ভিডিও EN
  1. Home/
  2. বিশেষ প্রতিবেদন

শুদ্ধি অভিযানের গতি পরিবর্তনে আ.লীগে ‘সন্দেহ’

আমানউল্লাহ আমান | প্রকাশিত: ০৫:৪৯ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০১৯

চলমান শুদ্ধি অভিযানের গতিপথ পরিবর্তন হওয়ায় ‘সন্দেহ’ দেখা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগে। দলটির একাধিক নেতার সঙ্গে কথা বলে এমন আভাস পাওয়া গেছে।

নেতাদের ভাষ্যানুযায়ী, চলমান শুদ্ধি অভিযান সম্পর্কে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু ঊর্ধ্বতন কর্মকর্তাই জানেন। এখানে রাজনৈতিক কোনো নেতা বা সরকারের কোনো মন্ত্রীর সম্পৃক্ততা নেই। তবে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার অনুযায়ী, দুর্নীতিবিরোধী জিরো টলারেন্স দেখানোর কথা এ অভিযানে। সে অনুযায়ী রাঘববোয়াল ধরার জন্য অভিযান পরিচালনা করার কথা।

নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের এক সাংগঠনিক সম্পাদক বলেন, ‘স্পা ব্যবসা কারা করে, বিলিয়ার্ড কারা খেলে, ছোটখাটো জুয়া কারা খেলে, ছোটখাটো বারে কারা যায়- তাদের গ্রেফতার করার মতো অভিযান হওয়ার কথা নয়। এ অভিযানের মূল উদ্দেশ্য হলো, রাঘববোয়াল ধরা। সেটা না হলে এ অভিযান প্রশ্নবিদ্ধ হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত চলমান শুদ্ধি অভিযানে দুর্নীতিগ্রস্ত, ক্ষমতার অপব্যবহারকারী, সন্ত্রাসী, টেন্ডারবাজি কাজে যুক্ত মন্ত্রী-এমপিরা আতঙ্কিত হয়ে পড়েছেন। এর মধ্যে রয়েছেন সাবেক যুবলীগ নেতা ও এবার মন্ত্রিত্ব থেকে বাদ পড়া এক এমপি, মন্ত্রিসভা থেকে বাদ পড়া কয়েকজন এমপি ও একাধিকবার ক্ষমতায় আসা এমপিরা।

casinno

র‌্যাবের হাতে আটক খালেদ মাহমুদ ভূঁইয়া, জি কে শামীম, শফিকুল আলম ফিরোজ

জানা গেছে, এসব মন্ত্রী-এমপিদের বিষয়ে বেশ কয়েকবার দলীয় ফোরামে ইঙ্গিত করে শুধরাতে বলেছিলেন শেখ হাসিনা। কিন্তু কোনো কাজ না হওয়ায় তাদের বিরুদ্ধে অভিযান চালানোর সিদ্ধান্ত নেন দলীয়প্রধান। শুধু নিজ দলের এমপি-মন্ত্রী নন, অঙ্গ সংগঠনের বিভিন্ন পদে রয়েছেন এমন দুর্নীতিবাজ, চাঁদাবাজ, টেন্ডারবাজ, ক্ষমতার অপব্যবহারকারী এমনকি দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে বিভিন্ন গ্রুপিং করা নেতাদের তালিকা করা হয়েছে। সেই তালিকা ধরে অভিযান পরিচালিত হবে।

গত ১৮ সেপ্টেম্বর (বুধবার) অবৈধ জুয়া ও ক্যাসিনো চালানোর অভিযোগে ঢাকা দক্ষিণ মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়া র‌্যাবের হাতে আটক হন। পরে অস্ত্র ও মাদকের পৃথক দুই মামলায় তাকে সাতদিনের রিমান্ডে নেয় পুলিশ। অভিযানের ধারাবাহিকতায় গত শুক্রবার রাজধানীর সবুজবাগ, বাসাবো, মতিঝিলসহ বিভিন্ন এলাকায় প্রভাবশালী ঠিকাদার হিসেবে পরিচিত যুবলীগ নেতা এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমকে আটক করে র‌্যাব। এ সময় বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র ও মাদকদ্রব্য ছাড়াও নগদ এক কোটি ৮০ লাখ টাকা, ১৬৫ কোটি টাকার ওপরে এফডিআর (স্থায়ী আমানত) করার নথি জব্দ করা হয়।

