ভিডিও EN
  1. Home/
  2. সোশ্যাল মিডিয়া

সাফ জয়ীদের সঙ্গে ছবি, ফেসবুকে শেয়ার করলেন আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০১:২৪ পিএম, ০২ নভেম্বর ২০২৪

টানা দ্বিতীয়বারের মতো সাফ উইমেনস চ্যাম্পিয়নশিপ জিতেছে নারী ফুটবল দল। আজ শনিবার তাদের সংবর্ধনা দিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।

এসময় সাফ জয়ীদের সঙ্গে ছবি তোলেন আসিফ মাহমুদ। সেই ছবি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন।

সাফ জয়ীদের সঙ্গে ছবি, ফেসবুকে শেয়ার করলেন আসিফ মাহমুদ

শনিবার (২ নভেম্বর) বেলা ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সংবর্ধনার আয়োজন করা হয়। এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৌঁছান সাফ জয়ী ফুটবলাররা।

নেপালে সাফ নারী চ্যাম্পিয়নশিপ ২০২৪ জিতে বৃহস্পতিবার দেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। সেদিন সাফজয়ী নারী ফুটবলারদের বরণ করে নিতে বাফুফে ভবনে বিকেল সাড়ে ৫টা থেকে অপেক্ষা করছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। অপেক্ষার প্রহর শেষ হয় সন্ধ্যা ৭টায়। বিকেল ৪টায় বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে করে রওয়ানা দেওয়ার তিন ঘণ্টা পর বাফুফে ভবনে এসে পৌঁছায় সাফজয়ী নারী ফুটবলাররা।

সাফ জয়ীদের সঙ্গে ছবি, ফেসবুকে শেয়ার করলেন আসিফ মাহমুদ

গত বৃহস্পতিবার, কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে একটি দারুণ প্রতিদ্বন্দ্বিতামূলক ফাইনালে স্বাগতিক নেপালকে ২-১ গোলে পরাজিত করে বাংলাদেশ দল।

এসএনআর/এমএস