ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

শেষ বলে ১ উইকেটের রুদ্ধশ্বাস জয় পারটেক্সের

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ০৫:১৭ পিএম, ২২ মার্চ ২০২৫

শেরে বাংলায় ঢাকা প্রিমিয়ার লিগে রুদ্ধশ্বাস এক লড়াই হলো অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব এবং পারটেক্স স্পোর্টিং ক্লাবের মধ্যে। লো স্কোরিং ম্যাচে শেষ বলে এসে ১ উইকেটের রুদ্ধশ্বাস এক জয় পেয়েছে পারটেক্স স্পোর্টিং।

টস জিতে অগ্রণী ব্যাংককে ব্যাটিংয়ে পাঠিয়েছিল পারটেক্স। পুরো ৫০ ওভার খেললেও ২১৮ রানে অলআউট হয়ে যায় অগ্রণী ব্যাংক। মার্শাল আইয়ুব ছাড়া কেউ বলার মতো লড়াই করতে পারেননি। ৮৭ বলে ৫ বাউন্ডারিতে ৬৪ রান আসে অভিজ্ঞ এই ব্যাটারের উইলো থেকে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ওপেনিংয়ে নেমে ধীরগতির এক ইনিংস খেলেন সাদমান ইসলাম, ৪৮ বলে তিনি করেন ৩১। ইমরুল কায়েস ব্যাট হাতে ব্যর্থ। ৩৯ বলে আসে ১৯ রান।

পরে শুভাগতহোম চৌধুরীর ২৪ বলে ২৭ আর শেষদিকে মেহেদী হাসান রানার বল সমান অপরাজিত ২২ রানে ভর করে সোয়া দুইশর কাছাকাছি যায় অগ্রণী ব্যাংক।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নাইম ইসলাম জুনিয়র ৩টি এবং মোহর শেখ, আলাউদ্দিন বাবু আর জায়াদ রোয়েন নেন দুটি করে উইকেট।

সামনে ২১৯ রানের মামুলি লক্ষ্য। ৪ উইকেটে ১৬১ আর ৫ উইকেটে ২০৩ রান তুলে একটা সময় সহজ জয়ের পথেই ছিল পারটেক্স। সেখান থেকে হঠাৎ খেই হারিয়ে ফেলে দলটি। ৬ রানের মধ্যে হারিয়ে বসে ৪টি উইকেট।

বিজ্ঞাপন

শেষ উইকেট হাতে নিয়ে ১০ রান দরকার ছিল পারটেক্সের। অগ্রণী ব্যাংক তখন জয়ের স্বপ্ন দেখছে। তবে শেষ উইকেটে স্নায়ু ধরে রেখে দলকে জিতিয়েছেন মোহাম্মদ রাকিব।

তাইবুর রহমানের করা শেষ ওভারে দুটি বাউন্ডারি হাঁকান রাকিব। পঞ্চম বলে এক রান নিয়ে করেন টাই। শেষ বলে আবদুল গাফফার রনি এক রান নিয়ে জয় নিশ্চিত করেন। রাকিব অপরাজিত থাকেন ৮০ রানে। ম্যাচ জেতানো ইনিংসে ১০৩ বল খেলে পাঁচটি করে চার-ছক্কা হাঁকান তিনি।

তারকা ব্যাটার সাব্বির রহমান ওপেনিংয়ে নেমে ২৬ বলে ২ চারের সাহায্যে করেন ১৪ রান। এছাড়া উইকেটরক্ষক আদিল ৩২ আর তানভীর হোসেন করেন গুরুত্বপূর্ণ ২৫ রান।

বিজ্ঞাপন

অগ্রণী ব্যাংকের হয়ে দুটি করে উইকেট নেন আরিফ আহমেদ আর নাইম হাসান।

এদিকে বিকেএসপির তিন নম্বর মাঠে রূপগঞ্জ টাইগার্স ও ব্রাদার্স ইউনিয়ন এবং চার নম্বর মাঠে গুলশান ক্রিকেট ক্লাব ও লিজেন্ডস অব রূপগঞ্জের মধ্যকার ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে।

এমএমআর/এএসএম

বিজ্ঞাপন