ভিডিও EN
  1. Home/
  2. বিশেষ প্রতিবেদন

আসছে রমজান, মজুদদাররা সাবধান

প্রকাশিত: ০৩:৫৯ পিএম, ২২ এপ্রিল ২০১৮

রহমত, মাগফিরাত ও নাজাতের মাস পবিত্র মাহে রমজান এখন দোরগোড়ায়। পাপ ও অপবিত্রতা থেকে নিজেকে রক্ষা করা এবং নিজের আত্মা ও হৃদয়কে সংযত রাখাই এ মাসের মূল উদ্দেশ্য। কিন্তু এক শ্রেণির অসাধু ব্যবসায়ী এ মাসকে মুনাফা অর্জনের হাতিয়ার হিসেবে ব্যবহার করেন। ফলে অন্য স্বাভাবিক সময়ের তুলনায় এ মাসে নিত্যপ্রয়োজনীয় কিছু পণ্যের দাম হু হু করে বেড়ে যায়।

এবার অসাধু ব্যবসায়ীদের সে সুযোগ দিতে চান না সরকারের সংশ্লিষ্টরা। এ কারণে বাজার নিয়ন্ত্রণে আগেভাগেই মাঠে নামছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। মিল-কারখানা, পাইকারি ও খুচরা বাজার বিশেষ করে যারা পণ্যের অবৈধ মজুদ রেখে মূল্য বাড়িয়ে দেবে তাদের বিরুদ্ধে চলবে বিশষে অভিযান, নেয়া হবে কঠোর আইনি ব্যবস্থা।

অধিদফতর সূত্রে জানা গেছে, রমজান মাস এলেই পণ্যের বাজার অস্থিতিশীল হয়ে পড়ে। বিগত বছরগুলোর অভিজ্ঞতার আলোকে এবার আগে থেকেই পাইকারি ও খুচরা বাজারে অভিযান শুরু করবে অধিদফতর। যেন রমজানে পেঁয়াজ, ছোলা, ডাল, তেল, চিনিসহ নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে থাকে। একই সঙ্গে ব্যবসায়ীরা যেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বিষয়ে সতর্ক থাকেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দেশের বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে অভিযান পরিচালনার নির্দেশনা দেয়া হয়েছে। ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থানে অভিযান চলছে। আগামী দু-একদিনের মধ্যে রাজধানীর পাইকারি বাজারে অভিযান শুরু হবে। যারা ভোক্তাদের অধিকার ক্ষুণ্ন করে বাড়তি মুনাফা আয়ের চেষ্টা করবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

ramzan1

অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক (উপ-সচিব) মনজুর মোহাম্মদ শাহরিয়ার জাগো নিউজকে বলেন, রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অধিদফতর বেশকিছু পদক্ষেপ নিয়েছে। আর্মড পুলিশ ব্যাটালিয়নকে (এপিবিএন) সঙ্গে নিয়ে রমজান মাসে রাজধানীতে প্রতিদিন দুটি অভিযান চালানো হবে। পুরো মাসজুড়ে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবারও অভিযান চলবে।

রাজধানীর চকবাজার, বেইলি রোড, ধানমন্ডিসহ ইফতার সামগ্রী বিক্রি হয় এমন সব অভিজাত এলাকায় অভিযান পরিচালিত হবে।

তিনি বলেন, ‘নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করা যাবে না। খাদ্যে ভেজাল জিনিসও দেয়া যাবে না। এজন্য রমজানে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর ইফতারি তৈরির বিষয়ে বিক্রেতাদের বেশি সতর্ক করব। কেউ এ বিষয়ে অবহেলা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এছাড়া ভেজালপণ্য বিক্রি, মিথ্যা বিজ্ঞাপন, ওজনে কারচুপি, অতিরিক্ত মূল্য আদায়সহ ভোক্তার অধিকার ক্ষুণ্ন হলেই আইন অনুযায়ী শাস্তি দেয়া হবে।’

অধিদফতরের এ কর্মকর্তা বলেন, ‘ভোক্তাদের অধিকার নিশ্চিতে সারাদেশে অভিযান চলবে। যেসব ব্যবসায়ী অনৈতিক কাজ করবে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। আর্থিক জরিমানাসহ প্রয়োজনে প্রতিষ্ঠান সিলগালা করে দেয়া হবে।’

‘রমজান মাসে বেশি চাহিদা থাকে ছোলা, ডাল, তেল, চিনি ও খেঁজুরসহ কয়েকটি পণ্যের। এসব পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে ঢাকাসহ বিভিন্ন জেলার মিল ও আড়তগুলোতে অভিযান শুরু হয়েছে। দু-একদিনের মধ্যে রাজধানীর পুরান ঢাকার পাইকারি বাজার, কারওয়ান বাজারসহ বিভিন্ন এলাকায় অভিযান শুরু হবে’- যোগ করেন তিনি।

media

এদিকে পুরান ঢাকার ব্যবসায়ী আলহাজ আব্দুস সালাম বলেন, অভিযান শুরু হলে আমরা স্বাগত জানাব। তবে অভিযানের নামে কেউ যেন হয়রানির শিকার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আসন্ন রমজানে প্রয়োজনীয় পণ্যের মজুদ স্বাভাবিক রয়েছে। চাহিদা অনুযায়ী সরবারহ ঠিক থাকলে দাম বাড়বে না। এজন্য বাজার তদারকির পাশাপাশি সরকারকে প্রয়োজনীয় সহযোগিতা করতে হবে বলেও জানান তিনি।

পণ্যে ভেজাল সম্পর্কে এ ব্যবসায়ী বলেন, ‘যারা পণ্যে ভেজাল করে মুনাফা লুটে তারা ব্যবসায়ী নয়, মলম পার্টি। এসব অসাধু ব্যক্তির বদনামের ভাগি আমরা হতে পারি না। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হোক, এটা আমরা সবাই চাই।’

অধিদফতর জানায়, যদি কোনো প্রতিষ্ঠান ওজন বা পরিমাপে কারচুপি করে, পণ্যের মোড়কে খুচরা বিক্রির মূল্য না লেখে বা নির্ধারিত মূল্যের অধিক মূল্য দাবি করে তাহলে ভোক্তা সংরক্ষণ আইন- ২০০৯ অনুসারে এক বছর কারাদণ্ড বা ৫০ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড প্রদানযোগ্য অপরাধ। অপরদিকে, কোনো পণ্যে জেনেশুনে ক্ষতিকারক দ্রব্য মিশ্রিত করলে বা নকল পণ্য বিক্রি করলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী তিন বছরের কারাদণ্ড বা দুই লাখ টাকা জরিমানার বিধান রয়েছে।

এসআই/এমএআর/এমএস

আরও পড়ুন