এছাড়া শুক্রবার রাতে রাজধানীর কলাবাগান ক্রীড়াচক্র ক্লাবে অভিযান চালায় র‌্যাব। এ সময় ক্লাবটির সভাপতি শফিকুল আলম ফিরোজের কাছে সাত প্যাকেট গন্ধহীন হলুদ রঙের ইয়াবাসহ অবৈধ আগ্নেয়াস্ত্র থাকায় তাকে গ্রেফতার করা হয়। জব্দ করা হয় যুক্তরাষ্ট্রের তৈরি ক্যাসিনোতে খেলার কয়েন, স্কোরবোর্ড ও ৫৭২ প্যাকেট তাস। র‌্যাবের ধারণা, ক্লাবটিতে ক্যাসিনো খেলা হতো।
একই রাতে রাজধানীর ধানমন্ডি ক্লাবেও অভিযান চালানো হয়। তবে ক্লাবটি বন্ধ থাকায় সেখানে থাকা বারটি সিলগালা করে দেন র‌্যাব সদস্যরা।

casinno

নগদ অর্থ, মাদক ও অস্ত্রসহ আটক জি কে শামীম

শুদ্ধি অভিযানের ধারাবাহিকতায় গত রোববার রাজধানীর মতিঝিলে অবস্থিত চার ক্লাব- আরামবাগ, মোহামেডান, ভিক্টোরিয়া ও দিলকুশা ক্লাবে অভিযান চালায় পুলিশ। ওই অভিযানে ক্যাসিনোসামগ্রী পাওয়া গেলেও আগের অভিযানের মতো তেমন সফলতা দেখাতে পারেনি পুলিশ।

গতকাল মঙ্গলবার গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের সহ-সভাপতি এনামুল হক, তার ভাই থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রূপন ভূঁইয়া, এনামুল হকের বন্ধু ও এক কর্মচারীর বাসায় পৃথক তিন অভিযান চালায় র‌্যাব। অভিযানে পাঁচ কোটি পাঁচ লাখ টাকা উদ্ধারসহ পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। এসব অভিযানে কাউকে আটক করা যায়নি।

এছাড়া গত সোমবার ক্যাসিনো কিংবা অবৈধ জুয়া ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রাজধানীর ফু-ওয়াং, পিয়াসী ও ড্রাগন বারে অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে অবৈধ কিছু পায়নি আইনশৃঙ্খলা বাহিনী। অথচ এর আগে পরিচালিত অভিযানে অবৈধ মাদক, ক্যাসিনো সরঞ্জাম, এমনকি অবৈধ অস্ত্রও উদ্ধার করা হয়।

চলমান শুদ্ধি অভিযানের বিষয়ে দলটির একাধিক সম্পাদকমণ্ডলীর সদস্য জাগো নিউজকে বলেন, অভিযানের এ তালিকায় কাদের নাম আছে সেটা নেত্রীই ভালো জানেন। আমরা পার্টির কোনো নেতা এ বিষয়ে অবগত নই। তারপরও আমরা নেত্রীর বডি ল্যাঙ্গুয়েজে যতটুকু বুঝেছি, সব বড় বড় রাঘববোয়াল রয়েছে ওই তালিকায়।

casinno

গেন্ডারিয়া থানা আওয়াসী লীগের সহ-সভাপতি এনামুল হকের বাসা থেকে উদ্ধার নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও অস্ত্র

