ভিডিও EN
  1. Home/
  2. বিশেষ প্রতিবেদন

বাদ পড়ছে শতাধিক বিতর্কিত নির্বাচনী প্রতীক

প্রকাশিত: ০৮:৩৯ এএম, ২১ অক্টোবর ২০১৫

দলীয় পরিচয়ে স্থানীয় সরকার নির্বাচন করার সিদ্ধান্তে বাদ পড়ছে শতাধিক বিতর্কিত নির্বাচনী প্রতীক। সিটি, জেলা পরিষদ, উপজেলা, পৌর এবং ইউপি নির্বাচনে এসব প্রতীক বাদ পড়বে। ফলে মুলা, গ্লাস, বৈয়াম ও শিলপাটার মতো গৃহস্থালি বিতর্কিত প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে নির্বাচন কমিশনের (ইসি) বিরুদ্ধে প্রার্থীদের অভিযোগ থাকবে না। ইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

এ বিষয়ে নির্বাচন কমিশন সচিব মো. সিরাজুল ইসলাম জানান, আগামীতে সংসদসহ সব নির্বাচন দলীয়ভাবে হওয়ায় অন্যান্য নির্বাচনের জন্য আলাদা প্রতীক দরকার হচ্ছে না। নিবন্ধিত রাজনৈতিক দলের প্রতীকে মেয়র, সাধারণ কাউন্সিলর, মেম্বার, ওয়ার্ড কমিশনার এবং সংরক্ষিত কাউন্সিলর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তাই সঙ্গতভাবেই স্থানীয় প্রতীক বিলুপ্ত হবে। তবে সংসদের নির্দিষ্ট করা ৬৫টি প্রতীকের সঙ্গে আরো কিছু অতিরিক্ত প্রতীক বরাদ্দ রাখতে হবে, যাতে স্বতন্ত্র প্রার্থীর সংখ্যা বেশি হলে প্রতীক নিয়ে তাদের সংকটে পড়তে না হয়।

ইসির কর্মকর্তারা জানান, স্বাধীনতা পরবর্তী কোনো নির্বাচনের প্রতীক নির্দিষ্ট ছিল না। সাবেক সিইসি ড. শামসুল হুদার নেতৃত্বাধীন কমিশন রাজনৈতিক দলের নিবন্ধন কার্যক্রম চালু করে নিবন্ধিত দলের জন্য প্রতীক নির্দিষ্ট করে দেয়।

২০১২ সালে কাজী রকিবউদ্দীন আহমদের নেতৃত্বাধীন কমিশন দায়িত্বে এসে সংসদ নির্বাচনের পাশাপাশি স্থানীয় নির্বাচনের প্রতীক নির্দিষ্ট করে দেয়। এর ফলে গৃহস্থালির অনেক প্রতীক কমিশনকে তালিকায় অন্তর্ভুক্ত করতে হয়।

গত ২৮ এপ্রিল অনুষ্ঠিত ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে শিলপাটা, গ্লাস, বৈয়াম, মোড়া এবং মুলাসহ বিচিত্র অনেক প্রতীক এ নির্বাচনে সংযোজন করতে হয়। এসব সংরক্ষিত মহিলা কাউন্সিলরদের প্রতীক হিসেবে বরাদ্দ দেয়া হয়। এ নিয়ে কমিশনের কঠোর সমালোচনা করেছিলেন সংক্ষুব্ধ প্রার্থীরা।

খোঁজ নিয়ে জানা গেছে, সিটি নির্বাচনে মেয়র-কাউন্সিলর (সাধারণ ও সংরক্ষিত) পদে নির্দিষ্ট প্রতীক ছিল ৩৪টি। এর মধ্যে মেয়র পদের ১২টি হচ্ছে কমলালেবু, ক্রিকেট ব্যাট, চরকা, টেবিলঘড়ি, টেলিস্কোপ, ডিশ অ্যান্টেনা, দিয়াশলাই, ফ্লাস্ক, বাস, ময়ূর, হাতি ও ইলিশ মাছ। সংরক্ষিত মহিলা পদে কেতলি, গ্লাস, পানপাতা, পিঞ্জর, টিস্যু বক্স, বৈয়াম, মুলা, মোড়া, শিলপাটা ও স্টিলের আলমারি। সাধারণ পদে কাঁটা চামচ, মিষ্টিকুমড়া, এয়ারকন্ডিশন, করাত, ঘুড়ি, টিফিন ক্যারিয়ার, ট্রাক্টর, ঠেলাগাড়ি, ঝুড়ি, ব্যাডমিন্টন, রেডিও এবং লাটিম।

একইভাবে পৌরসভায় তিন পদে যথাক্রমে ইস্ত্রি, কম্পিউটার, ক্যারমবোর্ড, চামচ, জগ, টাই, নারিকেল, বড়শি, মোবাইল ফোনসেট, রেলগাড়ির ইঞ্জিন, হ্যাঙ্গার ও হেলমেট। সাধারণ পদে আঙ্গুর, কাঁচি, গ্যাসের চুলা, চকলেট, চুড়ি, পুতুল, ফ্রক, ভ্যানিটি ব্যাগ, মৌমাছি ও হারমোনিয়াম এবং সংরক্ষিত পদে উটপাখি, গাজর, টিউবলাইট, টেবিল ল্যাম্প, ডালিম, ঢেঁড়স, পাঞ্জাবি, পানির বোতল, ফাইল ক্যাবিনেট, ব্রিজ, ব্ল্যাকবোর্ড ও স্ক্রু ড্রাইভার।

এইচএস/জেডএইচ/এআরএস/পিআর

আরও পড়ুন