ঢাকা প্রিমিয়ার লিগ
ফিরছেন তাসকিন, চোটে না পড়েও কেন ছিলেন দলের বাইরে?

দলবদলের পালায় আবাহনী ছেড়ে তিনি এবার মোহামেডানে। কিন্তু লিগে মোহামেডানের ৪ ম্যাচ হয়ে গেলেও এখন পর্যন্ত একটি ম্যাচেও দেখা যায়নি তাসকিন আহমেদকে।
এদিকে প্রথম দিন নতুন দল গুলশান ক্লাবের কাছে বিরাট ব্যবধানে হার দিয়ে শুরু করা মোহামেডান পরের ৩ খেলায় জিতেছে। তামিম ইকবাল টানা দুই ম্যাচে সেঞ্চুরি করেছেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
তবে বোলিংয়ে ততটা আলো ছড়াতে পারেনি মোহামেডান। চার খেলায় তিনবারই প্রতিপক্ষ দুইশর ওপর রান করেছে। পেস আক্রমণে আবু হায়দার রনিকে (৪ ম্যাচে ৯ উইকেট) বাদ দিলে এবাদত হোসেন আর মোহাম্মদ সাইফউদ্দিন প্রায় নিয়মিত খেলেও সে অর্থে তেমন প্রভাব ফেলতে পারেননি। ওদিকে আরেক ডানহাতি পেসার মুশফিক হাসান ইনজুরিতে পড়ে মাঠের বাইরে।
ফলে মোহামেডানের বোলিং আক্রমণে প্রধান স্ট্রাইক বোলার তাসকিনের অভাব বোধ হচ্ছে প্রবল। তুলনামূলক কমশক্তির দলগুলোর বিপক্ষে তিন স্পিনার তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও নাসুম আহমেদের হাত ধরে পার পেয়ে গেলেও নামী ব্যাটারে গড়া বড় দলগুলোর সাথে তাসকিনকে লাগবে মোহামেডানের।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
মোহামেডান সমর্থকদের আশার খবর, এবারের প্রিমিয়ার লিগে সাদাকালোদের হয়ে তাসকিন সম্ভবত ১৫ মার্চ লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে মাঠে নামবেন।
এতদিন মাঠে ছিলেন না। ভাবছেন তবে কি ইনজুরিতে ছিলেন দেশসেরা ফাস্টবোলার? ব্যাপারটা তা নয়। তাসকিনসহ জাতীয় দলের প্রধান সব পেসারকেই অন্তত ২ সপ্তাহ বিশ্রাম দিয়েছে জাতীয় দলের কোচিং স্টাফরা। সে কারণে মোহামেডান ম্যানেজমেন্টও তাসকিনকে খেলায়নি।
মোহামেডানের ফিজিও বায়োজিদ বৃহস্পতিবার জানিয়েছেন, জাতীয় দলের ম্যানেজমেন্ট তাসকিনকে ১৪ মার্চ পর্যন্ত রেস্ট দিতে বলেছিল। তাই দেওয়া হয়েছে। ১৫ মার্চ লিজেন্ডস অব রূপগঞ্জের সাথে ম্যাচে হয়তো তাসকিনকে খেলতে দেখা যাবে। সে এখন ছোট ছোট স্পেলে বোলিং অনুশীলন করছে।
বিজ্ঞাপন
এআরবি/এমএমআর/জিকেএস
বিজ্ঞাপন