দলটির নেতারা বলছেন, অবৈধ ব্যবসা-বাণিজ্য, টেন্ডার ও দুর্নীতির বিরুদ্ধে চলমান অভিযান দেশবাসীর মতো আওয়ামী লীগও সাধুবাদ জানায়। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ যে ইশতেহার দিয়েছে তাতে স্পষ্ট বলা হয়েছে, দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির কথা। সেখানে মাদক নির্মূলের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করা হয়েছে। এরই অংশ হিসেবে মাদকের বিরুদ্ধে সরকার অভিযান শুরু করলেও মাঝপথে তা বন্ধ করে দেয়া হয়।

ইশতেহারের ঘোষণা অনুযায়ী চলছে দুর্নীতিবিরোধী অভিযানও। এ ধারাবাহিকতা অব্যাহত থাকলে জনগণের কাছ থেকে সাধুবাদ মিলবে- মনে করেন তারা।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এক সদস্য নাম প্রকাশ না করে বলেন, দুর্নীতিবিরোধী অভিযানের মধ্যে ঢাকায় স্পা ব্যবসায় পুলিশি অভিযান সন্দেহজনক হয়ে উঠেছে। অভিযান চলার কথা দুর্নীতি, টেন্ডার বাণিজ্য ও আঙ্গুল ফুলে কলা গাছ বনে যাওয়া ব্যক্তিদের বিরুদ্ধে। হঠাৎ করে স্পা ব্যবসার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর নজর কেন গেল, সেটা আমাদের অজানা।

এদিকে, গতকাল মঙ্গলবার ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন ও তার স্ত্রী ফারজানা চৌধুরী এবং ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)। সম্প্রতি গ্রেফতার হওয়া যুবলীগ নেতা জি কে শামীম ও খালেদ মাহমুদ ভূঁইয়ার নিজস্ব এবং পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়। ঢাকায় অবৈধভাবে ক্যাসিনো ও জুয়ার বোর্ড পরিচালনা এবং চাঁদাবাজির অভিযোগে ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে গ্রেফতার করা হবে বলেও গুঞ্জন রয়েছে।

চলমান অভিযান প্রসঙ্গে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এক সদস্য নাম প্রকাশ না করে বলেন, এ অভিযানের সঙ্গে দলের কোনো নেতাকে যুক্ত করে যাননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের এ ব্যাপারে নির্দেশনা দিয়ে গেছেন তিনি।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্রে জানা গেছে, জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগের আগের দিন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অভিযানের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাই ভালো জানেন। এ বিষয়ে দলীয় নেতা ও মন্ত্রীরা পুরোপুরি অন্ধকারে রয়েছেন।

জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এক সদস্য বলেন, দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, মদ, জুয়া- এগুলো বাংলাদেশের মানুষ চায় না। সেজন্য আমাদের নেত্রী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন। তার নির্দেশনা অনুযায়ী অভিযান শুরু হয়। কিন্তু হঠাৎ করে নারীদের পার্লারে অভিযান কেন পরিচালনা করা হলো? আমি নিজেও এ অভিযানের বিষয়ে সন্দিহান! আমরা অবশ্যই মদ, জুয়া ও অনৈতিক সামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির বিষয়ে একাট্টা।

ওই নেতা আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের গতিপ্রকৃতি পরিবর্তন- এটি আরও পর্যবেক্ষণের বিষয়, এখনই এ বিষয়ে মন্তব্য বা পর‌্যালোচনা করা ঠিক হবে না।

