ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

আইপিএলে আজ ডাবল হেডার

হায়দরাবাদে কি দেখা যাবে ছক্কাবৃষ্টি!

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০১:৪৯ পিএম, ২৩ মার্চ ২০২৫

আইপিএলের ১৮তম আসর শুরু হয়ে গেছে শনিবার রাতে। কলকার ইডেন গার্ডেন্সে স্বাগতিক এবং বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হয়েছিলো বিরাট কোহলির রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কোহলির ব্যাটেই ৭ উইকেটের বড় ব্যবধানে কেকেআরকে হারিয়েছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

আজ আইপিএলের দ্বিতীয় দিন। আজ একই দিনে মাঠে নামছে চারটি দল। অর্থ্যাৎ ডাবল হেডার অনুষ্ঠিত হবে আজ আইপিএলে। বাংলাদেশ সময় বিকাল ৪টায় হায়দরাবাদের রাজিব গান্ধী ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক সানরাইজার্স হায়দরাবাদ মুখোমুখি হবে রাজস্থান রয়্যালসের। রাত ৮টায় চেন্নাইয়ে চিপকে স্বাগতিক চেন্নাই সুপার কিংস মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্সের।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

চেন্নাই সুপার কিংস বনাম মুম্বাই ইন্ডিয়ান্স

সানরাইজার্স হায়দরাবাদ এবং মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচের চেয়ে ক্রিকেটপ্রেমীরা তাকিয়ে রয়েছে চেন্নাই এবং মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচের দিকে। কারণ, আইপিএলের ইতিহাসে সবচেয়ে সফল এই দুই দল। তার চেয়ে বড় কথা মহেন্দ্র সিং ধোনি নামবে এই ম্যাচে। এক বছর পর আবারও তাকে দেখা যাবে খেলার মাঠে।

আইপিএলে গত ১৭ বছরের মধ্যে ১০ বার চ্যাম্পিয়ন হয়েছে মুম্বাই এবং চেন্নাই। সাফল্যের হিসেবে সমান সমান। আজ একদিকে মহেন্দ্র সিং ধোনি, রবিন্দ্র জাদেজা। অন্যদিকে রোহিত শর্মা, সূর্যকুমার যাদব।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মুম্বাইয়ের অধিনায়ক হার্দিক পান্ডিয়া এক ম্যাচ নিষিদ্ধ হওয়ায় চেন্নাইয়ের বিরুদ্ধে খেলতে পারবেন না। ফলে অধিনায়কত্বের দায়িত্ব পালন করবেন সূর্যকুমার। জসপ্রিত বুমরাহকেও পাচ্ছে না মুম্বাই।

এ ম্যাচে দু’দলের প্রথম একাদশ কেমন হতে পারে? কোন বিদেশিদের খেলতে দেখা যাবে? খেলা চেন্নাইয়ে। চিপকের উইকেট সাধারণত মন্থর হয়। কালো মাটির উইকেটে স্পিন ভাল হয়। তাই বলা যায়, দু’দলই স্পিনারদের দিকে বেশি নজর দেবে।

বিজ্ঞাপন

চেন্নাইয়ের সম্ভাব্য একাদশ

রুতুরাজ গায়কোয়াড়, ডেভন কনওয়ে, রাচিন রাবিন্দ্রা, রাহুল ত্রিপাঠি, শিবাম দুবে, রবিন্দ্র জাদেজা, মহেন্দ্র সিংহ ধোনি, স্যাম কারান, রবিচন্দ্রন অশ্বিন, মাথিশা পাথিরানা, খলিল আহমেদ, শ্রেয়াস গোপাল (ইমপ্যাক্ট প্লেয়ার)।

মুম্বইয়ের সম্ভাব্য একাদশ

বিজ্ঞাপন

রোহিত শর্মা, রায়ান রিকেলটন, তিলক বর্মা, সূর্যকুমার যাদব, উইল জ্যাকস, নোমান ধীর, রাজ অঙ্গদ বাওয়া, মিচেল স্যান্টনার, করণ শর্মা, দীপক চাহার, ট্রেন্ট বোল্ট, রবিন মিঞ্জ (ইমপ্যাক্ট প্লেয়ার)।

SRH

সানরাইজার্স হায়দরাবাদ বনাম রাজস্থান রয়্যালস

বিজ্ঞাপন

রাজস্থানের নিয়মিত অধিনায়ক সাঞ্জু স্যামসন। কিন্তু প্রথম তিন ম্যাচ তিনি দলে থাকলেও অধিনায়কত্ব করতে পারবেন না। নেতৃত্ব দেবেন রায়ান পরাগ। ইনজুরির কারণে তিনি পুরো ফিট নন। শুধু ব্যাট করতে পারবেন। তবে, তাও ইমফ্যাক্ট খেলোয়াড় হিসেবে।

এখন প্রশ্ন দেখা দিয়েছে, রায়ান পরাগ কী সানরাইজার্স হায়দরাবাদের ছক্কাবৃষ্টি থামাতে পারবেন। গত আইপিএলে হায়দরাবাদের ব্যাটাররা ১৭৮টি ছক্কা হাঁকিয়েছিল। গত মৌসুমে দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হয়েছিলো দুই দল। এবার কী রাজস্থানের বোলাররা সেই ম্যাচের প্রতিশোধ নিতে পারবেন?

হায়দরাবাদ দলে রয়েছেন তিন মারকুটে ব্যাটার ট্রাভিস হেড, অভিষেক শর্মা এবং হেনরিক ক্লাসেন। তিনজন মিলে মেরেছেন ১১২টি ছক্কার মার। সব মিলিয়ে ১৭৮টি। এবারের আইপিএলেও এই তিনজন রিটেইন করেছিলো হায়দরাবাদ। সুতরাং, আগের বছরের ধারাবাহিকতা ধরে রাখলে হয়তো এবারও ছক্কাবৃষ্টি দেখা যেতে পারে হায়দবারাদের ব্যাটারদের ব্যাটে।

বিজ্ঞাপন

হায়দরাবাদের সম্ভাব্য একাদশ

ট্রাভিস হেড, অভিষেক শর্মা, ইশান কিশান (উইকেটরক্ষক), নিতিশ কুমার রেড্ডি, হেনরিক ক্লাসেন, অনিকেত ভার্মা, অভিনব মনোহর, প্যাট কামিন্স (অধিনায়ক), হার্শাল প্যাটেল, রাহুল চাহার, মোহাম্মদ সামি, অ্যাডাম জাম্পা।

রাজস্থানের সম্ভাব্য একাদশ

বিজ্ঞাপন

জসস্বি জয়সওয়াল, সাঞ্জু স্যামসন, নিতিশ কুমার, রায়ান পরাগ (অধিনায়ক), ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), শিমরন হেটমায়ার, ওয়ানিন্দু হাসারাঙ্গা, শিবাম দুবে/ আকাশ মাধওয়াল, জোফরা আরচার, মহেশ থিকসানা/ফজলহক ফারুকি, সন্দিপ শর্মা, তুশার দেশপান্ডে।

আইএইচএস/

বিজ্ঞাপন