কবি রহমান হেনরী চাকরিতে পুনর্বহাল, আনন্দিত লেখকরা
সরকারপ্রধানকে নিয়ে ফেসবুকে কবিতা লিখে চাকরি হারান সিনিয়র সহকারী সচিব মো. সাইদুর রহমান। তিনি ‘রহমান হেনরী’ নামে কবিতা লেখেন। ২০২২ সালের ১৩ জুন তাকে বরখাস্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।
চলতি বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। তার পদত্যাগের পর দায়িত্ব গ্রহণ করে অন্তর্বর্তী সরকার। এ সময়ে সোচ্চার হন কবি-লেখকরা। তারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে রহমান হেনরীর চাকরি ফিরিয়ে দেওয়ার দাবি জানান।
জানা যায়, গত ৩ অক্টোবর এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে চাকরিতে পুনর্বহাল করা হয়েছে। এ খবর ছড়িয়ে পড়লে আনন্দিত হন কবি-লেখকরা। তারা সোশ্যাল মিডিয়ায় স্টাটাসের মাধ্যমে আনন্দ প্রকাশ করেন।
কবি ও কথাশিল্পী জব্বার আল নাঈম লিখেছেন, ‘রহমান হেনরী ভাই চাকরিতে পুনর্বহাল হয়েছেন। গ্রেট নিউজ। খুবই ভালো লাগলো। শুভ কামনা।’
কবি সাইয়েদ জামিল লিখেছেন, ‘ফ্যাসিস্ট খুনি হাসিনা যেদিন কবি রহমান হেনরীর চাকরি খেয়েছিলো; সেদিন প্রথম প্রতিবাদ করেছিলাম আমি। আজ হেনরী ভাইকে চাকরিতে পুনর্বহাল করা হয়েছে। আজ আমি প্রথম স্ট্যাটাস দিতে পারি নাই। কিন্তু আনন্দ হচ্ছে সীমাহীন। অভিনন্দন জানাচ্ছি প্রিয় হেনরী ভাইকে।’
- আরও পড়ুন
- চাকরিতে পুনর্বহালের দাবিতে সোচ্চার কবি-লেখকরা
- ‘দুর্নীতি দূর করতে চেয়ে কেন শাস্তি পেয়েছিলাম’
তিনি লিখেছেন, ‘পুনর্বহালের এই প্রজ্ঞাপনেই পদোন্নতির কথা বলা হয়েছে। এটা দ্রুততম সময়ের মধ্যে করতে হবে। হেনরী ভাইকে দীর্ঘদিন বঞ্চনার মধ্য দিয়ে যেতে হয়েছে। তাঁর ব্যাচমেটরা এখন যুগ্মসচিব। কবি ও কবিতার জয় হোক। কবি রহমান হেনরীকে কবিতা লেখার জন্যই চাকরিচ্যুত করা হয়েছিল।’
কবি ও সম্পাদক জুননু রাইন লিখেছেন, ‘আমার চেনাজানার মধ্যে ফ্যাসিস্ট হাসিনার আমলে সবচেয়ে নিপীড়িত সরকারি কর্মকর্তা মো. সাইদুর রহমান। উনি রহমান হেনরী নামে লিখেন। কবি রহমান হেনরী জলে থেকে কুমিরের সঙ্গে যুদ্ধ চালিয়ে যাওয়া শক্তিমান কবি। যতই নিপীড়ন বঞ্চনা হয়েছে, তার কলম আরও তীব্রতর ফ্যাসিস্ট বিরোধী হয়েছে।’
তিনি লিখেছেন, ‘শেষে ২০২২ সালে চাকরিচ্যুত হয়েও অবিরাম ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লিখে গেছেন; তখন ভয়ে ছিলাম- গুম, খুন বা জেলের। ...তা হওয়ার আগেই ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে। কী যে তীব্র যন্ত্রণায় ১৫টা বছর কেটেছে রহমান হেনরী ভাইর! তাঁর কাছের গুটিকয়েক শুভাকাঙ্ক্ষী ছাড়া তা আর কেউ জানে না।’
জুননু রাইন আরও লিখেছেন, ‘আজ কবির চাকরিতে পুনর্বহালের চিঠি দেখে আনন্দে চোখ ভিজে গেছে। অভিনন্দন প্রিয় হেনরী ভাই। আবার আপনি জীবন সমুদ্রে সাঁতার কাটুন। আপনার হিরে মণি মুক্তার মতো কবিতা বেশি করে তুলে আনুন।’
এসইউ/জিকেএস