এইউএ/এমএআর/এমএস

টাইমলাইন

  1. ০৬:২৮ পিএম, ২১ অক্টোবর ২০১৯ জি কে শামীম ও তার মায়ের বিরুদ্ধে ২৯৭ কোটি টাকার মামলা
  2. ০৪:২৮ পিএম, ২১ অক্টোবর ২০১৯ বাংলাদেশিদের জন্য উন্মুক্ত সিশেলসের শ্রম বাজার
  3. ১১:৫৭ এএম, ২০ অক্টোবর ২০১৯ যুবলীগ থেকে বহিষ্কার কাউন্সিলর রাজীব
  4. ১০:৫০ এএম, ২০ অক্টোবর ২০১৯ কাউন্সিলর রাজীবের লেনদেনের আলামত উধাও
  5. ০৮:৩৯ এএম, ২০ অক্টোবর ২০১৯ বহিষ্কৃত হয়ে কোটি টাকায় যুবলীগে ফেরেন কাউন্সিলর রাজীব
  6. ১১:৫৭ এএম, ০৮ অক্টোবর ২০১৯ সম্রাটের অবস্থা স্থিতিশীল : ৩ সদস্যের মেডিকেল টিম
  7. ০৮:১৩ এএম, ০৮ অক্টোবর ২০১৯ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে সম্রাট
  8. ১০:০২ পিএম, ০৭ অক্টোবর ২০১৯ সম্রাটের ২০ দিনের রিমান্ড চেয়ে আবেদন
  9. ০৪:২৮ পিএম, ০৭ অক্টোবর ২০১৯ সম্রাটের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে র‌্যাবের দুই মামলা
  10. ০৭:৪৭ পিএম, ০৬ অক্টোবর ২০১৯ সম্রাটের কার্যালয়ে দুটি ইলেকট্রিক শকিং মেশিন
  11. ০৭:২১ পিএম, ০৬ অক্টোবর ২০১৯ আরমানের দ্বিতীয় স্ত্রী বীথিকে খুঁজছে র‌্যাব
  12. ০৭:১৫ পিএম, ০৬ অক্টোবর ২০১৯ সম্রাটের গডফাদারদেরও খুঁজে বের করা হবে : র‌্যাব
  13. ০৭:১০ পিএম, ০৬ অক্টোবর ২০১৯ আরমানের ফাঁকা বাসায় ৫ ঘণ্টা তল্লাশি
  14. ০৬:৫৩ পিএম, ০৬ অক্টোবর ২০১৯ সম্রাট ও আরমানের ৬ মাসের জেল
  15. ০৬:৫১ পিএম, ০৬ অক্টোবর ২০১৯ আরমানের বাসা থেকে ১২টি দলিল ও চেক বই উদ্ধার
  16. ০৬:২৮ পিএম, ০৬ অক্টোবর ২০১৯ সম্রাটের কার্যালয়ে অস্ত্র-ইয়াবা, বিদেশি মদ, ক্যাঙ্গারুর চামড়া
  17. ০৫:২২ পিএম, ০৬ অক্টোবর ২০১৯ টক অব দ্য কান্ট্রি ‘ক্যাসিনো সম্রাট’
  18. ০৫:০৮ পিএম, ০৬ অক্টোবর ২০১৯ ডিভিশন নিয়ে কারাগারে লোকমান
  19. ০৪:৫৪ পিএম, ০৬ অক্টোবর ২০১৯ যে কারণে সম্রাটকে ধরতে দীর্ঘ সময় লাগে র‌্যাবের
  20. ০৪:২৮ পিএম, ০৬ অক্টোবর ২০১৯ আরমানের বাসায় অভিযান চালাচ্ছে র‌্যাব
  21. ০৩:১৬ পিএম, ০৬ অক্টোবর ২০১৯ সম্রাটের তিন বাসায় র‌্যাবের অভিযান
  22. ০২:০৪ পিএম, ০৬ অক্টোবর ২০১৯ সম্রাটকে নিয়ে কার্যালয়ে ঢুকেছে র‌্যাব
  23. ০১:৫১ পিএম, ০৬ অক্টোবর ২০১৯ সম্রাটকে যুবলীগ থেকে বহিষ্কার
  24. ১১:৫৩ এএম, ০৬ অক্টোবর ২০১৯ ভারতে ‘পালাতে’ চেয়েছিলেন সম্রাট
  25. ১১:৪২ এএম, ০৬ অক্টোবর ২০১৯ ঢাকায় আনা হয়েছে সম্রাটকে
  26. ১১:১৩ এএম, ০৬ অক্টোবর ২০১৯ সম্রাটের সহযোগী কে এই আরমান?
  27. ১০:২৩ এএম, ০৬ অক্টোবর ২০১৯ যেভাবে গ্রেফতার ক্যাসিনো সম্রাট
  28. ১০:০৫ এএম, ০৬ অক্টোবর ২০১৯ যেভাবে সম্রাটের উত্থান
  29. ০৯:২৫ এএম, ০৬ অক্টোবর ২০১৯ অবশেষে সম্রাট গ্রেফতার
  30. ০৯:২৫ পিএম, ০৩ অক্টোবর ২০১৯ উত্তরায় চাইনিজ নাগরিকের হোস্টেল থেকে ‘ক্যাসিনো মেশিন’ উদ্ধার
  31. ০৪:৪২ পিএম, ০৩ অক্টোবর ২০১৯ তৃতীয় দফায় দুদিনের রিমান্ডে বিসিবির লোকমান
  32. ০৮:২৫ পিএম, ০২ অক্টোবর ২০১৯ সেলিম প্রধানের রিমান্ড চায় পুলিশ
