মাহমুদউল্লাহকে নিয়ে আবেগী বার্তা মাশরাফি-সাকিবের

মাহমুদউল্লাহ রিয়াদ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাওয়ায় হৃদয় ভেঙেছে তার জাতীয় দলের সাবেক ও বর্তমান সতীর্থদের। সামাজিক যোগাযোগমাধ্যমে মাহমুদউল্লাহকে নিয়ে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন তারা।
এর মধ্যে আলাদা করে বলতে হয় সাকিব আল হাসান আর মাশরাফি বিন মর্তুজার নাম। সাকিব সাধারণত এসব ইস্যুতে ফেসবুকে খুব একটা সরব নন। এমনকি মুশফিকুর রহিম ওয়ানডে থেকে অবসর ঘোষণার পরও সাকিব কোনো স্ট্যাটাস দেননি। তবে মাহমুদউল্লাহ অবসরে সাকিব মুখ খুলেছেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
সামাজিক যোগাযোগমাধ্যমে সাকিব লিখেছেন, ‘রিয়াদ ভাই, আপনার পাশে খেলা এবং আপনার কাছ থেকে শেখা আমার জন্য সৌভাগ্যের। আপনি মাঠে এবং মাঠের বাইরে উভয় ক্ষেত্রেই উদাহরণ স্থাপন করেছেন এবং আপনার রেকর্ডই কথা বলে। খেলার প্রতি আপনার নিষ্ঠা, স্থিতিস্থাপকতা এবং ভালোবাসার জন্য জাতি আপনার কাছে ঋণী।
আল্লাহ আপনাকে এবং আপনার পরিবারকে আশীর্বাদ করুন এবং আপনার নতুন যাত্রায় আপনাকে পথ দেখান।’
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
মাশরাফি আবার বড়সড় স্ট্যাটাস দিয়েছেন। তার স্ট্যাটাসে লিখা-
‘দারুণ এক আন্তর্জাতিক ক্যারিয়ারের জন্য অভিনন্দন, রিয়াদ। তোর নামের পাশে যে সংখ্যাগুলি আছে, সেসবের সীমানা ছাড়িয়ে তুই আমাদের কাছে আরও অনেক ওপরে। আমরা জানি, দলের তোকে কতটা প্রয়োজন ছিল এবং দলের সেই চাওয়ার সঙ্গে তুই কতটা মিশে গিয়েছিলি।
মাঠের ভেতরে-বাইরে তোর সঙ্গে কত স্মৃতি! কত কত আনন্দ আর হতাশায় একাকার হয়েছে আমাদের সময়! অ্যাডিলেইড আর কার্ডিফে তোর সেঞ্চুরির কথা আজ আবার মনে পড়ছে। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান, তোর এই অর্জন কেড়ে নিতে পারবে না কেউ। তবে আশা করি, তোকে আদর্শ মেনে বৈশ্বিক আসরে তোর চার সেঞ্চুরির রেকর্ড ছাড়িয়ে যাবে দেশের অনেকে। বড় মঞ্চে তুই যেভাবে নিজের সেরাটা মেলে ধরেছিস, সেই পথ অনুসরণ করবে প্রজন্মের পর প্রজন্ম।
বিজ্ঞাপন
ঘরোয়া ক্রিকেটে তোর বাকি দিনগুলি উপভোগ্য হবে আর অবসর জীবন কাটবে আনন্দে, এই কামনা থাকলো।’
এমএমআর/জেআইএম
বিজ্ঞাপন