ভিডিও EN
  1. Home/
  2. সোশ্যাল মিডিয়া

বোটানিক্যাল গার্ডেনের প্রবেশ ফি নিয়ে সমালোচনা

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৪:৪৯ পিএম, ০৩ জুলাই ২০২৪

বোটানিক্যাল গার্ডেনে শত শত প্রজাতির গাছ দেখতে শিক্ষার্থীসহ অসংখ্য প্রকৃতিপ্রেমী নিয়মিত আসা-যাওয়া করে। অথচ স্থানটিতে প্রবেশ ফি (টিকিটের দাম) বাড়ানো হয়েছে পাঁচ গুণ। কর্তৃপক্ষ জানিয়েছে, এটি কার্যকর হতে যাচ্ছে আগামী ৪ জুলাই থেকে। ফলে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন প্রকৃতিপ্রেমী মানুষ।

বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানাবিধ মন্তব্য করেছেন নেটিজেনরা। বিশ টাকার প্রবেশ মূল্য ১০০ টাকা হওয়ায় অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। কেউ কেউ প্রতিবাদ করার আহ্বান জানিয়েছেন।

লিমু আক্তার লিখেছেন, ‘আমাদের চির চেনা বোটানিক্যাল গার্ডেনে যেখানে প্রবেশ ফি ছিল এতদিন ২০ টাকা, সেখানে ৪ জুলাই থেকে মানে আর ৩ দিন পর থেকে প্রবেশ ফি ১০০ টাকা; এটা কি মানা সম্ভব? সবাই এর প্রতিবাদ করা উচিত। এদের দুর্নীতি বন্ধ করতে সবাইকে একসাথে পথ চলা উচিত।’

আব্দুল্লাহ এম রাসেল মজা করে লিখেছেন, ‘বোটানিক্যাল গার্ডেনে প্রবেশ ফি। লো বাজেটের প্রেমিক-প্রেমিকারা কট খেয়ে গেলো।’

এমডি সানি লিখেছেন, ‘বোটানিক্যাল গার্ডেনে বা জাতীয় উদ্ভিদ উদ্যান ২০ টাকার প্রবেশ ফি ১০০ টাকা করা হইছে। স্থানভেদে মুক্ত বাতাসের অনেক দাম।’

এমএইচ ফাহাদ লিখেছেন, ‘২০ টাকার দিন শেষ। বোটানিক্যাল গার্ডেনে প্রবেশ ফি ২০ টাকা থেকে উচ্চবংশীয় ফি মাত্র ১০০ টাকা।’

রেজোয়ান প্রধান ব্যাঙ্গাত্মক সুরে লিখেছেন, ‘গার্ডেনে রাসেলস ভাইপার ধরা পড়েছে। আমার বন্ধুদের কী হবে এখন? বোটানিক্যাল গার্ডেনে প্রবেশ ফি ২০ টাকা থেকে উচ্চবংশীয় ফি মাত্র ১০০ টাকা।’

হাসান জামিল লিখেছেন, ‘বোটানিক্যাল গার্ডেন। সুন্দর জায়গাটা। ঢাকার বড় বড় গাছেরা আছে। লোকেরা হাঁটে, ঘুরতে যায়। মিরপুরের দিকে যারা থাকেন, তাদের অনেকে নিত্যই যায়। তাইলে ১০০ টাকায় যাইতে হবে কেন? এটা কি প্রাইভেট প্রপার্টি হয়ে গেল? কারও বাপের সাভানা পার্ক? খবর লাগাইয়া দেখেন, এইটা কি ইজারা বাণিজ্যে চলে? চললে ইজারা নিছে বা এমন কিছু সে এইটারে তার বাপের সাভানা পার্ক বানাইতেছে তলে তলে।’

এসইউ/জিকেএস

আরও পড়ুন