  33. ০৮:০৮ পিএম, ০২ অক্টোবর ২০১৯ বিব্রত পুলিশ, চাপে পুলিশ!
  34. ০১:০৩ পিএম, ০১ অক্টোবর ২০১৯ সেলিম প্রধানের আরেক বাসায় র‍্যাবের অভিযান
  35. ১২:১৯ পিএম, ০১ অক্টোবর ২০১৯ সেলিমের বাসায় বিপুল পরিমাণ বিদেশি মদ, নগদ টাকা
  36. ০৫:১৩ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০১৯ ক্যাসিনোকাণ্ডে থাইল্যান্ডগামী বিমান থেকে নামিয়ে আনা হলো যাত্রীকে
  37. ১০:১০ এএম, ২৯ সেপ্টেম্বর ২০১৯ সুনসান নীরবতা সম্রাটের কার্যালয়ে
  38. ০৮:৪৩ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০১৯ ‘সে আমার বন্ধু অথচ ক্যাসিনোর কথা কখনও বলেনি’
  39. ০৮:৩১ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০১৯ সব ক্যাসিনো গুঁড়িয়ে দিয়েছি : র‌্যাব ডিজি
  40. ০৭:৫৪ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০১৯ ‘ক্যাসিনো’ বলে কোনো শব্দ নেই আইনে
  41. ০৯:০৫ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০১৯ গরুর হাটেও চাঁদাবাজি করতেন জি কে শামীম
  42. ০৬:৫২ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০১৯ লোকমানের বিরুদ্ধে মাদক মামলা : তেজগাঁও থানায় হস্তান্তর
  43. ০৪:২৪ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০১৯ ক্যাসিনোর লাভের ৪১ কোটি টাকা লোকমানের অস্ট্রেলিয়ার দুই ব্যাংকে
  44. ০৩:৪৩ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০১৯ নেপালিদের পলায়নে সহায়তাকারী দুই পুলিশ সদস্য বরখাস্ত
  45. ০১:৪৮ এএম, ২৬ সেপ্টেম্বর ২০১৯ ‘বাসায় মাদক রাখায়’ মোহামেডানের ইনচার্জ-বিসিবি পরিচালক আটক
  46. ০১:২২ এএম, ২৬ সেপ্টেম্বর ২০১৯ পুলিশের পর ফু-ওয়াং ক্লাবে এবার র‍্যাবের অভিযান
  47. ১১:০৭ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০১৯ পাঁচ কোটি টাকা ও অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলা
  48. ০৮:২০ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০১৯ বরখাস্তের পর ডিজিটাল মামলা খেলেন সেই ইন্সপেক্টর
  49. ০৭:৩৫ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০১৯ ডিবি থেকে র‌্যাবে ক্যাসিনো খালেদের মামলা
  50. ০৫:৪৯ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০১৯ শুদ্ধি অভিযানের গতি পরিবর্তনে আ.লীগে ‘সন্দেহ’
  51. ০৪:২৯ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০১৯ ক্যাসিনোর টাকা তারেক পেলে সরকার কি আঙ্গুল চোষে?
  52. ০২:৫৭ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০১৯ বেইলি রোড-গুলশান-বনানীর ফ্ল্যাটে ক্যাসিনো
  53. ০৯:৪৪ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০১৯ এমপি শাওন ও সম্রাট দম্পতির ব্যাংক হিসাব জব্দ
  54. ০৭:৪৯ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০১৯ রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন ‘ক্যাসিনো খালেদ’
  55. ০৭:৪৬ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০১৯ গণপূর্তের সেই দুই প্রকৌশলীর ব্যাংক হিসাব তলব
