দুর্বিষহ দিন কাটাচ্ছেন নাজিম উদ্দিন
ভৈরবের নাজিমউদ্দিন ২০০৪ সালের ২১ আগস্টের গ্রেনেড হামলায় আহত হয়ে এখন দুর্বিষহ জীবন পার করছেন। মা-বাবা, স্ত্রী আর তিন সন্তান নিয়ে খুব কষ্টে দিন কাটছে তার।
২১ আগস্টের ভয়াবহ বর্ণনা দিয়ে নাজিম উদ্দিন বলেন, ওইদিন আইভি রহমানকে বাঁচাতে গিয়ে তার দুই পা ও বুকে গ্রেনেড আঘাত হানে। লোকজন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। পরে উন্নত চিকিৎসার জন্য ভারতের পিয়ারলেস হাসপাতালে তিন মাস চিকিৎসা শেষে দেশে ফিরে আসেন। ভাগ্যক্রমে বেঁচে গেলেও তিনি পুরো সুস্থ না হওয়ায় স্প্রিন্টারের যন্ত্রণা নিয়ে দুর্বিষহ জীবন কাটাচ্ছেন।
তিনি দুঃখ করে বলেন, চিকিৎসার ব্যয় ভার বহন করতে গিয়ে সহায় সম্বল হারিয়েছি। জঙ্গি হামলায় আহত হয়ে বেঁচে যাওয়া এ নাজিম উদ্দিন হামলাকারীদের বিচার দেখে যেতে পারবেন কি-না এ নিয়ে সংশয় প্রকাশ করেন।
তিনি আরো বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলার আহত বা নিহতদের খোঁজ কেউ রাখে না। আজ ১০ বছর পার হয়ে গেলেও আহতদের কিছু দাবি সরকার এখনো পূরণ করেনি। আহতদের পুনর্বাসনের পাশাপাশি হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি করছি।
আসাদুজ্জামান ফারুক/এসএস/বিএ