ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ব্যাটিং বিপর্যয় মোহামেডানের, ২১৬ রানে থামলেন তামিম-মুশফিকরা

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০১:০৭ পিএম, ২১ মার্চ ২০২৫

তামিম ইকবাল, রনি তালুকদার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (কাফ মাসল ইনজুরিতে খেলছেন না), মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তাওহিদ হৃদয়, তাইজুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ, আবু হায়দার রনির মত এক ঝাঁক তারকায় সাজানো কাগজে-কলমে এক নম্বর দল মোহামেডান। এরই মধ্যে ২ ম্যাচ হেরে খানিক পিছিয়ে, ষষ্ঠ রাউন্ড শেষে চার নম্বরে।

সেই জায়গা থেকে অন্তত এক ধাপ উঠতে সপ্তম রাউন্ডে ধানমন্ডি ক্লাবের সাথে জয় অতি জরুরি সাদাকালোদের। কিন্তু মেঘে ঢাকা আকাশের মত মোহামেডানের ভাগ্যাকাশেও শুক্রবার প্রথম সেশনে সূর্যের দেখা মেলেনি।

নুরুল হাসান সোহান আর কামরুল ইসলাম রাব্বির গড়া ধানমন্ডি ক্লাবের বিপক্ষে প্রথমে ব্যাটিংয়ে নেমে চরম বিপাকে তামিম ইকবালের দল। ব্যাটিং বিপর্যয়ে পড়া মোহামেডানের পুঁজি ৬ উইকেটে মোটে ২১৬ রানের।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আগের রাতে এক পশলা হালকা বৃষ্টি হয়েছে। সকালের আকাশে রোদ ছিল না। মেঘ আর সূর্যের লড়াই চলেছে সারাবেলা। একটু আধটু বাতাস। খানিক সিমিং কন্ডিশন। স্বাভাবিকভাবে বোলাররা উইকেট থেকে একটু সাহায্য পেয়েছেন। তারপরও মোহামেডান ব্যাটারদের অ্যাপ্রোচ ছিল একটু বেশিই সতর্ক, সাবধানী ও রক্ষণাত্মক।

রনি তালুকদার (৬৪ বলে ৩৯), অধিনায়ক তামিম ইকবাল (৫৩ বলে ২৬) আর ওয়ানডাউন মাহিদুল ইসলাম অঙ্কন (৭৭ বলে ৪৪); মোহামেডানের প্রথম তিন ব্যাটারই রান করেছেন। তবে অনেক বেশি স্লো খেলে খুব কম স্ট্রাইকরেটে । যে কারণে রানও ওঠেনি। প্রায় নিয়মিত বিরতিতে উইকেটের পতন ঘটায় জুটিও হয়নি। আর তাই স্কোরবোর্ডের দৈন্য দশা।

ওপরের দিকে সবার স্ট্রাইকরেট খুব কম থাকতে রান গতি বাড়াতে সাইফউদ্দিন ৪ নম্বরে নামানো হয়। কিন্তু কোন কাজ হয়নি। অল্প সময়ে ৯ বল খেলেও রান খাতা খুলতে না পারা এই অলরাউন্ডার আউট হন কামরুল ইসলাম রাব্বির অফস্টাম্পের ফুটখানেক বল টেনে মারতে গিয়ে। ব্যাটের ভেতরের কানায় লেগে উইকেট ভেঙে দেয় বল।

এরপরের ধাক্কাটা ছিল বিশাল। ব্যর্থ মুশফিক। উইকেট ধীরগতির দেখে তাওহিদ হৃদয়ের আগে পাঠানো হয় মুশফিককে। কিন্তু অভিজ্ঞ এই ব্যাটারও কিছু করতে পারেননি। আগের ম্যাচে ৪৯ রান করলেও আজ দলের বিপর্যয়ে হাল ধরতে পারেননি মুশফিক।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

যারা মুশফিকের হঠাৎ ওয়ানডে থেকে অবসরের সিদ্ধান্তে অবাক হয়েছিলেন, তারা প্রিমিয়ার লিগে মুশফিকের ব্যাটিং দেখলে বুঝবেন- সঠিক সময় সঠিক সিদ্ধান্তই নিয়েছেন দেশের ক্রিকেটের অন্যতম সফল ব্যাটার।

মুশফিকের ব্যাটিংয়ের সেই চিরচেনা ছন্দ হারিয়ে গেছে। সাধারণত মুশফিক উইকেটে আসলেই যেমন রান গতি সচল হয়ে যেতো, এখন তা নেই । যারা দীর্ঘ দিন মুশফিককে দেখে অভ্যস্ত, তারা এখনকার মুশফিককে দেখেও চিনবেন না। সিঙ্গেলস বের করতেও যেন কষ্ট হচ্ছে তার।

বিজ্ঞাপন

শূন্য রানে ধানমন্ডি পেসার কামরুল ইসলাম রাব্বির বলে রিটার্ন ক্যাচ দিয়ে বেঁচে যাওয়া মুশফিক ঠিক ২ ওভার পর ৬ রানে আউট হয়েছেন। আউট হওয়ার ধরন চিরচেনা। বাঁহাতি স্পিনার হাসান মুরাদের বলে স্লগ সুইপ করতে গিয়ে সোজা সীমানার ৮ গজ আগে ফিল্ডারের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন দীর্ঘ সময় ‘মিস্টার ডিপেন্ডেবলের’ তকমাধারি মুশফিক।

তবুও রক্ষা। তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (২৪ বলে ২৬) আর আবু হায়দার রনি (১৩ বলে ১৮*) শেষ দিকে হাত খুলে কিছু রান করে দলকে দুইশ পার করে দিয়েছেন। এর মধ্যে ৬ নম্বরে নেমে ১০০+ স্ট্রাইকরেটে একটি হাফসেঞ্চুরি (৪৭ বলে ৫৩*) উপহার দিয়েছেন হৃদয়। আর ব্যাটে ভর করেই ২০০ পেরিয়েছে মোহামেডান।

ধানমন্ডির সবচেয়ে সফল বোলার অভিজ্ঞ কামরুল ইসলাম রাব্বি। ৫৪ রানে ৩ উইকেট দখল করেছেন এ পেসার। এছাড়া দুই বাঁহাতি স্পিনার হাসান মুরাদ (২/৩১) ও সানজামুল ইসলাম (১/৪৫) সমীহ জাগানো বোলিং করে মোহামেডানকে সোয়া দুইশর নিচে বেঁধে রাখেন।

এআরবি/এমএমআর/এমএস

বিজ্ঞাপন