ভিডিও EN
  1. Home/
  2. সোশ্যাল মিডিয়া

কবি রহমান হেনরী

চাকরিতে পুনর্বহালের দাবিতে সোচ্চার কবি-লেখকরা

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৪:২০ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০২৪

সরকারপ্রধানকে নিয়ে ফেসবুকে কবিতা লিখে চাকরি হারিয়ে ছিলেন ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) সিনিয়র সহকারী সচিব মো. সাইদুর রহমান। তিনি ‘রহমান হেনরী’ নামে কবিতা লেখেন। ২০২২ সালের ১৩ জুন তাকে চাকরি থেকে বরখাস্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

চলতি বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। তার পদত্যাগের পর দায়িত্ব গ্রহণ করে অন্তর্বর্তী সরকার। এই সময়ে সোচ্চার হয়েছেন কবি-লেখকরা। তারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে রহমান হেনরীর চাকরি ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছেন।

কবি দালান জাহান লিখেছেন, ‘রহমান হেনরী বাংলা সাহিত্যের অন্যতম একজন বোদ্ধা কবি, একজন জনপ্রিয় কবি। কবিকে নিত্য সংগ্রামের সাথে পথ চলতে হয়। রহমান হেনরীও জীবন সংগ্রামে আচ্ছাদিত এক ভাতগাছ। জীবনের জন্য মানুষের জন্য কথা বলা এই কবি চাকরি হারিয়ে নিতান্ত কষ্টে জীবন অতিবাহিত করছেন। যথাযথ কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি, কবি রহমান হেনরীর চাকরি ফিরিয়ে দিয়ে তার জীবন চলাচল স্বাভাবিক করা হোক।’

কবি সাইয়েদ জামিল লিখেছেন, ‘২০২২ সালে যখন কবি রহমান হেনরীকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়; তখন সম্ভবত আমিই প্রথম প্রতিবাদ করেছিলাম ফেসবুকে। রহমান হেনরী আমাদের বাংলা ভাষার একজন গুরুত্বপূর্ণ কবি। এই ভাষায় সবচেয়ে বেশি সংখ্যক বিদেশি কবিতার অনুবাদকও তিনি।’

তিনি লিখেছেন, ‘ঈর্ষান্বিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের অপকর্মের শেষ নাই। তারা ক্যাডার সার্ভিসকেও কলুষিত করে রেখে গেছে। কবিতা লেখা কখনোই সরকারি চাকরি বিধি লঙ্ঘন নয়। রহমান হেনরী কি জানেন না শিল্প কী, আর চাকরি বিধি ভঙ্গ কী! মূলত রহমান হেনরীর চাকরি আক্রোশের জায়গা থেকে খেয়েছিলো আওয়ামী লীগ সরকার। এবং তা তখনই স্পষ্ট ছিলো।

এই কবি লিখেছেন, ‘আওয়ামী লীগ সরকারের গুড় খাওয়া অনেক কবি তখন প্রকাশ্যে না বললেও আড্ডায় বলেছে, হেনরীকে চাকরিচ্যুত করা সরকারের ঠিক হয় নাই। এইটা অন্যায় হইছে।’

জামিল আরও লিখেছেন, ‘পুরোনো ফিরিস্তি টানবো না। ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতন হয়েছে। এখন জনগণের অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র পরিচালনা করছে। এই জনগণের সরকারকে বলবো, আর কাল ক্ষেপণ নয়, অতি দ্রুত রহমান হেনরীকে সচিবালয়ে সসম্মানে ফিরিয়ে আনুন। তাঁকে তাঁর প্রাপ্য প্রমোশন দিন। তার ব্যাচমেটরা এখন প্রায় সবাই সচিব।’

কবি ও কথাশিল্পী জব্বার আল নাঈম লিখেছেন, ‘কবি রহমান হেনরীকে চাকরিচ্যুত করাটা ছিল সম্পূর্ণ অন্যায়! কবিতা লেখার অপরাধে কবির ওপর এই শাস্তি নেমে আসে। আজ হেনরী ভাইয়ের একটি কবিতা পড়তে পারেন। বলা যায়, এররকম একটি কবিতার কারণে তিনি সাজার মুখোমুখি হয়েছিলেন। তবে, কবিকে চাকরিচ্যুত করার প্রজ্ঞাপনটি দ্রুতই প্রকাশ করা হবে।’

এসইউ/জিকেএস

আরও পড়ুন