ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

২৪ মার্চ মাঠে ফিরতে পারেন মাহমুদউল্লাহ

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৪:২৭ পিএম, ১৩ মার্চ ২০২৫

এক সময় মনে হচ্ছিল, খেলার মাঠ থেকেই অবসরের ঘোষণা দেবেন মাহমুদউল্লাহ রিয়াদ। কিন্তু গতকাল বুধবার রাতে হঠাৎই অবসরের সিদ্ধান্ত জানিয়ে দেন বর্ষীয়ান এই অলরাউন্ডার।

এশিয়া কাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে ৪ রান করে আউট হলেও তার আগে পরপর চারটি ওয়ানডে ফিফটি ( ৮৪*, ৬২, ৫০* ও ৯৮) আছে তার। তাই মনে হচ্ছিল মাহমুদউল্লাহ আরও কিছুদিন ওয়ানডে চালিয়ে যাবেন। কিন্তু তিনি তা করলেন না।

কেন এমন সিদ্ধান্ত? ক্রিকেট পাড়ায় গুঞ্জন। অনেক কৌতুহলী প্রশ্ন। অসমর্থিত সূত্রের দাবি, মাহমুদউল্লাহর কিছু সুপ্ত ইনজুরি আছে। যা তাকে ভোগাচ্ছে। আগামীতেও ভোগাতে পারে। এবং সারতে হয়তো সময় লাগবে। জাতীয় দলের পরবর্তী অ্যাসাইনমেন্টের আগে ইনজুরি কাটিয়ে ওঠা কঠিন, এমন ভেবেই সম্ভবত মাহমুদউল্লাহর অবসরের ঘোষণা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কী সেই ইনজুরি? সেটা নিয়েও আছে দুইরকম খবর। এক পক্ষের দাবি, মাহমুদউল্লাহর পায়ের কাফ মাসলে ব্যথা। আবার অন্য পক্ষ বলছে, তার পিঠের ইনজুরি।

যে ইনজুরিই হোক না কেন, চোট আছে। যে কারণে ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডানের হয়ে খেলতে পারছেন না। গুলশান ক্রিকেট ক্লাবের সাথে ৩ মার্চ বিকেএসপিতে এবারের প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচ খেললেও পরে আর মাঠে নামতে দেখা যায়নি মাহমুদউল্লাহকে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মাহমুদউল্লাহর ইনজুরি নিয়ে জাগো নিউজের সঙ্গে আলাপে মোহামেডানের ফিজিও বায়োজিদ বলেন, ‘মাহমুদউল্লাহর পায়ের কাফ মাসলে ব্যথা আছে। এসব ইনজুরিতে অন্তত ৩ সপ্তাহের বিশ্রাম দরকার পড়ে। তাই রিয়াদ খেলছেন না। আশা করি ২৪ মার্চ মোহামেডানের ম্যাচে হয়তো খেলতে পারেন তিনি।’

এআরবি/এমএমআর/জিকেএস

বিজ্ঞাপন