সহজে জিতলো চেন্নাই

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১২:১৫ এএম, ২৪ মার্চ ২০২৫

সর্বশেষ আসরে পয়েন্ট টেবিলে সবার নিচে, ১০ নম্বরে, থেকে আইপিএল শেষ করেছিল মুম্বাই ইন্ডিয়ান্স। বেদনাতুর সেই স্মৃতি ভুলে নতুন আসরে ভালো কিছু করার প্রত্যয় নিয়ে চেন্নাই এসেছিলেন রোহিত শর্মা ও সূর্যকুমার যাদবরা। কিন্তু ২০২৫ আসরের নিজেদের প্রথম ম্যাচে ভক্তদের হতাশই করেছে মুম্বাই। চেন্নাই সুপার কিংসের কাছে ৪ উইকেটে হেরে গেছেন রোহিতরা।

২০১২ সালের পর থেকেই হার দিয়ে আইপিএল শুরু করে আসছে মুম্বাই। এবারও তার ব্যতিক্রম হলো না।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আজ রোববার চিদাম্বরম স্টেডিয়ামে আগে ব্যাট করে ৯ উইকেটে ১৫৫ রান করে মুম্বাই। জবাব দিতে নেমে রাচিন রাবিন্দ্রা ও অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়ের ফিফটিতে ৫ বল আগেই জয় পায় চেন্নাই।

হারের দিনে এক রেকর্ড করেছে মুম্বাই। আইপিএলে ইতিহাসে এক ইনিংসে সবচেয়ে বেশি স্পিন বোলিং করেছে দলটি। চিপকের স্লো উইকেটে কম রানের পুঁজিতে চেন্নাইকে আটকাতে ১৪ ওভার স্পিন বল করেছে সূর্যকুমারের দল।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

স্বদেশি মিচেল স্যান্টনারের করা ইনিংসের শেষ ওভারের প্রথম বলে ছক্কা হাঁকিয়ে চেন্নাইয়ের জয় নিশ্চিত করেন নিউজিল্যান্ডের ব্যাটার রাবিন্দ্রা। ৪৫ বলে ৬৫ রানে অপরাজিত থাকেন তিনি। গায়কোয়াড় করেন ২৬ বলে ৫৩ রান।

এর আগে মুম্বাইয়ের হয়ে সর্বোচ্চ ২৫ বলে ৩১ রান করেন তিলক ভার্মা। অধিনায়ক সূর্যকুমার ২৬ বলে ২৯, দিপক চাহার খেলেন দ্রুত গতির ১৫ বলে ২৮ রানের ইনিংস। বাকিদের কেউ ২০ রানের ঘরও স্পর্শ করতে পারেননি।

বিজ্ঞাপন

চেন্নাইয়ের হয়ে ১৪ রানে ৪ উইকেট শিকার করেন আফগান রিস্টস্পিনার নুর আহমদ। ৩ উইকেট পান পেসার খালিল আহমেদ। মুম্বাইয়ের ভিনেশ পাথুর ৩ উইকেট দখলে নেন।

এমএইচ/

বিজ্ঞাপন