ভিডিও EN
  1. Home/
  2. বিশেষ প্রতিবেদন

সহমর্মিতায় কাটুক ঈদ আনন্দ

সায়েম সাবু | প্রকাশিত: ০৭:৪৯ পিএম, ২৫ মে ২০২০

ভিন্ন এক পরিস্থিতিতে এবার মুসলমানদের পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। এমন সময়ের জন্য কেউ প্রস্তুত ছিল না। তবুও মানুষের মাঝে আনন্দ প্রকাশ পায়। এবারের ঈদে দুভাবে আমরা আনন্দটা ভাগাভাগি করতে পারি। প্রথমত, নিজেরা একত্রিত হওয়ার মধ্য দিয়ে জানান দিতে পারি যে, আমরা সুস্থ আছি। দ্বিতীয়ত, স্বজনদের বাইরের মানুষদের মাঝে সহমর্মিতা প্রকাশ করা। এ দুই ধারায় ঈদের আনন্দ নিশ্চয়ই ভিন্নমাত্রা যোগ করছে।

বলছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও বেসরকারি সেবাদানকারী সংস্থা ব্র্যাকের চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান।

করোনাকালীন পরিস্থিতিতে ঈদ প্রসঙ্গে জাগো নিউজের কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি। বলেন, ‘প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা করেই মানুষ বেঁচে থাকে। কিন্তু এবারের বিপর্যয় একেবারেই ভিন্ন। করোনা বৈশ্বিক মহামারি। সব শ্রেণির মানুষকে এটি মোকাবিলা করতে হচ্ছে। ধনী-গরিব সবাই আক্রান্ত হচ্ছে এবং এ থেকে একটি শিক্ষাও মিলছে।’

‘অনেকের টাকা আছে, কিন্তু সে টাকা দিয়ে সেবা কেনার সুযোগ পাচ্ছে না। বড় বড় ব্যবসায়ী মারা গেলেনসংসদ সদস্য মারা গেলেন। অথচ চাইলেই তারা বিদেশে গিয়ে সেবা কিনে নিতে পারতেন। কিন্তু করোনা সে সুযোগ মানুষকে দিচ্ছে না। তার মানে, টাকা দিয়ে সব কিছু মেলে না।’

কথিত উন্নয়নের সমালোচনা করে তিনি বলেন, ‘উন্নয়ন বলতে আমরা শুধুই নিজেদের উন্নয়ন বুঝেছি। এমন উন্নয়নের নামে মানুষ প্রকৃতির ওপর জুলুম করেছে। নিজেকে অস্থির রেখেছে। অথচ নিজেকে বাঁচাতে হলে যে অন্যের উন্নয়নেও সহায়তা করতে হয়, তা আজ মানুষ বুঝতে পারছে। চিকিৎসাসেবার সামগ্রিক উন্নয়ন ঘটলে আজ হয়তো এত খারাপ পরিস্থিতিতে পড়তে হতো না।’

এই বিশ্লেষক বলেন, আমরা মসজিদে গিয়ে, ওয়াজ মাহফিলে গিয়ে মানুষকে সহায়তা করার বয়ান শুনতে অভ্যস্ত। অথচ সে বয়ান মানুষ আমলে নেয়নি। আজ শুধু শোনা নয়, মানার তাগিদ সামনে এসেছে। মানুষের পাশে মানুষের দাঁড়ানো সময়ের দাবি। অপরকে সহায়তা করা, অপরের মুখে হাসি ফোটানোও প্রকৃত ঈদের আনন্দ এবং করোনা থেকেও এটি উত্তম শিক্ষা।

এমন পরিস্থিতির মধ্যেও কোনো কোনো মানুষ শুধরাতে পারছে না— উল্লেখ করে তিনি বলেন, ‘ত্রাণের চাল চুরি হতে দেখতে হলো এমন সময়ে। এটি মানব জাতির জন্য অত্যন্ত লজ্জার। দুর্নীতির বলি হতে হলো গাজীপুরের এক প্রকৌশলীকে। টাকার জন্য দুর্নীতি। অথচ সে টাকা করোনা থেকে মুক্তি দিতে পারছে না৷ এর চেয়ে আফসোসের আর কী হতে পারে!’

মানুষ তার ঈদের আনন্দ প্রকাশের মধ্য দিয়ে সমাজের প্রতি দায়টা উপলদ্ধি করুক। মানুষের প্রতি মানুষের সহায়তার মধ্য দিয়ে কেটে যাক ঈদ-আনন্দ।

এএসএস/এমএআর/পিআর