ভিডিও EN
  1. Home/
  2. সোশ্যাল মিডিয়া

বিপজ্জনক পরিস্থিতিতে ফরহাদ মজহারের নিবেদন

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৪:১৯ পিএম, ০৫ ডিসেম্বর ২০২৪

বর্তমান বিপজ্জনক পরিস্থিতিতে সবার কাছে বিনীতভাবে কিছু কথা নিবেদন করেছেন কবি ও চিন্তক ফরহাদ মজহার। ০৩ ডিসেম্বর সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ নিবেদন রাখেন। স্টাটাসটি জাগো নিউজের পাঠকদের জন্য তুলে ধরা হলো-

‘‘বর্তমান বিপজ্জনক পরিস্থিতিতে সকলের কাছে বিনীতভাবে কিছু কথা পেশ করছি। আশা করি হৃদয় দিয়ে শুনবেন। আঞ্চলিক এবং আন্তর্জাতিক ভূরাজনৈতিক বাস্তবতা এবং বৈরী পরিবেশে দরকার প্রজ্ঞা, দূরদর্শিতা এবং সাহসিকতা। আমার নিবেদন:

১. এই দেশ আমাদের সকলের। আমাদের দেশের সমস্যা আমরাই সমাধান করতে পারি। এই নীতির ভিত্তিতে সকল প্রকার পরাশক্তির এজেন্ট এবং সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ ভাবে দাঁড়াতে হবে।

২. বাংলাদেশের সনাতনী ধর্মাবলম্বীরা আমাদের মতোই রক্তমাংসের মানুষ। তাদের মানবিক ও নাগরিক অধিকার নিশ্চিত করা আমাদের সকলের‌ই কর্তব্য। সেই লক্ষ্যে জুলাই গণ‌অভ্যুত্থানের পরে একটা নাগরিক ও মানবিক অধিকার নিশ্চিত করার গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় তাদের অন্তর্ভুক্ত করাই এখনকার প্রধান রাজনৈতিক কর্তব্য।

৩. সনাতন ধর্মাবলম্বীদের প্রতি আমাদের বিনীত অনুরোধ ও প্রত্যাশা, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা, দিল্লির প্রচার-প্রপাগান্ডা এবং আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের নাগরিকদের সঙ্গে এক‌ই কাতারে শামিল হ‌বেন। কেবল তখনই আমরা একটি শক্তিশালী বাংলাদেশ গড়ে তুলতে পারবো। দিল্লি, ভারতীয় হিন্দুত্ববাদী শক্তি এবং বিভিন্ন আন্তর্জাতিক চক্রের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে পারবো।

৪. ভারতীয় প্রচারণা ও প্রপাগান্ডার বিরুদ্ধে শক্তিশালী নৈতিক এবং আদর্শিক জায়গায় কেবল তখন‌ই আমরা দাঁড়াতে পারবো, যদি হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান এবং ক্ষুদ্র জাতিসত্তাসহ প্রতিটি মানুষের মানবিক এবং নাগরিক অধিকার আমাদের চিন্তায়, কাজে-কর্মে এবং নতুন গঠনতন্ত্রে বাস্তবায়িত করতে পারি। এই লক্ষ্যে আমরা অবিলম্বে একটি সর্বধর্মসম্প্রীতি সভার আহ্বানের প্রস্তাব করছি।’’

এসইউ/জিকেএস

আরও পড়ুন