  56. ০৬:৫৮ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০১৯ প্রশাসনেও আসছে ‘শুদ্ধি’ অভিযান
  57. ০৬:২৪ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০১৯ ক্যাসিনো নিয়ে অর্থমন্ত্রী ও সচিবের ভিন্ন মত
  58. ০৪:৪০ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০১৯ আরও ২ কোটি টাকা সেই আ.লীগ নেতার বন্ধুর বাসায়
  59. ০৩:০৫ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০১৯ আ.লীগ নেতার কর্মচারীর ভল্টে শুধু হাজার টাকার বান্ডিল
  60. ০২:৫২ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০১৯ কোটি টাকা ও ৭২০ ভরি স্বর্ণ : থাইল্যান্ডে এনামুল, রূপন পলাতক
  61. ০২:৪০ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০১৯ এক্সক্লুসিভ ট্যুরিস্ট জোনে থাকবে ক্যাসিনো : পর্যটন সচিব
  62. ০২:২৮ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০১৯ ক্যাসিনোর টাকায় স্বর্ণ কিনে বাসায় রাখতেন এনামুল-রূপন
  63. ০১:৪৫ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০১৯ ক্যাসিনো আইনি কাঠামোতে আনার কোনো সিদ্ধান্ত নেই : ওবায়দুল কাদের
  64. ১১:৪৩ এএম, ২৪ সেপ্টেম্বর ২০১৯ দুই আ.লীগ নেতার বাসায় কোটি টাকা ও ৭২০ ভরি স্বর্ণ পেল র‌্যাব
  65. ০৮:৪৮ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০১৯ ক্যাসিনোর জায়গা দিতে বাধ্য হয়েছিল মোহামেডান : পিন্টু-প্রতাপ
  66. ০৮:১৫ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০১৯ গোল্ডেন ড্রাগন বারে চলছে পুলিশের অভিযান
  67. ০৮:০১ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০১৯ পিয়াসী বারেও অবৈধ কিছু পায়নি পুলিশ
  68. ০৭:২২ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০১৯ মগবাজারের পিয়াসী বার ঘিরে রেখেছে পুলিশ
  69. ০৬:৩৬ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০১৯ একদিকে র‍্যাবের অভিযান, অন্যদিকে পালায় নেপালিরা
  70. ০৬:২৯ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০১৯ বারের অনুমোদনপ্রাপ্ত ফু-ওয়াং ক্লাবে ‌‘নেই ক্যাসিনো’
  71. ০৫:৫২ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০১৯ গুলশানের স্পা থেকে আটক ২ পুরুষ রিমান্ডে, ১৬ নারী কারাগারে
  72. ০৫:১৪ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০১৯ ক্যাসিনোবিরোধী অভিযানে ফু-ওয়াং ক্লাবে পুলিশ
  73. ০৫:০২ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০১৯ ক্লাব চালাতে জুয়ার আসর বসাতে হয় না : চসিক মেয়র
  74. ০৪:০৬ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০১৯ ক্যাসিনো বন্ধে চলমান অভিযানকে সাঈদ খোকনের সাধুবাদ
  75. ০৩:০৮ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০১৯ শোবিজেও ক্যাসিনো আতঙ্ক, ফেঁসে যেতে পারেন অনেক তারকা!
  76. ০৮:৫৩ পিএম, ২২ সেপ্টেম্বর ২০১৯ আন্তর্জাতিক মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য খালেদ!
