ভিডিও EN
  1. Home/
  2. সোশ্যাল মিডিয়া

ফেসবুক থেকে পাওয়া

ব্যান্ডশিল্পী পিয়ালের জন্য শোকগাথা

সালাহ উদ্দিন মাহমুদ | প্রকাশিত: ০৭:০৫ পিএম, ১১ মে ২০২৪

সময়ের শ্রোতাপ্রিয় ব্যান্ড দল ‘অড সিগনেচার’র সদস্যরা মারাত্মক এক সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। ১১ মে এ দুর্ঘটনায় ব্যান্ডটির শিল্পী ও গিটারিস্ট আহসান তানভীর পিয়াল ও গাড়িচালক সালাম নিহত হয়েছেন। বাকিদের অবস্থা আশঙ্কাজনক। খবরটি ব্যান্ডের ফেসবুক পেজ থেকে নিশ্চিত করা হয়েছে।

পিয়ালের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সংগীতাঙ্গনে। নেট দুনিয়ায় শোকগাথা প্রকাশ করেছেন অনেকেই। কেউ কেউ করেছেন স্মৃতিচারণ। দেশের কণ্ঠশিল্পী, বন্ধু, ভক্ত ও সাংবাদিকরাও শোকাবহ খবরটি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। অকালে চলে যাওয়া এই শিল্পীর জন্য হাহাকার করছে আকাশ-বাতাসও।

জনপ্রিয় কণ্ঠশিল্পী তাসরিফ খান ফেসবুক পোস্টে লিখেছেন, ‘তানভীর পিয়ালের চলে যাওয়াটা মেনে নিতে ভীষণ কষ্ট হচ্ছে। বারবার মনে হচ্ছে হুট করে একটা কল আসুক আর কেউ বলুক যে, না এখনো বেঁচে আছে! ‘অড সিগনেচার’ ব্যান্ডের ‘আমার দেহখান’ গানের শিল্পী ঢাকা-সিলেট হাইওয়েতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। অথচ এমন একটা পেশায় আছি, যেখানে জীবনের প্রায় অর্ধেক সময় এই সড়কেই কাটাতে হয়! জানি না কখন কার সময় চলে আসে। এই মৃত্যুপুরীতে অনিশ্চয়তায় এভাবেই আসা-যাওয়ায় অভ্যস্ত হয়ে উঠেছি, উঠছি আমরা প্রতিদিন।’

সাংবাদিক ও গীতিকার লিমন আহমেদ লিখেছেন, ‘সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল অড সিগনেচার ব্যান্ডের সদস্য আহসান তানভীর পিয়ালের। সিলেট যাওয়ার পথে নরসিংদীর পাচদোনায় ড্রিম হলিডে পার্কের সামনে ব্যান্ড অড সিগনেচারের গাড়ি দুর্ঘটনার শিকার হয়। এতে ব্যান্ডের সকল সদস্য গুরুতর আহত হন। তাদের মধ্যে গাড়ির চালক সালাম এবং ব্যান্ডের অন্যতম সদস্য আহসান তানভীর পিয়াল নিহত হয়েছেন। বাকিদের অবস্থাও আশঙ্কাজনক। আহসান তানভীর পিয়াল একজন স্বপ্নবাজ তরুণ। তার অকাল প্রয়াণ মেনে নেওয়া যায় না। দুর্ঘটনায় নিহত দুজনের বিদেহী আত্মার শান্তি কামনা করছি।’

আরও পড়ুন

ফারজানা ডলি নামের একজন লিখেছেন, ‘সেই দিনে এক গানে এক গল্পকারের গল্প খুঁজে পাবে
খুঁজে পাবে না সেই গল্পকার... সত্যি আজ গল্প আছে, গান আছে, শব্দ আছে তবে গল্পকার নেই, শিল্পী নেই, শব্দের সেই জাদুকর নেই। গানটা একদিন এভাবে বাস্তবতায় রূপ নেবে এটা কি কেউ ভেবেছিল কখনো? ইন্না-লিল্লাহ। বি.দ্র. গানটা ভীষণ প্রিয় আমার সাহিল সানজানের কণ্ঠে।’

মোহাম্মদ শফিউল্লাহ বাবু স্মৃতিচারণ করে লিখেছেন, ‘গানটা সম্ভবত নিজের জন্যই গেয়েছিলি। ঠিক গানের মতো করেই অকালে চলে গেলি চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের প্রিয় অনুজ। অড সিগনেচার ব্যান্ডের ভোকাল ‘আমার দেহখান’ গানের শিল্পী আহসান তানভীর পিয়াল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি।’

নর্থ সাউথ ইউনিভার্সিটি সাংস্কৃতিক সংগঠনের পেজে লেখা হয়েছে, ‘নর্থ সাউথ ইউনিভার্সিটি সাংস্কৃতিক সংগঠনের কোর মেম্বার আহসান তানভীর পিয়াল (ব্যাচ ১৯) আজ ভোর সাড়ে ৫টার দিকে অড সিগনেচারের বাকি সদস্যদের সাথে সিলেট যাওয়ার পথে নরসিংদীতে মারাত্মক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর এই অকালমৃত্যুতে নর্থ সাউথ ইউনিভার্সিটি সাংস্কৃতিক সংগঠন গভীরভাবে শোকাহত এবং স্তম্ভিত। আমরা তার আত্মার মাগফেরাত কামনা করছি, আমিন।’

এ ছাড়া পোস্ট করেছে শো মাস্ট গো অন, বাংলা ব্যান্ড সংস, ব্যান্ড মিউজিক লাভার বাংলাদেশ, উৎসর্গ, বীর চট্টলা, আহমেদ শাকিল, তানভীর আহমেদ রাফী, সুবীর রায়সহ অনেক পেজ এবং আইডি থেকে। দেশের সড়ক দুর্ঘটনা আমাদের জন্য আরও ভয়ংকর হয়ে উঠছে দিন দিন। এর কয়েকদিন আগে কণ্ঠশিল্পী পাগল হাসানও সিলেটে এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। এক শোকের ছায়া কাটতে না কাটতে আরেকটি শোক এসে ম্যুহমান করে দেয় আমাদের।

এসইউ/এএসএম

আরও পড়ুন