  77. ০৮:০২ পিএম, ২২ সেপ্টেম্বর ২০১৯ আরামবাগ-দিলকুশা-ভিক্টোরিয়া-মোহামেডান ক্লাবে তালা
  78. ০৭:২৫ পিএম, ২২ সেপ্টেম্বর ২০১৯ ঢাকার ‘লাস ভেগাস’ ভিক্টোরিয়া ক্লাব
  79. ০৬:৫০ পিএম, ২২ সেপ্টেম্বর ২০১৯ ক্যাসিনোর সাজসজ্জা দেখে সবার চোখ ছানাবড়া
  80. ০৫:৫৪ পিএম, ২২ সেপ্টেম্বর ২০১৯ পুলিশের নাকের ডগায় চার ক্লাবেই চলছিল ক্যাসিনো
  81. ০৪:৪৯ পিএম, ২২ সেপ্টেম্বর ২০১৯ আরামবাগ-দিলকুশা ক্লাবে জুয়ার সরঞ্জাম, পালিয়েছে সবাই
  82. ১০:১০ পিএম, ২১ সেপ্টেম্বর ২০১৯ খালেদ বলছেন, ‘জুয়ার নিয়ন্ত্রক সম্রাট’
  83. ০৮:৪৯ পিএম, ২১ সেপ্টেম্বর ২০১৯ চট্টগ্রামের তিন ক্লাবে চলছে র‌্যাবের অভিযান
  84. ০৫:২০ পিএম, ২১ সেপ্টেম্বর ২০১৯ কলাবাগান ক্রীড়াচক্রের সভাপতি শফিকুল ১০ দিনের রিমান্ডে
  85. ০১:০৪ পিএম, ২১ সেপ্টেম্বর ২০১৯ শফিকুলের ২০ দিনের রিমান্ড চেয়ে আবেদন
  86. ১১:২৪ এএম, ২১ সেপ্টেম্বর ২০১৯ কলাবাগান ক্রীড়াচক্রের সভাপতির বিরুদ্ধে দুই মামলা
  87. ০৮:০৩ পিএম, ২০ সেপ্টেম্বর ২০১৯ কলাবাগান ক্রীড়াচক্রে র‌্যাবের অভিযান শুরু
  88. ০৭:৪৪ পিএম, ২০ সেপ্টেম্বর ২০১৯ র‌্যাব হেফাজতে কলাবাগান ক্রীড়াচক্রের চেয়ারম্যান
  89. ১১:৫৩ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০১৯ যুবলীগ নেতা খালেদের বিরুদ্ধে প্রতিবেদন দাখিলের নির্দেশ
  90. ১১:০৪ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০১৯ ডিবিতে খালেদ, সেখানেই জিজ্ঞাসাবাদ-রিমান্ড
  91. ০৯:৪৭ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০১৯ ক্যাসিনোর খবর নিতে গিয়েছিলাম, পুলিশ বলল, ‘দৌড়ে পালা’
  92. ০৯:১৫ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০১৯ ‘ভাই খাইলাম না, ছুঁইলাম না অথচ আমরাই এখন আতঙ্কে’
  93. ০৮:৫৩ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০১৯ ৭ দিনের রিমান্ডে যুবলীগের খালেদ
  94. ০৮:২১ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০১৯ নামে স্পোর্টস ক্লাব, ভেতরে রমরমা জুয়ার আসর
  95. ০৭:৫৬ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০১৯ খালেদের বিরুদ্ধে গুলশান-মতিঝিলে চার মামলা
  96. ০৭:৫১ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০১৯ কোনো কমিটি ভাঙার নির্দেশ দেননি নেত্রী
  97. ০৬:২৬ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০১৯ অস্ত্র ও মাদক মামলায় খালেদের ১৪ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ
  98. ০৬:১৮ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০১৯ যে ক্যাসিনোতে হোটেলের বয়-বেয়ারারাও সর্বহারা!
  99. ০৬:১১ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০১৯ ক্যাসিনোর সঙ্গে প্রশাসনের কেউ জড়িত থাকলে বিচার হবে
  100. ০৬:১০ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০১৯ চিরতরে ক্যাসিনো উচ্ছেদ চান শত শত ভুক্তভোগী
  101. ০৬:০৪ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০১৯ ক্যাসিনো উচ্ছেদ অভিযানের পর থমথমে ক্লাব পাড়া
  102. ০৫:৪৯ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০১৯ আমরা কোনো ক্যাসিনোর অনুমোদন দিইনি : স্বরাষ্ট্রমন্ত্রী
  103. ০৫:৩১ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০১৯ গ্রেফতার হচ্ছেন ইসমাইল চৌধুরী সম্রাট!
  104. ০৫:১২ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০১৯ ‘যুবলীগের চেয়ারম্যানের মন্তব্য তার নিজস্ব, আমার কিছু বলার নেই’
  105. ০২:৫৪ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০১৯ যুবলীগ নেতা খালেদকে গুলশান থানায় হস্তান্তর
  106. ০২:৫০ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০১৯ ক্যাসিনোতে গ্রেফতার ২০১, আজও অভিযানের প্রস্তুতি
  107. ০২:১৯ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০১৯ অভিযানে সিলগালা তিন, আতঙ্কে আরও তিন ক্যাসিনো বন্ধ
  108. ০২:১১ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০১৯ খালেদের বিরুদ্ধে অস্ত্র-ইয়াবা রাখার মামলার প্রস্তুতি
  109. ০১:২৭ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০১৯ জেনে নিন পৃথিবীর প্রথম ক্যাসিনোর ইতিহাস
  110. ১২:৫৯ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০১৯ ক্যাসিনো নিয়ে এবার কড়া বার্তা দিলো পুলিশ
  111. ১১:২৩ এএম, ১৯ সেপ্টেম্বর ২০১৯ ক্যাসিনোর টাকার ভাগ কে কে পেতেন, নাম বলছেন খালেদ
  112. ০৩:৩৬ এএম, ১৯ সেপ্টেম্বর ২০১৯ তিন সপ্তাহ পরিকল্পনা, অতঃপর অভিযানের গ্রিন সিগন্যাল
  113. ০২:৩২ এএম, ১৯ সেপ্টেম্বর ২০১৯ ‘এমন বিপদে পরুম স্বপ্নেও ভাবি নাই’
  114. ০২:০৯ এএম, ১৯ সেপ্টেম্বর ২০১৯ ক্যাসিনোতে কষ্টিপাথর ছুঁয়ে শুরু হতো খেলা!
  115. ০১:৩৮ এএম, ১৯ সেপ্টেম্বর ২০১৯ তিন ক্যাসিনোতে অভিযান : ৩৮ লাখ টাকা ও বিপুল মাদক উদ্ধার
  116. ০১:১৭ এএম, ১৯ সেপ্টেম্বর ২০১৯ চাঁদা না দিলে টর্চার সেলে নিয়ে নির্যাতন চালাতেন খালেদ
  117. ১২:৩৩ এএম, ১৯ সেপ্টেম্বর ২০১৯ ৪০ বছর পর ‘রাতের আঁধার’ মতিঝিলের ক্লাবপাড়ায়
  118. ১২:১৫ এএম, ১৯ সেপ্টেম্বর ২০১৯ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্রের ক্যাসিনো সিলগালা, ৪০ জনের শাস্তি
  119. ১০:৫৬ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০১৯ এ যেন রূপকথা, এক ক‌য়ে‌নের দাম এক লাখ!
  120. ১০:০৮ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০১৯ রাজধানীর আরও দুই ক্যাসিনোতে র‌্যাবের অভিযান
  121. ০৯:৪৩ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০১৯ ক্যাসিনোতে জুয়ার ফাঁকে ফাঁকে চলে মদ পান
  122. ০৭:৫১ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০১৯ অস্ত্রসহ যুবলীগ নেতা খালেদ আটক
  123. ০৬:১৪ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০১৯ ফকিরাপুলে ক্যাসিনোতে অভিযান : ১৪২ নারী-পুরুষ আটক

আরও পড়ুন